আইনজীবীর বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ শহরের ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ সারণীতে। স্থানীয় বাসিন্দা কুশল গুহ রায়ের বাড়িতে চুরি হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিস। কুশলবাবু বলেন, গত ২৪ ডিসেম্বর পরিবার নিয়ে অসমে গিয়েছিলাম। শুক্রবার বাড়িতে এসে দেখি ঘরের তালা ভাঙা। আলমারির জামাকাপড় সমস্ত কিছু এলোমেলো হয়ে মেঝতে পড়ে রয়েছে। নগদ ১৫ হাজার টাকা, কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
2024-12-28 08:30:00ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৪.৭৩ টাকা | ৮৬.৪৭ টাকা |
পাউন্ড | ১০৫.৩৭ টাকা | ১০৯.০৯ টাকা |
ইউরো | ৮৭.৪৫ টাকা | ৯০.৮১ টাকা |