ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের কাছে পুরীর রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ দ্রুত শুরু করার আর্জি জানাল মন্দির কর্তৃপক্ষ। হায়দরাবাদের ন্যাশনাল জিওফিজিকল রিসার্চ ইন্সটিটিউটের সহায়তায় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ রত্ন ভাণ্ডারের জিপিআর-জিপিএস সমীক্ষার রিপোর্ট তৈরি করে। ৪৫ পাতার বিস্তারিত সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই মন্দির কর্তৃপক্ষ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে দ্রুত রত্ন ভাণ্ডার সংস্কারের লিখিত আবেদন জানিয়েছে।
গতকাল, শনিবার মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি বলেন, “রত্ন ভাণ্ডার মেরামতি এবং সংস্কারের কাজে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে সব ধরনের সাহায্য করা হবে। আমরা জিপিআর-জিপিএস সমীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি।”
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৬৭ টাকা | ৮৫.৪১ টাকা |
পাউন্ড | ১০৪.৫৫ টাকা | ১০৮.২৭ টাকা |
ইউরো | ৮৬.৮৯ টাকা | ৯০.২৩ টাকা |