খেলা

নর্থইস্টকে হারিয়ে শাপমুক্তি ইস্ট বেঙ্গলের

অম্বরীশ চট্টোপাধ্যায়, কলকাতা: ম্যাচ শেষ হতে তখনও কয়েক মিনিট বাকি। যুবভারতীর গ্যালারি সমবেত কণ্ঠে গেয়ে চলেছে ‘লাল-হলুদের ঝড়ের নাম ইস্ট বেঙ্গল!’ আর রেফারির শেষ বাঁশি বাজতেই সেই কোরাস পরিণত হল শব্দব্রহ্মে। সঙ্গে ফাটছে পটকা। সাইডলাইনেই কোচ অস্কার ব্রুজোঁকে জড়িয়ে ধরলেন সাপোর্টিং স্টাফরা। এই স্প্যানিশ কোচের জাদুকাঠির ছোঁয়াতেই যে শনির দশা কাটল লাল-হলুদের। সাত ম্যাচ পর চলতি আইএসএলে প্রথম জয়ের মুখ দেখল ইস্ট বেঙ্গল। যেন শাপমুক্তি ঘটল মাধি তালালদের। শুক্রবার যুবভারতীতে দিয়ামানতাকোসের একমাত্র গোলে ভর করে নর্থইস্ট ইউনাইটেডকে বশ মানিয়েছে মশাল বাহিনী। ম্যাচের নায়ক অবশ্য ব্যান্ডমাস্টার তালাল। খুব কাছাকাছি রাখতে হবে বিষ্ণুকে। জয়ের সুবাদে আট ম্যাচে ব্রুজোঁ-ব্রিগেডের সংগ্রহ চার পয়েন্ট। তবে মুছল না লাস্ট বয়ের তকমা। পক্ষান্তরে ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল নর্থইস্ট। 
কার্লেস কুয়াদ্রাত জমানায় ইস্ট বেঙ্গলের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছিল। এএফসি’তে দায়িত্ব নিয়েই রোগ সারান ব্রুজোঁ। এবার আইএসএলেও তার প্রতিফলন চোখে পড়ল। বৃহস্পতিবারের চূড়ান্ত মহড়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই ৪-৪-২ ফর্মেশনে দল সাজিয়েছিলেন কোচ। প্রথম একাদশে ফেরেন হেক্টর ও জিকশন সিং। প্রত্যাশামতো সুযোগ পেলেন বিষ্ণুও।  ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল মেলে ধরে ইস্ট বেঙ্গল। প্রথম মিনিটেই দলকে লিড এনে দিতে পারতেন কেরালাইট তরুণ। রাকিপের পাস ধরে ডান প্রান্ত থেকে সেন্টার করেন জিকশন। তাতে বিষ্ণুর ড্রপ ভলি নর্থইস্ট গোলরক্ষকের হাতে জমা পড়তেই গ্যালারিতে হতাশার ছোঁয়া। পরের মিনিটেই সুবিধাজনক জায়গায় সেটপিস পায় হোম টিম। তবে তালালের বাঁক খাওয়ানো শট শরীর ছুঁড়ে বিপন্মুক্ত করেন গোলরক্ষক গুরমিত। উল্টোদিকে, ১২ মিনিটে প্রথম সুযোগ আসে নর্থইস্টের কাছেও। লালচুংনুঙ্গাকে গতিতে হারিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন জিতিন। সাজানো বল পার্থিব জালে পাঠানোর আগেই চিলের মতো ছোঁ মেরে তা ক্লিয়ার করেন আনোয়ার। শেষ পর্যন্ত ২৩ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ইস্ট বেঙ্গল । কর্নার থেকে তালালের নেওয়া শটে জটলা তৈরি হয় নর্থইস্ট বক্সে। ফের বল যায় তালালের কাছে। ফরাসি মিডিওর সেন্টার থেকে হেডে জাল কাঁপান দিয়ামানতাকোস (১-০)। সমতায় ফিরতে পাল্টা চাপ বাড়ান আলেইদিন। তবে ডাবল মার্কিংয়ে মরক্কান ফুটবলারটিকে দাঁত ফোটাতে দিলেন না আনোয়ার ও রাকিপ। এক গোলের লিড কখনও স্বস্তির নয়! সেটা ভালোই জনেন ব্রুজোঁ। তাই বিরতির পর আক্রমণের ঝাঁঝ বজায় রেখেছিল মশাল বাহিনী। তবে নেস্টরের বদলে নিকসন ও পার্থিবের পরিবর্তে গুইলেরমোকে নামিয়ে পাল্টা চাল দেন নর্থইস্ট কোচ। এই পর্বে ম্যাচে আধিপত্য বিস্তার করেছিল পাহাড়ি দলটি। তবে তাদের পরিকল্পনায় বড় ধাক্কা আসে ৬৭ মিনিটে। বিষ্ণুকে ফাউল করে জোড়া হলুদ কার্ড দেখলেন বেমামের। ১০ জন হয়ে পড়ায় চাপ বাড়ে  নর্থইস্টের। তবে শেষ পর্বে লালচুংনুঙ্গাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময়ে স্কোরলাইনের পরিবর্তন ঘটেনি।          
ইস্ট বেঙ্গল: প্রভসুখন, রাকিপ, আনোয়ার, হেক্টর, লালচুংনুঙ্গা, জিকসন (প্রভাত), শৌভিক, ক্রেসপো, বিষ্ণু (সায়ন), তালাল এবং দিয়ামানতাকোস (ক্লেটন)।
ইস্ট বেঙ্গল-১                  :                       নর্থইস্ট ইউনাইটেড-০
(দিয়ামানতাকোস)
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা