Bartaman Patrika
দেশ
 

দিনভর এজলাসে বসে থাকুন,
নাগেশ্বরকে সাজা সুপ্রিম কোর্টের

অফিসার বদলি করে শীর্ষ আদালতের অবমাননা

সমৃদ্ধ দত্ত, নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: সিবিআইকে নজিরবিহীন ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ প্রাক্তন ভারপ্রাপ্ত সিবিআই ডিরেক্টর নাগেশ্বর রাওকে চরম ভর্ৎসনা করে আদালত অবমাননার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে শীর্ষ আদালত। তবে শুধুমাত্র এক লক্ষ টাকা জরিমানা করে চরম বিব্রত করাই নয়, একসময় প্রধান বিচারপতি নাগেশ্বর রাওকে লক্ষ্য করে বলেন, যান, কোর্টরুমের ওই একেবারে কোণে গিয়ে বসে থাকুন। তাঁর আচরণে সর্বোচ্চ আদালত কতটা বিরক্ত হয়েছে সেটা এই আদালত অবমাননার মামলার গত শুনানিতেই বুঝিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিগত শুনানিতে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছিলেন, আদালতের আদেশ নিয়ে আপনি ছেলেখেলা করলে ঈশ্বর ছাড়া আপনার আর গতি নেই। নাগেশ্বর রাও আদালত অবমাননার অভিযোগের আগে এবং আজও বলেছেন, আমি উপলব্ধি করেছি আমার ভুল হয়েছে। যে সিদ্ধান্ত নিয়েছি সেটা নেওয়া আমার উচিত হয়নি। আমি শর্তহীন ক্ষমা প্রার্থনা করছি। কিন্তু সুপ্রিম কোর্ট কর্ণপাত করেনি। বরং প্রধান বিচারপতি জরিমানার কথা শুনিয়ে বলেন, এটা মোটেই কোনও ভুল নয়, এটা জেনেশুনে ইচ্ছাকৃতভাবে অগ্রাহ্য করা আমাদের। মনে রাখবেন, আপনাকে একমাসের জন্যও জেলে পাঠাতে পারি। চুপ করে ওই কোণায় গিয়ে বসে থাকুন।
গত বছরের আগস্ট মাস থেকে সিবিআইয়ের অন্দরে দুই প্রধান কর্তা ডিরেক্টর অলোক ভার্মা এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার মধ্যে চরম গোষ্ঠীকোন্দল প্রকট হয়। উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছিল দুবাইবাসী ব্যবসায়ীর থেকে কয়েক কোটি টাকার ঘুষ নিয়ে কোনও একটি তদন্তে শৈথিল্য দেখানোর। সেই অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে গোটা সরকারের অন্দরে রীতিমতো শোরগোল শুরু হয়। গত ২৩ অক্টোবর মধ্যরাতে আচমকা একটি বিশেষ সার্কুলার প্রকাশ করে মোদি সরকার এই দুই কর্তাকেই পদ থেকে সরিয়ে ছুটিতে পাঠিয়ে দেয়। এবং রাতারাতি ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয় নাগেশ্বর রাওকে। চেয়ারে বসার পর ২৪ ঘণ্টার মধ্যেই নাগেশ্বর রাও একের পর এক বদলির অর্ডার ইস্যু করেন। এদিকে গোটা বিষয়টি আদালতের বিচারাধীন ছিল। এরকমই এক অফিসার ছিলেন এ কে শর্মা। যিনি বিহারের মুজফফরপুরের মহিলাদের আবাসিক হোমের ধর্ষণ কাণ্ডের তদন্ত করছিলেন। তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছিল। যা নিয়ে সুপ্রিম কোর্টে তিনি অভিযোগ জানান। সুপ্রিম কোর্ট তারপরই তলব করেন নাগেশ্বর রাওকে। এবং গতকাল নাগেশ্বর রাও লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী অফিসারকে বদলির আগে কেন তিনি সুপ্রিম কোর্টকে জানালেন না এই প্রশ্ন তুলে তাঁকে জবাব দিতে বলে সুপ্রিম কোর্ট। তাঁর জবাবে সন্তুষ্ট না হয়ে সর্বোচ্চ আদালত আজ এই জরিমানা ধার্য করেন আদালত অবমাননার জন্য। উল্লেখ্য, এই নাগেশ্বর রাওই কলকাতার পুলিশ কমিশনার রাজীবকুমারকে জেরার করার জন্য সিবিআই অফিসারদের পাঠিয়েছিলেন কমিশনারের বাড়িতে সম্প্রতি। আর সেই নিয়েই চরম রাজনৈতিক বিতর্ক শুরু হয়ে যায়।

রাফাল: বিদেশি সংস্থার হয়ে লবিস্টের মতো কাজ
করছেন রাহুল, কংগ্রেস সভাপতিকে খোঁচা বিজেপির

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): প্রতিরক্ষা সামগ্রী সরবরাহের জন্য দেশি না বিদেশি সংস্থা ভালো, সেই বিতর্ক তুলে মঙ্গলবার রাফাল নিয়ে কংগ্রেসের আক্রমণের পাল্টা দিল বিজেপি। এদিন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিদেশি সংস্থার ‘লবিস্ট’ হিসেবে কাজ করার অভিযোগ তুললেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ।
বিশদ

দিল্লির হোটেলে বিধ্বংসী আগুন,
বাঁচতে ঝাঁপ, মৃত শিশু সহ ১৭

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): মঙ্গলবার ভোররাতের আগুন প্রাণ কেড়ে নিল ১৭ জনের। ভোর তখন সাড়ে তিনটে। দিল্লির গুরুদ্বার রোডের চারতলা অর্পিত প্যালেস হোটেলের ভিতর তিনতলায় লাগল আগুন। দাউদাউ করে ছড়িয়ে পড়ল সেই আগুন। প্রতিটি ঘরে তখন ঘুমোচ্ছিলেন আবাসিকরা।
বিশদ

ঘন ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছিল,
জানালেন কেরলের বাসিন্দা সোমশেখর

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): ভোর রাতের কথা ভাবলেই মঙ্গলবার বিকেলেও যেন আতঙ্কে আঁতকে উঠছিলেন সোমশেখর। গাজিয়াবাদে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কেরলের এর্নাকুলাম থেকে তাঁরা ১৩ জন এসেছিলেন। হোটেলের চারটি ঘর তাঁরা ভাড়া নিয়েছিলেন।
বিশদ

আজ দিল্লির ধর্না থেকে মোদি
হটাওয়ের ডাক দেবেন মমতা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: ব্রিগেডের পর মোদি বিরোধী আন্দোলনকে আরও তীব্র করতে বুধবার দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেই দিল্লি পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলনেত্রীর ওই মোদি বিরোধী লড়াইয়ে সব বিরোধী দলকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকী সিপিএমকেও।
বিশদ

রায়বেরিলি থেকে অভিষেক হতে পারে প্রিয়াঙ্কার
আজই ষষ্ঠদশ লোকসভার সমাপ্তি, সম্ভবত
আদবানিজিকে আর দেখা যাবে না সংসদে

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: ষষ্ঠদশ লোকসভার সর্বশেষ অধিবেশনের সমাপ্তি আগামীকাল। এই লোকসভার মেয়াদ আগামী জুন মাসের প্রথম সপ্তাহে সমাপ্ত হবে। তবে বাজেট অধিবেশনই হতে চলেছে শেষ অধিবেশন। এরপর পুনরায় লোকসভার অধিবেশন বসবে নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার পর।
বিশদ

লখনউ বিমানবন্দরে অখিলেশ যাদবকে
আটকানোর অভিযোগ, উত্তপ্ত উত্তরপ্রদেশ

যোগী সরকারের ভূমিকায় ক্ষুব্ধ মমতা

 লখনউ, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। কিন্তু সেই অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগেই লখনউ বিমানবন্দরে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটকে দেওয়ার অভিযোগ উঠল বর্তমান যোগী সরকারের বিরুদ্ধে।
বিশদ

পাইলটের ‘অভাব’
৩০টির বেশি বিমান বাতিল
করল ইন্ডিগো, কলকাতার ৮

মুম্বই, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): পাইলট পাওয়া যাচ্ছে না। এই যুক্তি দেখিয়ে ৩০টি’র বেশি উড়ান বাতিল করে দিল ইন্ডিগো। শনিবার পাইলট ইস্যুতে বহু উড়ান বাতিল করে এই সংস্থা। পরের দিন রবিবারও আবহাওয়াকে দুষে বেশ কয়েকটি উড়ানকে আচমকা বাতিল করার অভিযোগ উঠেছিল এই সংস্থার বিরুদ্ধে।
বিশদ

রাফাল বরাত পাইয়ে দিতে
আম্বানির ‘মিডলম্যান’ হিসেবে কাজ
করেছেন মোদি, তোপ রাহুলের

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: রাফালে বরাত পাইয়ে দিতে অনিল আম্বানির ‘মিডলম্যান’ হিসেবে কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাফাল যুদ্ধবিমান ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে আজ এভাইে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী।
বিশদ

বিকানির জমি কেলেঙ্কারি
জয়পুরে ইডি জেরার মুখোমুখি
রবার্ট ওয়াধেরা ও তাঁর মা

জয়পুর ও নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): রাজস্থানের সীমান্ত শহর বিকানিরের একটি জমি কেলেঙ্কারি নিয়ে তদন্তের ঘটনায় ফের ইডির জেরার মুখোমুখি হলেন রবার্ট ওয়াধেরা। জমি কেলেঙ্কারির ঘটনায় এদিন রবার্টের মা মউরিনকেও ডেকে পাঠায় ইডি।
বিশদ

সংরক্ষণের দাবিতে
রেল, সড়ক অবরোধ করে গুজ্জরদের
প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত

জয়পুর, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): চাকরি এবং শিক্ষাক্ষেত্রে পাঁচ শতাংশ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে গুজ্জর সম্প্রদায়। পঞ্চম দিনেও সেই বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। পুলিস জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে চাকসু শহর অবরোধ করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি, শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে, ৫২ নম্বর জাতীয় সড়ক আটকেও বিক্ষোভ চলে।
বিশদ

টিকিট পরীক্ষা ও নিরাপত্তা রক্ষায়
বেসরকারি কর্মী নিয়োগ করছে রেল
নাম দেওয়া হচ্ছে স্টেশন মার্শাল

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: টিকিট পরীক্ষা এবং নিরাপত্তা রক্ষায় এবার বেসরকারি সংস্থার কর্মীদের নিয়োগ করতে চলেছে রেলমন্ত্রক। যাঁদের নাম দেওয়া হচ্ছে স্টেশন মার্শাল। যাঁরা প্ল্যাটফর্মে টিকিটহীন লোকজনের অনায়াস গতিবিধি ঠেকাতে আরপিএফ এবং সংশ্লিষ্ট রেল কর্মীদের সহযোগিতা করবেন।
বিশদ

নিদর্শের যাবতীয় ইতিহাস এবার জানা
যাবে অ্যাপেই, নয়া উদ্যোগ জাদুঘরের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর শুধু দ্রষ্টব্য দেখা বা তার সম্পর্কে দু’-এক লাইনের বিবরণের দিন শেষ হচ্ছে ভারতীয় জাদুঘরে। প্রযুক্তির মাধ্যমে এবার সংশ্লিষ্ট নিদর্শের ইতিহাস জেনে যাবেন দর্শকরা। সেই ব্যবস্থাই চালু করতে চলেছে জাদুঘর কর্তৃপক্ষ। একটি অ্যাপের মাধ্যমেই জানা যাবে সংশ্লিষ্ট নিদর্শের যাবতীয় তথ্য।
বিশদ

বিরোধী মঞ্চ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা
মমতার পর চন্দ্রবাবুর মঞ্চেও নেই বামেরা, আজ
আপ-এর কর্মসূচিতে যাওয়া নিয়েও ধন্দে নেতৃত্ব

 জীবানন্দ বসু, কলকাতা: জাতীয় রাজনীতির নিরিখে বিজেপি বিরোধী দলগুলির ঐক্যের পক্ষে তারাও রয়েছে। কিন্তু লোকসভা ভোট এগিয়ে আসতেই রাজ্য রাজনীতির সমীকরণের জাঁতাকলে পড়ে ইদানীং সেই ঐক্য মঞ্চের শরিক হতে পারছে না বাম দলগুলি।
বিশদ

শতাব্দীর বিকল্প হলেও, বন্দে ভারত
এক্সপ্রেসের ভাড়া বেশি প্রায় দেড়গুণ

ঘোষণার একদিনের মধ্যে কমানো হল ভাড়া

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি: শতাব্দী এক্সপ্রেসের বিকল্প হিসেবে এলেও বন্দে ভারত এক্সপ্রেসের (ট্রেন-১৮) যাত্রীভাড়া বৃদ্ধি পাচ্ছে শতাব্দীর তুলনায় প্রায় দেড় গুণ। একদিনের মধ্যে ভাড়া কিছুটা কমানোর কথা রেলমন্ত্রক ঘোষণা করলেও, শতাব্দী এক্সপ্রেসের এসি চেয়ার কারের বেস ফেয়ারের তুলনায় ট্রেন-১৮ এর ওই ক্লাসের যাত্রীভাড়া বৃদ্ধি পাচ্ছে ১.৪ গুণ।
বিশদ

Pages: 12345

একনজরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার আইনজীবীরা তাঁদের সব দাবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ রাজ্যের অন্যত্র স্মারকলিপি মারফত জমা করলেন। আইনজীবীদের কল্যাণে ও কিছুটা মামলাকারীদের ...

 চেন্নাই, ১২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ভালো পারফরম্যান্সের সুবাদে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন পেস অলরাউন্ডার বিজয় শঙ্কর। তিনি বলেছেন, ‘ভারতীয় দলে থাকার সুবাদে সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। ...

সংবাদদাতা, রামপুরহাট: নাতির উপনয়নের জন্য সোনার গয়না কিনে বাড়ি ফেরার পথে কেপমারদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন রামপুরহাট থানার খরুণ গ্রামের প্রাক্তন শিক্ষক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের জনবহুল কামারপট্টি মোড়ে।  ...

সংবাদদাতা, গাজোল: মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট বাসস্ট্যান্ডের পরিকাঠামো উন্নয়নের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। এজন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ২০ লক্ষ টাকা অনুমোদন করেছে। বাসস্ট্যান্ডকে ওই টাকায় ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম
১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর হয়।
১৯৪৫: অভিনেতা বিনোদ মেহরার জন্ম
১৯৬০: ফ্রান্সের সফল পরমাণু পরীক্ষা
১৯৮৫: টেনিস খেলোয়াড় সোমদেব দেববর্মনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.০৪ টাকা ৭১.৭৪ টাকা
পাউন্ড ৮৯.৬৫ টাকা ৯২.৯০ টাকা
ইউরো ৭৮.৪৪ টাকা ৮১.৪২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১, ৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ২৩/৫২ দিবা ৩/৪৭। কৃত্তিকা ৪০/৩৩ রাত্রি ১০/২৭। সূ উ ৬/১৪/১৩, অ ৫/২৭/৫২, অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ৯/৫৮ গতে ১১/২৮ মধ্যে পুনঃ ৩/১২ গতে ৪/৪৩ মধ্যে। রাত্রি ৬/১৯ গতে ৮/৫১ মধ্যে পুনঃ ১/৫৮ গতে উদয়াবধি। বারবেলা ৯/২ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/১৫ মধ্যে, কালরাত্রি ৩/২ গতে ৪/৩৮ মধ্যে।
২৯ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ১০/৩৭/৩১। কৃত্তিকানক্ষত্র সন্ধ্যা ৫/৫৭/২৪, সূ উ ৬/১৫/২৬, অ ৫/২৬/৭, অমৃতযোগ দিবা ৭/৪৪/৫১ মধ্যে ও ৯/৫৯/০ থেকে ১১/২৮/২৫ মধ্যে ও ৩/১১/৫৯ থেকে ৪/৪১/২৪ মধ্যে এবং রাত্রি ৬/১৭/২৪ থেকে ৮/৫১/১৬ মধ্যে ও ১/৫৯/০ থেকে ৬/১৫/২৫ মধ্যে, বারবেলা ১১/৫০/৪৬ থেকে ১/১৪/৩৬ মধ্যে, কালবেলা ৯/৩/৬ থেকে ১০/২৬/৫৬ মধ্যে, কালরাত্রি ৩/৫২/২৫ থেকে ৫/২৮/৩৬ মধ্যে।
৭ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম১৯৩১ - ব্রিটিশ ...বিশদ

07:03:20 PM

ঝাড়গ্রামে গাড়ি উল্টে জখম ৬ মাধ্যমিক পরীক্ষার্থী
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে জখম ৬ ...বিশদ

05:14:00 PM

কাটোয়ায় পরীক্ষার সেন্টার থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীনি, চাঞ্চল্য 

03:33:32 PM

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে মন্ত্রী গৌতম দেব 

02:27:00 PM

দমদমে সুড়ঙ্গে আটকে গেল মেট্রো
ফের বিভ্রাট মেট্রোয়। এদিন বেলা ১২:৫৮ মিনিটে দমদম ও বেলগাছিয়ার ...বিশদ

02:23:00 PM