এক যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। ২২ বছর বয়সী ওই যুবতী স্থানীয় একটি চা বাগানে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাঁর প্রেমিককে।
পুলিস সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে ওই যুবতী নিখোঁজ ছিলেন। তাঁর পরিবারের লোকজনই পুলিসে খবর দেয়। এরপর তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। রাত সাড়ে বারোটা নাগাদ চা বাগানের একটি নালায় যুবতীর দেহ উদ্ধার করা হয় বলে পুলিস সূত্রে খবর। মৃতার পরিবারের দাবি, যুবতীকে ধর্ষণ করে খুন করেছে তাঁর প্রেমিক।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.০৩ টাকা | ৮৭.১২ টাকা |
পাউন্ড | ১০৫.০৩ টাকা | ১০৭.৯৩ টাকা |
ইউরো | ৮৮.৬২ টাকা | ৯১.৩২ টাকা |