Bartaman Patrika
কলকাতা
 

আলিপুরের জিরাট সেতুতে ভয়াবহ দুর্ঘটনা,
দ্রুতগতির বাইকের বলি এক যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের রাতের শহরে গতির বলি এক বাইক চালক। এবার আলিপুর চিড়িয়াখানা সংলগ্ন জিরাট সেতুর উপরে। সোমবার রাতের এই দুর্ঘটনায় বাইকটি সজোরে সেতুর রেলিংয়ে ধাক্কা খায় এবং সেখানেই চালকের মুণ্ডু আটকে গিয়ে ধড় থেকে কার্যত আলাদা হয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনার দৃশ্যে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন তাঁর সঙ্গে থাকা বন্ধুরাও। ঘটনার প্রায় এক ঘণ্টা পর পুলিস গিয়ে কোনওরকমে রেলিংয়ের ভিতরে থেকে মাথা এবং দেহটি বের করে এসএসকেএম হাসপাতালে পাঠায়। পুলিস জানিয়েছে, ওই যুবকের নাম সম্রাট চক্রবর্তী (২৩)। বাড়ি চেতলাহাট রোডে। ঘটনায় বাইকের পিছনে থাকা অমিত মণ্ডল নামে সম্রাটের এক বন্ধুও গুরুতর জখম হন। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। যদিও মঙ্গলবার সকালে ৯বি নম্বর চেতলাহাট রোডে গিয়ে জানা যায়, অমিত ওই ঘটনার বীভৎসতায় এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছে যে, এদিন সকালে তাঁকে অসুস্থ অবস্থায় ফের হাসপাতালে নিয়ে ভর্তি করাতে হয়।
মঙ্গলবার সকালে চেতলাহাট রোড এলাকার বাসিন্দারা বলেন, তাঁদের পাড়া থেকে বেরিয়ে বিপরীত দিকে শঙ্কর বোস রোডের উপরে একটি পার্কে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। সোমবার রাতে প্রতিমার বিসর্জনের জন্য এলাকার যুবকরা একটি মিনিডোর ভাড়া করেন। সম্রাটের নিজের বাইক থাকলেও, তা তিনি নেননি। তাঁর বাইকে সমস্যা থাকায় তিনি অমিতের বাইকটি নেন। সম্রাটের বাবা সমরেন্দ্র চক্রবর্তী কাঁদতে কাঁদতে বললেন, রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি থেকে বেরনোর সময়ে ও হেলমেট নিল। কিন্তু নিজে না পরে বাইকের পিছনে বসা অমিতকে দিল। আমাকে বলে গেল, আমি যেন খেয়ে শুয়ে পড়ি। ঠাকুর বিসর্জন দিয়েই সে ফিরে আসবে। কিন্তু আর ফিরল না। রাত সওয়া ১১টা নাগাদ পুলিস খবর দিল, সম্রাট দুর্ঘটনায় আহত হয়েছে। হাসপাতালে ভর্তি। আমার বোনের ছেলে পরে জানায়, সম্রাট মারা গিয়েছে।
পুলিস জানিয়েছে, বাইকটি অত্যন্ত তীব্র গতিতে চলছিল। ক্লাবের প্রতিমা যে গাড়িতে ছিল, সেটা বাইকের থেকে অনেকটাই এগিয়ে ছিল। ওই যুবক বিনা হেলমেটে অত্যন্ত দ্রুতগতিতে সেতুর উপর দিয়ে চালানোর সময় নিয়ন্ত্রণ রাখতে না পেরে রেলিংয়ে গিয়ে ধাক্কা দেয়। যার জেরেই ওই ভয়ানক ঘটনা ঘটে যায়। যদিও মৃতের পড়শিদের কথায়, সম্রাট অত্যন্ত ভালো বাইক চালাত। রাতের বেপরোয়া লরি তাঁর বাইকে ধাক্কা মারার জন্যই এই দুর্ঘটনা। তাঁদের দাবি, রাতে রাস্তায় পর্যাপ্ত পুলিস থাকে না। তাই বেপরোয়া গাড়ি থেকে দুর্ঘটনা বাড়ছে। মৃতের বন্ধুদের কথায়, বাইকের পিছনে একটি মালবাহী গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। তাঁরা দৌঁড়ে এসে সম্রাটকে বীভৎস অবস্থায় দেখতে পান। থানায় খবর দিলে প্রায় এক ঘণ্টা পর পুলিস আসে। এদিন ঘটনার খবর পেয়ে হাসপাতালে সম্রাটের দেহের ময়নাতদন্তের কাজের তদারকি করেন মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্রাটের পাড়ার বাসিন্দারা জানালেন, অত্যন্ত ভালো ফুটবল খেলতেন ওই যুবক। গোলকিপিং করতেন। আদ্যপান্ত ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক সম্রাট নামজাদা একটি ক্লাবের হয়ে বাস্কেটবল খেলায় বাংলার হয়ে প্রতিনিধিত্বও করে পুরস্কারও পেয়েছেন। তাঁর মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ গোটা এলাকা।

