বীরভূমে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। গতকাল, মঙ্গলবার রাতে ওই ঘটনাকে কেন্দ্র আজ, বুধবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পথ অবরোধ করে অভিযুক্তের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি, অভিযুক্তের দোকানের সামনের থাকা ফেস্টুন ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গতকাল রাতেই পুলিস একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিন্তু মূল অভিযুক্ত এখনও অধরা।
2025-01-22 10:56:00কলকাতায় ফের অগ্নিকাণ্ড। গতকাল, মঙ্গলবার রাতে কালীঘাটের একটি বাড়িতে আগুন লাগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। পুলিস জানিয়েছে, মৃতের নাম সাম্য ভট্টাচার্য। তিনি এবং তাঁর স্ত্রী ওই বাড়িতে বসবাস করতেন। কিন্তু এদিন রাতে সাম্য বাড়িতে একাই ছিলেন। কিন্তু কীভাবে এই আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
2025-01-22 10:46:57ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.০৩ টাকা | ৮৭.১২ টাকা |
পাউন্ড | ১০৫.০৩ টাকা | ১০৭.৯৩ টাকা |
ইউরো | ৮৮.৬২ টাকা | ৯১.৩২ টাকা |