Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

ইঞ্জিনিয়ারিংয়ে কম্পিউটার সায়েন্স পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল
অর্পণ সেনগুপ্ত

ইঞ্জিনিয়ারিংয়ের কাউন্সেলিং শুরু হতে আর বেশি দেরি নেই। এই অবস্থায় কোন শাখায় ইঞ্জিনিয়ারিং পড়লে ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে ভাবনা কম নয়। বিশেষজ্ঞরা অন্তত একটি বিষয়ে একমত, বর্তমানে তো বটেই, অদূর ভবিষ্যতেও কম্পিউটার সায়েন্সের বিভিন্ন শাখার উপর বাজি ধরা যেতে পারে। তবে, পরিবর্তিত পাঠ্যক্রমে যুগোপযোগী হয়ে উঠছে কোর ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলিও। এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডঃ অরিন্দম চক্রবর্তী বলেন, আগুনের দিকে পতঙ্গ যেরকম ভাবে ছুটে যায়, কম্পিউটার সায়েন্স বিষয়টার দিকে ছাত্রছাত্রীরাও এখন তাই করছে। সেই কারণে নতুন করে আর তাদের বলে দিতে হয় না, কম্পিউটার সায়েন্স বিষয়টার অনিবার্যতার কথা। সারা পৃথিবী তথা ভারতে শিল্পের গতিপ্রকৃতি যেদিকে এগচ্ছে, তাতে কম্পিউটার সায়েন্স ছাড়া গতি নেই। এখন তো বটেই, দিনে দিনে এই চাহিদা বাড়বে বই কমবে না। 
তবে, একটা অন্য দিকও রয়েছে। বর্তমানে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলি আর অচলায়তন কেন্দ্র নয়। যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা সিলেবাসে প্রয়োজনীয় পরিবর্তন আনে। সেই অনুযায়ী কোর ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়গুলিতেও কম্পিউটারের প্রবেশ ঘটেছে। সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বহু কাজই এখন কম্পিউটারভিত্তিক। তার জন্য একদিকে যেমন চাই কম্পিউটারে জ্ঞান, তেমনই বিষয়গত বিদ্যার প্রয়োজনীয়তাও আবশ্যিক প্রাথমিক শর্ত। ভারত তথা পৃথিবীতে উন্নয়নের জোয়ার চলছে। এর জন্য বিভিন্ন ক্ষেত্রের একটি সমন্বয় দরকার। সেই কারণেই প্রয়োজন ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিটি ক্ষেত্রকে। বিল্ডিং বা সাধারণ পরিকাঠামো তৈরি করতে কিন্তু সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ারই প্রয়োজন হবে। কম্পিউটার ইঞ্জিনিয়ারদের দিয়ে কখনও সেই চাহিদা মিটবে না। এমন পরিস্থিতি না হয় যে ভারতে প্রয়োজনীয় ইঞ্জিনিয়ার নেই। বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করে কাজ চালাতে হচ্ছে। 
আমেরিকা বা ইউরোপে একটি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের চাহিদা কয়েক বছর বাড়ে আবার কয়েক বছর কমে যায়। এ দেশেও সেই ট্রেন্ড চলে। শুধু কম্পিউটার সায়েন্সে জোর দেওয়া হলে কোর বিষয়ে ভালো ইঞ্জিনিয়ারের অভাব অচিরেই দেখা দেবে। 
আর এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাবিদ অলোক টিব্রেওয়াল বলেন, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের চাহিদা অস্বীকার করার কোনও উপায় নেই। প্রথম পছন্দ হিসেবে কম্পিউটার সায়েন্সকেই বেছে নিচ্ছেন ছাত্র-ছাত্রীরা। তবে, সবাই যে কম্পিউটার সায়েন্স পড়বেন, তার কোনও কথা নেই। প্রচুর চাহিদার মধ্যে আসনও সীমিত। এমন অনেক ছাত্রছাত্রী কিন্তু আর্কিটেকচার পড়তে পারেন। সৃজনশীল মানসিকতা, লজিক্যাল সেন্স থাকলে এবং অঙ্ক ভালো পারলে আর্কিটেকচারে ভালো কিছু না করার কোনও কারণ নেই। মাথায় রাখতে হবে, আর্কিটেকচার মানেই তিনি যে শুধু বিল্ডিংয়ের নকশা বানাবেন, তা নয়। অনেকে ইন্টেরিয়র ডিজাইন বা অন্যান্য ডিজাইনিংয়ের দিকে যেতে পারেন। মেয়েদের জন্যও এই পেশা খুবই আকর্ষণীয়। অনেকেই জানেন না, অভিনেত্রী ঐশ্বর্য রাই নিজেও একজন আর্কিটেক্ট। কিছু কিছু প্রচলিত ধারণা আছে যে, আর্কিটেকচার ও ইঞ্জিনিয়ারিং একই বিষয়। আসলে তা একেবারেই নয়। 
এ প্রসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের অন্যতম শীর্ষ আধিকারিক মনোজকুমার মুখোপাধ্যায় আরও পরিষ্কার করে বুঝিয়ে বললেন। নিজের মত সোজাসাপ্টাভাবে দিতে পছন্দ করেন মনোজবাবু। তিনি বলেন, কোর ইন্ডাস্ট্রি আমাদের রাজ্যে খুব বেশি নেই। তাই সিভিল, মেকানিক্যাল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে সেই ধরনের সংস্থায় চাকরি পাওয়া খুব কঠিন। চাকরি পেলেও বেতন এতই কম অফার করা হচ্ছে যে, সেখানে যেতে চাইছেন না প্রায় কেউই। 
অর্থাৎ এ রাজ্যে কোর বিষয়গুলির সম্ভাবনা এখনও বেশ সীমিত। দেখা যাচ্ছে যে, কোনও বিষয়ে ইঞ্জিনিয়ারিং পড়েই সেই তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেই চাকরি করতে বাধ্য হচ্ছেন ছাত্রছাত্রীরা। সে ক্ষেত্রে যেমন চাকরি করবেন, তেমন কোর্স করাই বাঞ্ছনীয়। আর এখানেই আসে কম্পিউটার সায়েন্সের প্রয়োজনীয়তার বিষয়টি। কম্পিউটার সায়েন্স এখন বিভিন্ন স্পেশালাইজেশনে বিভক্ত। এআই বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, মেশিন লার্নিং, রোবটিক্স ও অটোমেশন, ডেটা সায়েন্স বা ডেটা অ্যানালিটিক্সের সুনির্দিষ্ট ভাগে বিভক্ত কোর্সগুলি। ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ, প্রয়োজনীয়তা ও যোগ্যতা অনুযায়ী কোর্সগুলি বেছে নিচ্ছেন। আগামী দিনে চাকরির ক্ষেত্রও তৈরি হবে এই স্পেশালাইজেশন ধরেই।
এ তো গেল বিটেকের কথা। মনোজবাবু মনে করিয়ে দিচ্ছেন, পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রটিও কিন্তু বিশাল। কেউ দ্বাদশ পর্যন্ত আর্টস নিয়ে পড়েও এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের সুবাদেই এমটেক বা ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করতে পারেন। কারণ এতে ভর্তি নেওয়া হয় দশম শ্রেণির নম্বরের ভিত্তিতে।  দশম শ্রেণির যোগ্যতার ভিত্তিতে হওয়া প্রবেশিকার র‌্যাঙ্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির অন্যতম মাপকাঠি। 
যেকোনও ক্ষেত্রেই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ার দু’বছরের মাথায় বিটেকে ল্যাটারাল এন্ট্রি করা যায়। সেক্ষেত্রে জেলেট নামে একটি প্রবেশিকা দিতে হবে। এরাজ্যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগও বেশ ভালো রকম রয়েছে। 
তবে, মনোজবাবুর মতে, ইঞ্জিনিয়ারিং ছাড়া পেশাগত জীবন তৈরি হবে না, এমনটা মোটেও নয়। এখন বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, প্যারামেডিক্যাল, ফ্যাশন টেকনোলজি প্রভৃতির মতো প্রযুক্তিভিত্তিক পেশাদার কোর্সও রয়েছে। সেগুলির চাহিদাও যথেষ্ট বেশি। যেকোনও বিষয়ে সফলভাবে কোর্স শেষ করে ভালো চাকরি পাওয়া সম্ভব বলে তিনি মনে করেন।
তবে অভিজ্ঞ মহলের মত, প্রতিটি বিষয়ের ইঞ্জিনিয়ারিংয়ে চাহিদাই বছর বছর বাড়বে। কোনও বছর সেই বৃদ্ধির হার বেশি হবে, আবার কোনও বছর তা কম হবে। সময়ের ধারা মেনে অবশ্য কম্পিউটার সায়েন্সের চাহিদা এখনই কমবে না। এখন পর্যন্ত যা ধারা তাতে অন্যান্য বিষয়ের চেয়ে কম্পিউটার সায়েন্সে প্রাথমিক বেতনের পরিমাণও অনেকটাই বেশি। তবে, সার্বিক উন্নতির হার বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব বিষয়ের ইঞ্জিনিয়ারদের প্রয়োজনই বাড়বে। আসল কথা হলো, কে কত ভালো ভাবে কোর্সটি শেষ করছে। সে ক্ষেত্রে যেকোনও প্রান্তেই চাকরি পেয়ে যাবেন তিনি।
ছবি: সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
27th  June, 2023
নামী প্রতিষ্ঠানে চাহিদা বাড়ছে কোর  ইঞ্জিনিয়ারিংয়ের

ইঞ্জিনিয়ারিং-এ কিছু কিছু বিষয় রয়েছে, যা আদি অনন্তকাল ধরে মেধাবী পড়ুয়াদের প্রথম পছন্দ। যার পোশাকি নাম কোর ইঞ্জিনিয়ারিং, মূলত সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও কেমিক্যাল। ইদানীং পড়ুয়াদের প্রথম পছন্দ কম্পিউটার সায়েন্স।
বিশদ

02nd  July, 2024
স্বাস্থ্য পরিষেবায় প্রচুর সরকারি চাকরির সুযোগ

কাজ আছে। আছে সরকারি-বেসরকারি চাকরিও! অ্যালায়েড হেলথ সায়েন্সেসের কোর্স করলে রোজগার নিশ্চিত! বিস্তারিত জানাচ্ছেন সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ সায়েন্স অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ বিভাগের মেন্টর এবং পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডাঃ ভবতোষ বিশ্বাস। বিশদ

18th  June, 2024
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংই ভবিষ্যৎ

কী নিয়ে পড়াশোনা করব, সেই সিদ্ধান্ত নেওয়া সত্যিই কঠিন। বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার চাহিদা বাড়ছে। এই বিষয়ে আলোচনা করেছেন বহরমপুর টেক্সটাইল কলেজের অধ্যাপক ডঃ শুভাশিস দাস। বিশদ

18th  June, 2024
ফিশারিজ সায়েন্সে পর্যাপ্ত চাকরির সুযোগ

ফিশারিজ সায়েন্স বা মৎস্যবিজ্ঞান নিয়ে পড়াশোনার আগ্রহ দিন দিন বাড়ছে। কোর্স শেষে রয়েছে পর্যাপ্ত চাকরির সুযোগ। রাজ্যের কোথায় কোথায় পড়ানো হয় ফিশারিজ সায়েন্স? খরচ কত? যোগ্যতাই বা কী? পরামর্শে দ্য নেওয়াটিয়া বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিশারিজ সায়েন্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডঃ সুমন কর্মকার।
বিশদ

04th  June, 2024
এআই নিয়ে পড়ার চাহিদা বাড়ছে 
সোহম কর

উচ্চ মাধ্যমিক পাশ করার পর বিজ্ঞান নিয়ে পড়াশোনার ক্ষেত্রে বেশিরভাগ পড়ুয়াই ইঞ্জিনিয়ারিং নিয়ে কেরিয়ার এগনোর স্বপ্ন দেখেন। কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্র অনেক বড়। কোন শাখায় পড়াশোনা করবেন? এই নিয়ে চিন্তায় প্রায় নাওয়া-খাওয়া ভুলে যান পড়ুয়া থেকে পরিবারের লোকেরা। বিশদ

14th  May, 2024
উজ্জ্বল ভবিষ্যৎ কৃষি বিজ্ঞানে
ধরণীধর পাত্র

অনেক ছাত্রছাত্রীই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের আগে থেকেই স্থির করে রাখে তারা কী নিয়ে উচ্চশিক্ষায় এগিয়ে যাবে। তবে কোনও একটা বিষয় নিয়ে পড়ার আগে তার গুরুত্বটা বুঝে নেওয়া একান্ত প্রয়োজন। বিশদ

14th  May, 2024
বিভিন্ন বোর্ডগুলির দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা আসন্ন, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

এ মাসটা পেরলেই শুরু হয়ে যাচ্ছে পরীক্ষার মরশুম। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। আর সিআইএসসিই-র অধীন আইসিএসই অর্থাৎ দশম শ্রেণির পরীক্ষার্থীরা অবশ্য কিছুটা বাড়তি সময় পাবে। বিশদ

10th  January, 2024
চাপমুক্ত থাকলেই আসবে সাফল্য

শেষ মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি কেমন হবে? কোন কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার, তা নিয়ে পরামর্শে বিশিষ্ট মনোবিদ ডাঃ দেবাঞ্জন পান। বিশদ

10th  January, 2024
জাহাজের চাকরি যাদের লক্ষ্য

উচ্চমাধ্যমিক /আইএসসি/ সিবিএসসি ক্লাস টুয়েলভ বোর্ডের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে উপস্থিত হতে হয় জীবনের এক মহা সন্ধিক্ষণে। বেছে নিতে হয় স্বপ্নপূরণের কোনও একটি বিশেষ পথকে—যে পথে আছে সুনিশ্চিত ভবিষ্যৎ আর অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যের হাতছানি। বিশদ

11th  July, 2023
জেনেটিক্স পড়লে কাজের সুযোগ

এখন আর শুধু প্রথাগত ডাক্তারি-ইঞ্জিনিয়ারিং নয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন বিষয় নিয়ে পড়ার আগ্রহ ক্রমশ বাড়ছে। এরকমই একটি বিষয় জেনেটিক্স। আজ আমরা এমন কিছু খাবার খাচ্ছি বা জামাকাপড় পরছি, অনেক ক্ষেত্রে তার পিছনে জেনেটিক্সের প্রয়োগ রয়েছে। বিশদ

11th  July, 2023
হেলথকেয়ার কাউন্সিলরের চাহিদা বাড়ছে
বর্ণালী ঘোষ

ফ্রাসট্রেশন, ডিপ্রেশন, মানসিক চাপ নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই দ্বারস্থ হন চিকিৎসকের। তবে এধরনের সমস্যা সাইকোলজিক্যাল কাউন্সিলিং­-এ অনেকটা সারিয়ে তোলা সম্ভব হয়। বিশদ

27th  June, 2023
স্বাস্থ্য পরিষেবায় চাকরির সুযোগ

হসপিটাল ম্যানেজমেন্টের গুরুত্ব বরাবরের। আগেকার সময়ে হাসপাতালের সিনিয়র ডাক্তাররা ম্যানেজমেন্টের বিভিন্ন দিক সামলাতেন। তখন সরকারি এবং বেসরকারি হাসপাতাল থাকলেও সাধারণ হাসপাতাল, স্পেশালিটি হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালের ধারণা ছিল না। বিশদ

27th  June, 2023
চিকিৎসা ক্ষেত্রে সফল কেরিয়ার
গড়তে প্যারামেডিক্যাল কোর্স

বর্তমান সামাজিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বিষয় স্বাস্থ্য পরিষেবা। এই পরিষেবায় চিকিৎসকের পরামর্শ ছাড়াও আমাদের নির্ভর করতে হয় প্যারামেডিক্যাল স্টাফদের উপর। এই গুরুত্বপূর্ণ পরিষেবায় নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগও বেশি। স্বাস্থ্য পরিষেবায় নিজকে যুক্ত করতে পড়ে নেওয়া যায় বেশ কিছু প্যারামেডিক্যাল বিষয়। বিশদ

13th  June, 2023
সামনে প্রচুর সম্ভাবনা, উজ্জ্বল ভবিষ্যৎ
গড়তে পড়তেই হবে ইঞ্জিনিয়ারিং

রাজ্য জয়েন্টের ফল প্রকাশিত হয়ে গিয়েছে। এবার শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। কেউ সরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পাবেন। আবার কেউ পাবেন না। তবে বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়লে ভালো চাকরি মিলবে না, এমন ধারণা সম্পূর্ণ মিথ্যা। বিশদ

30th  May, 2023
একনজরে
রাজ্যের প্রায় ৩০ হাজার স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘ধূসর জল ব্যবস্থাপনা’ চালু করবে রাজ্য। সম্প্রতি রাজ্যের প্রতিটি স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সমীক্ষা চালায় রাজ্য পঞ্চায়েত দপ্তর। তার মধ্য থেকেই এই সমস্ত স্কুলগুলিকে বেছে নিয়ে এই প্রকল্পের কাজ চালু করতে উদ্যোগ ...

গত মার্চেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের হাত ধরে শিবসেনায় যোগ দিয়েছিলেন রবীন্দ্র ওয়াইকার। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা আসন থেকে কোনওক্রমে জিতেছেন তিনি। তারপরই এল স্বস্তির খবর। ...

১০ জুলাই বাগদা বিধানসভায় উপ নির্বাচন। মাত্র ২৫ বছর এক মাস বয়সি মহিলাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে তৃণমূল। রাজ্যের সর্ব কনিষ্ঠ বিধায়ক হিসেবে তাঁকে জেতানোর ...

রথযাত্রা উপলক্ষ্যে সোনার গয়নায় আকর্ষণীয় অফার দিয়ে ক্রেতাদের টানার চেষ্টা বিভিন্ন বাজারে। বহরমপুরের শতাব্দী প্রাচীন খাগড়া মার্কেটের সোনাপট্টিতে সাজসাজ রব। সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত অধিকাংশ বিপণিতে নানা অফার দেওয়া হচ্ছে। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

বিশ্ব জুনোসিস দিবস
১৬১৪ - রাজা ভগবান দাসের পালিত পুত্র রাজা মানসিংহের মৃত্যু
১৭৮১ - সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র‍্যাফলসের জন্ম
১৮৬৬ - বাংলা ভাষায় প্রথম বিশ্বকোষের সংকলক, প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদ নগেন্দ্রনাথ বসুর জন্ম,
১৮৮৫- জোসেফ মেইস্টারের উপর জলাতঙ্ক রোগের টিকা সফলভাবে পরীক্ষা করলেন লুই পাস্তুর
১৮৯০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম সফল ভারতীয় বুদ্ধিজীবী ধনগোপাল মুখোপাধ্যায়ের জন্ম
১৮৯২- ব্রিটেন পার্লামেন্টে প্রথম ভারতীয় হিসাবে নির্বাচিত হলেন দাদাভাই নওরোজি
১৯০১- শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম
১৯১৯ - বিশ্বের প্রথম বিমান 'ব্রিটিশ আর-৩৪' আটলান্টিক পাড়ি দেয়। লন্ডন থেকে নিউ ইয়র্ক যেতে সময় নেয় ১০৮ ঘণ্টা
১৯৩০ - কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী এম বালামুরলীকৃষ্ণের জন্ম
১৯৪৪ - সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ রেডিওতে গান্ধীজিকে জাতির জনক অভিধা প্রদান করেন
১৯৪৬- আমেরিকার ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশের জন্ম
১৯৪৬- মার্কিন অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের জন্ম
১৯৪৭ - সোভিয়েত ইউনিয়ন এ. কে. ৪৭ রাইফেল উৎপাদন শুরু করে
১৯৫২ - লন্ডন শহরে শেষবারের মতো ট্রাম চলাচল
১৯৭৯ - মিশরে নীল নদের তীরে বিনানুল মূলক নামক গুহায় মিশরের ফেরাউন দ্বিতীয় রেমেসিসের মমি আবিষ্কৃত হয়
১৯৮৫- অভিনেতা রণবীর সিংয়ের জন্ম
১৯৮৬- রাজনীতিবিদ জগজীবন রামের মৃত্যু
১৯৯১ - জার্মান টেনিস তারকা স্টেফি গ্রাফ পর পর তৃতীয়বারের মতো উইম্বলডন জেতেন
২০০২- রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির মৃত্যু
২০০২ - মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক জন ফ্রাঙ্কেনহাইমারের মৃত্যু

06th  July, 2024


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬৪ টাকা ৮৪.৩৮ টাকা
পাউন্ড ১০৫.২৩ টাকা ১০৮.৭২ টাকা
ইউরো ৮৯.০৪ টাকা ৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৩,৭৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৪,১০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭০,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯২,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯২,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২২ আষাঢ়, ১৪৩১, রবিবার, ৭ জুলাই, ২০২৪। দ্বিতীয়া ৫৯/৫৫ শেষরাত্রি ৫/০। পুষ্যা নক্ষত্র অহোরাত্র। সূর্যোদয় ৫/১/৩৩, সূর্যাস্ত ৬/২১/১৬। অমৃতযোগ প্রাতঃ ৬/৪৮ গতে ৯/২৮ মধ্যে পুনঃ ১২/৭ গতে ২/৪৭ মধ্যে। রাত্রি ৭/৪৬ মধ্যে পুনঃ ১০/৩৮ গতে ১২/৪৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৪ গতে ৫/২৭ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/২১ মধ্যে। কালরাত্রি ১/১ গতে ২/২২ মধ্যে। 
২২ আষাঢ়, ১৪৩১, রবিবার, ৭ জুলাই, ২০২৪। দ্বিতীয়া শেষরাত্রি ৪/৩৩। পুনর্বসু নক্ষত্র প্রাতঃ ৫/১৩। সূর্যোদয় ৫/১, সূর্যাস্ত ৬/২৩। অমৃতযোগ দিবা ৬/৫১ গতে ৯/২৯ মধ্যে ও ১২/৯ গতে ২/৪৯ মধ্যে এবং রাত্রি ৭/৪৭ মধ্যে ও ১০/৩৮ গতে ১২/৪৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩৫ গতে ৫/২৯ মধ্যে। বারবেলা ১০/২ গতে ১/২৩ মধ্যে। কালরাত্রি ১/২ গতে ২/২২ মধ্যে।  
৩০ জেলহজ্জ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
পুরীতে রথযাত্রায় পদপিষ্টের পরিস্থিতি, জখম বহু

08:29:42 PM

দ্বিতীয় টি-২০ জিম্বাবোয়েকে হারিয়ে ১০০ রানে ম্যাচ জিতল ভারত

07:56:01 PM

দ্বিতীয় টি-২০: ২ রানে আউট ব্লেসিং, জিম্বাবোয়ে ১২৩/৯ (১৭.৪ ওভার), টার্গেট ২৩৫

07:45:00 PM

দ্বিতীয় টি-২০: ৪৩ রানে আউট ওয়েসলি, জিম্বাবোয়ে ১১৭/৮ (১৬.৩ ওভার), টার্গেট ২৩৫

07:37:00 PM

দ্বিতীয় টি-২০: ১ রানে আউট মাজাকাটজা, জিম্বাবোয়ে ৭৬/৭ (১১.১ ওভার), টার্গেট ২৩৫

07:18:31 PM

দ্বিতীয় টি-২০: ০ রানে আউট ক্লাইভ, জিম্বাবোয়ে ৭৩/৬ (১০.৩ ওভার), টার্গেট ২৩৫

07:12:00 PM