খেলা

আজ প্রস্তুতি ম্যাচে নামবেন রোহিতরা

ক্যানবেরা: বাঁ হাতের বুড়ো আঙুলের চোটের জন্য পারথে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলতে পারেননি শুভমান গিল। তবে অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্টে তাঁর খেলার সম্ভাবনা বাড়ছে। শুক্রবার ভারতীয় নেটে লম্বা সময় ধরে গোলাপি বলের বিরুদ্ধে ব্যাট করলেন তিনি। তার মধ্যে মাত্র দশ গজ দূর থেকে থ্রো-ডাউনও রয়েছে। আলাদা ভাবে রক্ষণে জোর দিতেও দেখা গেল তাঁকে। আকাশ দীপ ও যশ দয়াল, পুরোদমে ছুটে আসা দুই পেসারকে সামলালেনও তিনি। ইনডোর নেটেও আর এক প্রস্ত গা ঘামানো চলল। সার্বিকভাবে ব্যাট হাতে স্বচ্ছন্দই ছিলেন গিল। ভারতের সহকারী কোচ অভিষেক নায়ার প্রচারমাধ্যমের সামনে তাই বললেন, ‘যেটুকু দেখেছি তাতে ব্যাট করতে অসুবিধা হচ্ছে না ওর। মনে হচ্ছে ম্যাচে নামতেও সমস্যা নেই। ফিজিও দেখার পর অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে শনিবার দু’দিনের প্রস্তুতি ম্যাচে নামছে রোহিত শর্মার দল। নেট দেখে যা ইঙ্গিত মিলেছে তাতে গিলের সম্ভাবনা যথেষ্টই। ২৫ বছর বয়সি নিজেও আত্মবিশ্বাসী। বিসিসিআই-এর ভিডিও পোস্টে গিল বলেছেন, ‘দেখতে চাইছিলাম চোটের পর ব্যাট করতে কোনও অস্বস্তি হয় কিনা। কিন্তু যা ভেবেছিলাম তার চেয়ে পরিস্থিতি অনেকটাই ভালো। আমি তাই খুব খুশি।  ব্যাটে-বলে হওয়ার মধুর অনুভূতি বড্ড মিস করছিলাম। চোটের পর প্রথম কয়েকদিন খুব মুষড়ে পড়েছিলাম। মন খারাপ হয়ে গিয়েছিল। গত সফরে একমাত্র পারথেই টেস্ট ছিল না। ফলে এই ঐতিহাসিক ভেন্যুতে আমার খেলা হয়নি। এবারও হল না। তবে সতীর্থরা যেভাবে প্রথম টেস্ট জিতেছে তাতে তৃপ্ত।’
পাঁচ টেস্টের সিরিজে টিম ইন্ডিয়া এখন ১-০ এগিয়ে। তবে সিরিজের এখনও চার টেস্ট বাকি। খোঁচা খাওয়া অজিরা স্বাভাবিকভাবেই অ্যাডিলেডে ঝাঁপিয়ে পড়বে সমতা ফেরানোর তাগিদে। এই মাঠে শেষ টেস্টে মাত্র ৩৬ রানে দাঁড়ি পড়েছিল ভারতীয় ইনিংসে। এবারও গোলাপি বলে দিন-রাতের টেস্ট বলেই আশঙ্কায় ক্রিকেটপ্রেমীরা। ৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্টের মহা চ্যালেঞ্জে প্যাট কামিন্সদের মহড়ায় নামবেন যশপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, ঋষভ পন্থরা। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে গা-ঘামানো এই ম্যাচ সেজন্যই হয়ে উঠছে মানিয়ে নেওয়ার মঞ্চ। তবে প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে ক্যানবেরায়। সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে প্রস্তুতি। সেটা আন্দাজ করেই হয়তো এদিন লম্বা সময় ধরে চলল ভারতের নেট। 
ভারতীয় দল অবশ্য পারথেই গোলাপি বলে অনুশীলন শুরু করে দিয়েছিল। দ্বিতীয় সন্তানের জন্মের পর ডনের দেশে পা রাখা অধিনায়ক রোহিত যেমন অপ্টাস স্টেডিয়ামেই নেটে পিঙ্ক বলে ব্যাট করেছিলেন। এদিন ক্যানবেরাতেও তা করতে দেখা গেল। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে তিনি যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে যান কি না তা নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেট মহলের। আভাস যা, তাতে লোকেশ রাহুল অ্যাডিলেড টেস্টে সম্ভবত তিনে নামবেন। আর গিল সুস্থ হয়ে উঠলে নামবেন পাঁচ বা ছয়ে। তবে তার জন্য গিলকে পেতে হবে ফিজিওর সবুজ সঙ্কেত। ভারতীয় শিবির আশাবাদী যে তা পেতে অসুবিধা হবে না।
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা