উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
অভিযোগ, ৩৪ নম্বর জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করা হলেও শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যান নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। যততত্র বেআইনি পার্কিংয়ের কারণে যানজট নিয়ন্ত্রণে পুরসভা ও ট্রাফিক বিভাগ নির্বিকার বলে অভিযোগ নাগরিকদের। বেশ কিছুদিন ধরে টোটো ও বাইক বেআইনিভাবে পার্কিং করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও বেআইনি পার্কিং নিয়ে শহরে লাগাতার অভিযান চলছে বলে পুলিসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বাসিন্দাদের বক্তব্য, যানজট সমস্যার সমাধানে বেআইনি পার্কিং নিয়ন্ত্রণে পুরসভা এবং ট্রাফিক পুলিস নিষ্ক্রিয় থাকায় মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই দূর থেকে আসা পরীক্ষার্থীরা সমস্যায় পড়েছেন। রাস্তার মোড়ে মোড়ে অবৈধভাবে মোটরবাইক, টোটো, ভ্যান, পার্কিং করে রাখায় দিনের ব্যস্ততম সময়ে চলাচলে সমস্যা হচ্ছে। এ নিয়ে প্রশাসনের নজরদারি প্রয়োজন। এবিষয়ে জেলা ট্রাফিক ওসি অনুপ সিং বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। কোথাও কোনও খামতি নেই। পুরাতন মালদহ শহরে বেআইনি পার্কিং নিয়ে সমস্যা হলে ব্যবস্থা নেব। মালদহ থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, বেআইনি পার্কিং নিয়ে প্রতিদিনই অভিযান হচ্ছে। কোথাও কোনও সমস্যা নেই।
পুরাতন মালদহ পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের চন্দনা হালদার বলেন, মালদহ কোর্ট স্টেশন এলাকায় সাময়িক যানজট হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে পুলিসকে ব্যবস্থা নিতে বলেছি। পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। বেআইনি গাড়ি পার্কিংয়ের বিষয়টি পুলিস দেখছে।
এদিন পরীক্ষার শুরু হওয়ার আগে বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীদের গাড়ি আসায় পুরাতন মালদহ শহরে সাময়িকভাবে যানজট হয়। এর কারণ বেআইনি পার্কিং। শহরে যত্রতত্র রাস্তার ধারে বেআইনিভাবে ছোট গাড়ি বাইক রাখায় রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। পুরাতন মালদহের সদরঘাট মোড়, বুলবুলি মোড়, মির্জাপুর মোড়, চোরঙ্গী, নবাবগঞ্জ মোড় সহ একাধিক গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় বেআইনি পার্কিংয়ে জেরবার হয়েছেন পরীক্ষার্থী ও সাধারণ বাসিন্দারা। ওই মোড় গুলিতে স্কুল অফিস কলেজের সময় বেআইনি পার্কিংয়ে ব্যাপক যানজট হয়। এতে মানুষের চলাফেরা করতে সমস্যা হয়। ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া মোড়গুলি ছাড়াও অন্যান্য মোড়ে ট্রাফিক ব্যবস্থা কার্যত থাকে না বলে অভিযোগ। ফলে ব্যস্ততম সময়ে শহরের একাধিক মোড় দিয়ে চলাফেরা করতে মানুষকে দূর্ভোগে পড়তে হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই এই সমস্যা জিইয়ে থাকায় অভিভাবক মহলে ক্ষোভ জমছে।