এত দেরি কেন? আরও আগে কেন আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে পারবে না কেন্দ্রীয় সরকার? এই দু’টি প্রশ্নেই কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে সংঘাতের সুর নতুন করে চড়াচ্ছেন বিক্ষোভরত চাষিরা। জানা যাচ্ছে যে, ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের পরেই ফের দিল্লি চলো কর্মসূচির ডাক দিতে পারেন আন্দোলনকারী কৃষকরা। তাঁদের সাফ দাবি, আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রকে বৈঠক করতে হবে দিল্লিতে বসেই। নাহলে কেন্দ্রের সঙ্গে কোনওরকম কথা বলা হবে না। অর্থাৎ, কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশে কৃষকদের বার্তাটি স্পষ্ট। তা হল, দিল্লিতে ঢুকতে দিতে হবে। উল্লেখ্য, গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব, হরিয়ানার এই দু’টি সীমানা এলাকাতেই অবরোধ আন্দোলন করছেন কৃষকরা। আন্দোলনের চাপে একপ্রকার নতিস্বীকার করেই আগামী ১৪ ফেব্রুয়ারি কৃষকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে কেন্দ্রের মোদি সরকার। কিন্তু কেন্দ্রের এই দীর্ঘসূত্রিতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে। ইতিমধ্যেই অবশ্য সর্বভারতীয় কিষান সংগঠনগুলি জানিয়ে দিয়েছে, আলোচনা হোক বা না হোক। তাদের দাবিদাওয়া সম্পূর্ণ না মেটা পর্যন্ত মোদি বিরোধী আন্দোলন চলবেই।
2025-01-22 15:00:09এক যুবতীকে ধর্ষণ করে খুনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল আলিপুরদুয়ারে। ২২ বছর বয়সী ওই যুবতী স্থানীয় একটি চা বাগানে কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাঁর প্রেমিককে।
পুলিস সূত্রে খবর, গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে ওই যুবতী নিখোঁজ ছিলেন। তাঁর পরিবারের লোকজনই পুলিসে খবর দেয়। এরপর তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। রাত সাড়ে বারোটা নাগাদ চা বাগানের একটি নালায় যুবতীর দেহ উদ্ধার করা হয় বলে পুলিস সূত্রে খবর। মৃতার পরিবারের দাবি, যুবতীকে ধর্ষণ করে খুন করেছে তাঁর প্রেমিক।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.০৩ টাকা | ৮৭.১২ টাকা |
পাউন্ড | ১০৫.০৩ টাকা | ১০৭.৯৩ টাকা |
ইউরো | ৮৮.৬২ টাকা | ৯১.৩২ টাকা |