ট্যাবের টাকা জালিয়াতি মামলায় গ্রেপ্তার আরও এক ব্যক্তি। এবার বনগাঁ থানার পুলিস ইসলামপুরের রামগঞ্জের খোঁচাবাড়ি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের মহম্মদ বাহা উদ্দিন।
2024-11-20 23:00:00এত দেরি কেন? আরও আগে কেন আন্দোলনকারী কৃষকদের সঙ্গে বৈঠকে বসতে পারবে না কেন্দ্রীয় সরকার? এই দু’টি প্রশ্নেই কেন্দ্রের মোদি সরকারের সঙ্গে সংঘাতের সুর নতুন করে চড়াচ্ছেন বিক্ষোভরত চাষিরা। জানা যাচ্ছে যে, ২৬ জানুয়ারি, সাধারণতন্ত্র দিবসের পরেই ফের দিল্লি চলো কর্মসূচির ডাক দিতে পারেন আন্দোলনকারী কৃষকরা। তাঁদের সাফ দাবি, আন্দোলনকারী কৃষকদের সঙ্গে কেন্দ্রকে বৈঠক করতে হবে দিল্লিতে বসেই। নাহলে কেন্দ্রের সঙ্গে কোনওরকম কথা বলা হবে না। অর্থাৎ, কেন্দ্রের মোদি সরকারের উদ্দেশে কৃষকদের বার্তাটি স্পষ্ট। তা হল, দিল্লিতে ঢুকতে দিতে হবে। উল্লেখ্য, গত বছরের ১৩ ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব, হরিয়ানার এই দু’টি সীমানা এলাকাতেই অবরোধ আন্দোলন করছেন কৃষকরা। আন্দোলনের চাপে একপ্রকার নতিস্বীকার করেই আগামী ১৪ ফেব্রুয়ারি কৃষকদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে কেন্দ্রের মোদি সরকার। কিন্তু কেন্দ্রের এই দীর্ঘসূত্রিতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে। ইতিমধ্যেই অবশ্য সর্বভারতীয় কিষান সংগঠনগুলি জানিয়ে দিয়েছে, আলোচনা হোক বা না হোক। তাদের দাবিদাওয়া সম্পূর্ণ না মেটা পর্যন্ত মোদি বিরোধী আন্দোলন চলবেই।
2025-01-22 13:53:00রান্নার গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন ইন্ডেন গ্রাহকরা। তাঁদের অভিযোগ, বিগত কয়েক দিন ধরে তাঁরা আইভিআরএসের মাধ্যমে বুকিং করতে গেলে, তা সুষ্ঠুভাবে করতে পারছেন না। সংস্থাসূত্রে খবর, প্রযুক্তিগত সমস্যার কারণেই ভোগান্তি। ‘সিস্টেম আপগ্রেড’ করার জন্যই সাময়িকভাবে এই সমস্যা রয়েছে। তা তাড়াতাড়ি কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে দাবি করছেন তাঁরা। সমস্যাটি এরাজ্যে নয়, দেশজুড়ে চলছে। গ্যাস ডিস্ট্রিবিউটরদের অভিযোগ, ক্যাশমেমো তৈরি থেকে শুরু করে নানা সমস্যা হচ্ছে তাঁদেরও।
2025-01-22 13:51:37ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৬.০৩ টাকা | ৮৭.১২ টাকা |
পাউন্ড | ১০৫.০৩ টাকা | ১০৭.৯৩ টাকা |
ইউরো | ৮৮.৬২ টাকা | ৯১.৩২ টাকা |