রবিবার অস্ট্রেলিয়া পৌঁছেছিলেন রোহিত শর্মা। সময় নষ্ট না করে সোমবার প্রস্তুতিও শুরু করে দিলেন তিনি। দীর্ঘক্ষণ ব্যাট করলেন নেটে। তারপর অপ্টাস স্টেডিয়ামের ডাগ-আউটে বসে দেখলেন প্রথম টেস্টে বুমরাহর নেতৃত্বে টিম ইন্ডিয়ার দুরন্ত জয়। ৬ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু দ্বিতীয় টেস্ট। গোলাপি বলে দিন-রাতের ম্যাচে অবশ্য অধিনাকত্ব করবেন হিটম্যান। নেটে প্রায় আধঘণ্টা নবদীপ সাইনি, যশ দয়াল, মুকেশ কুমার ও রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে ব্যাট করেছেন তিনি। বুধবার ক্যানবেরায় উড়ে যাবে টিম ইন্ডিয়া। ৩০ নভেম্বর অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে দু’দিনের দিন-রাতের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। মাঠে নামার কথা রোহিত শর্মার। উল্লেখ্য, দ্বিতীয়বার বাবা হয়েছেন ভারত অধিনায়ক। স্ত্রী’র পাশে থাকতে প্রথম টেস্টে খেলেননি তিনি।
2024-11-26 09:18:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৫৩ টাকা | ৮৫.২৭ টাকা |
পাউন্ড | ১০৪.৪৮ টাকা | ১০৮.২০ টাকা |
ইউরো | ৮৬.৮২ টাকা | ৯০.১৭ টাকা |