চেতলাহাট রোডে টালির ঘরে বাস সমরেন্দ্রবাবুর। সেখানে এদিন গিয়ে দেখা গেল, সম্রাটের মা পুতুলদেবীকে সামলাচ্ছেন পড়শিরা। পুতুলদেবী অনবরত কেঁদে চলেছেন। তিনি বিলাপের সুরে বললেন, আমার পায়ে ব্যথা। প্রতিদিন ছেলে আমার পায়ে তেল মাখিয়ে দিত। আমরা একসঙ্গে খেতাম। ও নাকতলায় যে বেসরকারি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করত, সেখান থেকে মঙ্গলবার বেতন পাওয়ার কথা ছিল। আমায় বলেছিল, বেতন পেলেই ভালো চিকিৎসক দেখাবে। ওর বাবার হৃদরোগ রয়েছে। চিকিৎসা করাবে বলেছিল। ওই আমাদের একমাত্র অবলম্বন ছিল। সব শেষ হয়ে গেল। প্রতিমা বিসর্জনের জন্য যখন ও বের হয়, বলেছিলাম, যাস না। আমাদের সময় ভালো যাচ্ছে না। কিন্তু আমাকে বলে গেল, একটা ওমলেট তৈরি করে রাখ। এসে একসঙ্গে খাব। কিন্তু আর ফিরল না আমার সম্রাট। কাকে নিয়ে বাঁচব আমি এবার!

 বরানগরে ২৫টি ঝুপড়ি ঘর ভস্মীভূত, আগুন ছড়াল আবাসনেও, ক্ষতিগ্রস্ত বহু

বিএনএ, ডানলপ: মঙ্গলবার বরানগর পুরসভার ডানলপ পার্কিং এলাকায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় ২৫টি ঝুপড়ি ঘর পুরো ছাই হয়ে যায়। আরও বেশ কয়েকটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তে বস্তির অন্য বাসিন্দারা ঘর থেকে জিনিসপত্র বের করে অন্যত্র পালিয়ে যান।
বিশদ

ছাই হওয়া ঘরের বাইরে নিজের বইখাতাগুলো
হন্যে হয়ে খুঁজছিল মাধ্যমিক পরীক্ষার্থী শান্তনু

হরিহর ঘোষাল, ডানলপ, বিএনএ: পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে পরের দিনের বিষয় নিয়ে প্রস্তুতি নেওয়ার কথা ছিল মাধ্যমিক পরীক্ষার্থী শান্তনু সোনারের। কিন্তু, বাড়ি ফিরে সে যা দেখল, তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সাজানো পাড়া কয়েক ঘণ্টার মধ্যে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বিশদ

হাতি তাড়াতে নাজেহাল বনকর্তারা
দলমার দলছুট ২ দাঁতালকে ঘুমপাড়ানি
গুলিতে নিস্তেজ করে জঙ্গলে পাঠানো হল

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হুলাপার্টির তাড়া খেয়ে আমতা-২ ব্লকের ভাটোরা দ্বীপাঞ্চল থেকে হুগলির খানাকুলে ঢুকেও ফের নদী পেরিয়ে দু’টি দাঁতাল ঢুকে পড়ল জগৎবল্লভপুরের পূর্ব ইসলামপুরের কোলেপাড়ায়। সারাদিন বনদপ্তরের কর্মীরা হাতি দু’টি তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর ঘুমপাড়ানি গুলি দিয়ে হাতি দু’টিকে নিস্তেজ করে সেটি লরিতে করে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করা হয়।
বিশদ

