খেলা

ফিফার বর্ষসেরার দৌড়ে লিও মেসি

জুরিখ: বয়স ৩৭ বছর! তবুও ফুটবল আঙিনায় লায়োনেল মেসির দাপট অব্যাহত। শুক্রবার ফিফার বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্টের’ জন্য মনোনীত সেরা ১১ জনের নাম প্রকাশিত হয়েছে। তাতে রড্রি, ভিনিসিয়াস জুনিয়রদের সঙ্গে দৌড়ে রয়েছেন মেসি। শেষ তিনবারের মধ্যে দু’বার এই পুরস্কার জিতেছেন এলএমটেন। তবে বিশেষজ্ঞদের ধারণা, এবার ফেভারিট রড্রি ও ভিনিসিয়াস।
২০০৩ সালের পর এবারই ব্যালন ডি’ওরের সেরা ৩০ জনের তালিকায় ছিলেন না লায়োনেল মেসি। পুরস্কার জেতেন রড্রি। কিন্তু ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত সময়ে প্লেয়ারদের পারফরম্যান্সের নিরিখে তালিকা তৈরি করেছে ফিফা। এই পর্বে আর্জেন্তিনাকে কোপা আমেরিকা জিতিয়েছেন লিও মেসি। পাশাপাশি ক্লাব ইন্তার মায়ামিকেও তাদের ফুটবল ইতিহাসের প্রথম ট্রফি জিততে সাহায্য করেন। ফলে মেসির মনোনয়ন পড়ে পাওয়া চোদ্দ আনা একেবারেই নয়। তবে চলতি বছরে স্পেনকে ইউরো জেতানো রড্রির পাল্লাই ভারী। দেশের পাশাপাশি ক্লাব ম্যান সিটির হয়েও উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরেছেন তিনি। এদিকে, ভিনিসিয়াস আবার রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। কিন্তু তারপরও ব্যালন ডি’ওর পাননি তিনি। প্রতিবাদে রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট প্যারিসে বর্ষসেরার অনুষ্ঠানেও যোগ দেয়নি। তবে ফিফার ‘দ্য বেস্টে’র মনোনীত তালিকায় মাদ্রিদ জায়ান্টদেরই ছ’জন ফুটবলার রয়েছেন। ভিনিসিয়াসের সঙ্গী কিলিয়ান এমবাপে, জুড বেলিংহ্যাম, ড্যানি কার্ভাহাল, ফেডেরিকো ভালভার্দে ও টনি ক্রুজ। এছাড়া ১১ জনের তালিকায় রয়েছেন লামিনে ইয়ামাল, ফ্লোরিয়ান রিটজ ও আর্লিং হালান্ড। বর্ষসেরা কোচেদের লড়াইয়ে কার্লো আনসেলোত্তির সঙ্গে আছেন পেপ গুয়ার্দিওলা, লায়োনেল স্কালোনি, লুইস ডে লা ফুয়েন্তে ও জাবি আলোন্সো।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা