উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
জীবনে প্রথমবার ভ্যালেন্টাইনস ডে-তে উপহার পেয়েছিলেন পারফিউম। সেটা এক্কেবারে স্কুলে পড়ার সময়ের ঘটনা। তখন তাঁর বয়স বছর পনেরো। প্রেমদিবস সম্বন্ধে স্মৃতিচারণা করতে গিয়ে নিজের স্কুলজীবনে ফিরে গেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বললেন, ‘এখনও আমার মনে সেই ঘটনা বেশ উজ্জ্বল। ভ্যালেন্টাইনস ডে-তে এক বোতল পারফিউম উপহার পেয়েছিলাম। এত খুশি হয়েছিলাম যে, দিন কয়েকের মধ্যে সেই এক বোতল পারফিউম শেষ করে ফেলেছিলাম।’
আলিয়া ভাট-রণবীর কাপুরের প্রেমকাহিনী এখন সেলেব মহলে সবচেয়ে চর্চিত বিষয়। এর মধ্যেই তাঁর অভিনীত ‘গালি বয়’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। এই ছবিটিকে নিঃসন্দেহে আলিয়ার প্রেমদিবসের উপহার বলা চলে। তবে, এই ছবিতে তিনি আর এক রণবীরের (সিং) সঙ্গে জুটি বেঁধেছেন। কিন্তু রিয়েল লাইফ ‘লাভকাপল’ আলিয়া-রণবীর কাপুরকে রিল লাইফে প্রথমবার দেখা যাবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। এই ছবিতে রয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন।
এ বছর ১৪ ফেব্রুয়ারি কার সঙ্গে কাটাবেন? প্রশ্ন শুনেই আলিয়ার সহাস্য জবাব,‘আমার তো একজনই রয়েছেন যাঁর সঙ্গে এই দিনটি পালন করতে পারি।’ কিন্তু দ্বিতীয় প্রশ্ন ধেয়ে আসার আগেই প্রফেশনাল কমিটমেন্টের প্রসঙ্গ তুলে নিজের আগের উত্তরটিকে রহস্যময়ভাবে আড়াল করার চেষ্টা চালালেন তিনি। বললেন,‘আমি তো এখন ব্রহ্মাস্ত্রের শ্যুটিং করছি। তাই ওই দিনটি আমাদের পরিচালক অয়ন (মুখোপাধ্যায়) আর বচ্চনজির সঙ্গে উদযাপন করব।’ আলিয়ার এই জবাব শুনে এই মজার প্রশ্ন এল মনে। জানতে চাওয়া হল, তাহলে কি এক ‘ব্যক্তি’র উপর থেকে আপনার আগ্রহ পরিবর্তিত হয়ে গেল? মুখ ফস্কে মহেশ ভাটের কন্যা বলে ফেললেন, ‘কার থেকে। রণবীরের থেকে অয়ন বলছেন?’ ভ্যালেন্টইনস ডে নিয়ে যথেষ্ট উচ্ছ্বাস আছে আলিয়ার। প্রেমদিবস সম্বন্ধে তাঁর মত, ‘একটা ভালোবাসার দিন থাকা ভালো। যদিও ভালোবাসা প্রতিদিনই থাকে। তবুও একটা বিশেষ দিন ভালোবাসা উদযাপনে বেশ উৎসবের মেজাজ থাকে।’
রণবীর কাপুরের প্রশংসাতেও পঞ্চমুখ তিনি। বললেন,‘ওর মতো সহজাত অভিনেতা আমি দেখিনি। আমার জীবনে দেখা অন্যতম সেরা অভিনেতা ও । শুধু আমি নয় অনেকেই রণবীরের অভিনয়ের অনুরাগী। সেটে অভিনয়ের সময় একদম অন্য মানুষ। অভিনয় ছাড়া কোনও দিকে নজর থাকে না। অভিনয়ের সময় আমি সাধারণত কখনও সংলাপ ভুল করি না। কিন্তু রণবীরের উল্টোদিকে অভিনয় করতে গিয়ে ওর কাজ দেখে অনেক সময় সংলাপ বলতে ভুলে গিয়েছি। ওর চোখের সততা ও সারল্য আলাদা করে উল্লেখ করার মতো।’
শুধু রণবীরই নন, তাঁর বাবা-মা সম্পর্কেও উচ্ছ্বসিত প্রশংসা আলিয়ার কণ্ঠে। কাপুর পরিবারের এই প্রশংসা সিনেপ্রেমীদের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আলিয়া বললেন, ‘নীতুজি চমৎকার মানুষ। উনি আমার বন্ধুর মতো। আর ঋষিজি ইউনিক মানুষ। তাঁর সঙ্গে সময় কাটাতে ভীষণ মজা লাগে। তাঁর থেকে অনেক কিছু শেখার আছে।’