নতুন সজ্জায় গড়ে উঠছে মিলনমেলা,
বইমেলা বসতে পারে ২০২১ সালেই

 কৌশিক ঘোষ, কলকাতা: আগামী বছরেও নয়। তবে তার পরের বছর, অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি মাসে ৪৫ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা ফের ই এম বাইপাসে সায়েন্স সিটির বিপরীতে মিলনমেলা প্রাঙ্গণে ফিরে আসার সুযোগ পাবে। কারণ, ২০২০ সালের জুন মাস নাগাদ সংস্কার পর্বের পর নতুন সজ্জায় চালু হয়ে যাওয়ার কথা মিলনমেলার।
বিশদ

  উদ্যোগী কাউন্সিলার, স্বচ্ছ ক্লিপবোর্ড নিয়েই পরীক্ষার হলে ছাত্রীরা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোনও মাধ্যমিক পরীক্ষার্থী যদি বোর্ড ব্যবহার করে, তবে তা হতে হবে স্বচ্ছ ফাইবারের। আগেকার দিনে ব্যবহৃত কাঠের বোর্ড ব্যবহার করা যাবে না। পর্ষদের এমন নিয়মের কথা জানত না বেলগাছিয়া উর্দু গার্লস হাইস্কুলের প্রায় ৪০ জন ছাত্রী।
বিশদ

বনগাঁর স্কুলের দিকে গাফিলতির অভিযোগ
সকাল পর্যন্ত পৌঁছয়নি অ্যাডমিট কার্ড,
সকলের উদ্যোগে পরীক্ষায় বসল ছাত্রী

বিএনএ, বারাসত: পরীক্ষার দিন সকাল পর্যন্ত হাতে অ্যাডমিট কার্ড এসে পৌঁছায়নি! স্কুলের গেটে জলভরা চোখে দাঁড়িয়ে ওই পরীক্ষার্থী ভেবেছিল, বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কোনও উপায় নেই। কিন্তু, হাতে অ্যাডমিট কার্ড না পেয়েও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষায় বসতে পেল বনগাঁর ওই ছাত্রী।
বিশদ

চিকিৎসার জন্য সস্ত্রীক গৃহস্বামী বেঙ্গালুরুতে মেয়ের কাছে
শিবপুরে জনবহুল এলাকায় ফাঁকা
বাড়ির চারটি তালা ভেঙে সর্বস্ব লুট

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মঙ্গলবার ভোরে হাওড়ার শিবপুরের উমেশ ব্যানার্জি লেনে একটি বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সর্বস্ব লুট করে পালাল দুষ্কৃতীরা। স্ত্রীকে নিয়ে বাড়ির মালিক লক্ষ্মী মশা মেয়ের কাছে বেঙ্গালুরু চিকিৎসার জন্য গিয়েছিলেন। ওই রাতে বাড়ি ফাঁকাই ছিল।
বিশদ

ঠাকুরবাড়িতে ফের রাজনীতির জলঘোলা
বড়মার সই জাল, মঞ্জুল ও শান্তনুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিসের

 বিএনএ, বারাসত: বড়মা বীণাপাণিদেবীর সই জাল করা হয়েছে বলে সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর সোমবার গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগকে এফআইআর হিসাবে গ্রাহ্য করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর এবং তাঁর ছেলে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করল পুলিস।
বিশদ

হাবড়ায় অশীতিপর বৃদ্ধা মাকে মারধর ছেলের,
বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের নাতির

 বিএনএ, বারাসত: ৮০ বছরের বৃদ্ধা মাকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল সন্তানের বিরুদ্ধে। ওই বৃদ্ধা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তাই এই ঘটনার ব্যাপারে আক্রান্ত বৃদ্ধার নাতিই নিজের বাবার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন। হাবড়া থানার বেলঘরিয়া এলাকায় এমনই অভিযোগ উঠেছে।
বিশদ

খাদ্যমন্ত্রীর গাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থী সহ অটোর ধাক্কা

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে ধাক্কা মারল যাত্রী বোঝাই অটো। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অটো যাত্রীরা। ওই অটোতে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য ৩ জন ছাত্র ছিল। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে সল্টলেকে সিসি ব্লকে পোস্ট অফিস থেকে একটু এগিয়ে তিন নম্বর আইল্যান্ডের কাছে।
বিশদ

