একটি গাড়ি ধাক্কা মেরেছিল। এজন্য ‘বদলা’ নিয়ে ছাড়ল পথ কুকুর। গাড়ির গায়ে নখ দিয়ে আঁচড় কেটে দিল সারমেয়টি। মধ্যপ্রদেশের সাগর জেলায় গত ১৭ জানুয়ারি দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন প্রহ্লাদ সিং ঘোষি নামে এক ব্যক্তি । বাড়ি থেকে বেরনোর পর কিছুটা দূরে রাস্তার একটি মোড়ে পথ কুকুরকে ধাক্কা মারে তাঁর গাড়ি। তখন গাড়িটি ধাওয়া করেও ধরতে পারেনি কুকুরটি। কিন্তু আঘাতের যন্ত্রণা নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকে ওই কুকুর। রাত একটা নাগাদ বাড়ি ফেরেন ঘোষি। গাড়িটি পার্ক করে ঘরে চলে যান। সেই সুযোগে কুকুরটি ঝাঁপিয়ে পড়ে নখ নিয়ে গাড়িটি আঁচড়ে দেয়। সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল।
2025-01-22 17:10:00এক যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। ২২ বছর বয়সী ওই যুবতী স্থানীয় একটি চা বাগানে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাঁর প্রেমিককে।
পুলিস সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে ওই যুবতী নিখোঁজ ছিলেন। তাঁর পরিবারের লোকজনই পুলিসে খবর দেয়। এরপর তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। রাত সাড়ে বারোটা নাগাদ চা বাগানের একটি নালায় যুবতীর দেহ উদ্ধার করা হয় বলে পুলিস সূত্রে খবর। মৃতার পরিবারের দাবি, যুবতীকে ধর্ষণ করে খুন করেছে তাঁর প্রেমিক।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.০৩ টাকা | ৮৭.১২ টাকা |
পাউন্ড | ১০৫.০৩ টাকা | ১০৭.৯৩ টাকা |
ইউরো | ৮৮.৬২ টাকা | ৯১.৩২ টাকা |