প্রসূতির মৃত্যুতে বিক্ষোভ নার্সিংহোমে, গেটে তালা

বিএনএ, বারাসত: চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ তুলে মঙ্গলবার মাটিয়া থানার গোপালপুর এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল উত্তেজিত জনতা। অভিযোগ, চিকিৎসার গাফিলতির পাশাপাশি ওই নার্সিংহোমে চিকিৎসার সঠিক পরিকাঠামো নেই।
বিশদ

অভিযোগ অস্বীকার করলেন পুর চেয়ারপার্সন
বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না হওয়ায়
ডানকুনিতে অস্থায়ী সাফাই কর্মীদের বিক্ষোভ

 বিএনএ, চুঁচুড়া: পুজোর আগে বেতন বৃদ্ধির সিদ্ধান্তের পর প্রায় চার মাস কেটে গেলেও তা কার্যকর করেনি পুরসভা। তাই মঙ্গলবার সকালে নিয়োগপত্র ও মজুরি বৃদ্ধির দাবিতে ডানকুনি পুরসভার সামনে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা।
বিশদ

ছোট মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বড় মেয়ের বাড়ির পথে দুর্ঘটনায় মৃত্যু বাবার

 নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বারুইপুর, মহেশতলা ও ডায়মন্ডহারবারে পৃথক তিনটি পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সব মিলিয়ে পাঁচজন। এরমধ্যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারুইপুরের কুলপি রোডের যোগীবটতলায়।
বিশদ

পুলিস-মালিকপক্ষ বৈঠকে
হাওড়ায় বাস ধর্মঘট উঠল
স্থায়ী সমাধানে ফের আলোচনা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: মালিকপক্ষের সঙ্গে পুলিসের বৈঠকের পর মঙ্গলবার সকাল থেকেই হাওড়া ময়দানের সমস্ত রুটের বাস পরিষেবা চালু হয়ে গেল। পুলিসি জুলুমের প্রতিবাদে সোমবার হাওড়া ময়দান থেকে ১০টি রুটের প্রায় ২৮০টি বাস ধর্মঘটে নেমেছিল। তার ফলে যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।
বিশদ

Pages: 12345

একনজরে
 পালঘর, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলার বাইসর থেকে গ্রেপ্তার করা হল ২৩ বছরের এক যুবককে। মঙ্গলবার পুলিস জানিয়েছে, রবিবার হোটেলে আটকে রেখে ফয়জল সাইফি নামে ওই যুবক প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ করে। ...

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্ব ঘোষণা মতো মঙ্গলবার আইনজীবীরা তাঁদের সব দাবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সহ রাজ্যের অন্যত্র স্মারকলিপি মারফত জমা করলেন। আইনজীবীদের কল্যাণে ও কিছুটা মামলাকারীদের ...

সংবাদদাতা, গাজোল: মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট বাসস্ট্যান্ডের পরিকাঠামো উন্নয়নের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। এজন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ২০ লক্ষ টাকা অনুমোদন করেছে। বাসস্ট্যান্ডকে ওই টাকায় ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।   ...

সংবাদদাতা, রামপুরহাট: নাতির উপনয়নের জন্য সোনার গয়না কিনে বাড়ি ফেরার পথে কেপমারদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন রামপুরহাট থানার খরুণ গ্রামের প্রাক্তন শিক্ষক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের জনবহুল কামারপট্টি মোড়ে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম
১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর হয়।
১৯৪৫: অভিনেতা বিনোদ মেহরার জন্ম
১৯৬০: ফ্রান্সের সফল পরমাণু পরীক্ষা
১৯৮৫: টেনিস খেলোয়াড় সোমদেব দেববর্মনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.০৪ টাকা ৭১.৭৪ টাকা
পাউন্ড ৮৯.৬৫ টাকা ৯২.৯০ টাকা
ইউরো ৭৮.৪৪ টাকা ৮১.৪২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১, ৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ২৩/৫২ দিবা ৩/৪৭। কৃত্তিকা ৪০/৩৩ রাত্রি ১০/২৭। সূ উ ৬/১৪/১৩, অ ৫/২৭/৫২, অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ৯/৫৮ গতে ১১/২৮ মধ্যে পুনঃ ৩/১২ গতে ৪/৪৩ মধ্যে। রাত্রি ৬/১৯ গতে ৮/৫১ মধ্যে পুনঃ ১/৫৮ গতে উদয়াবধি। বারবেলা ৯/২ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/১৫ মধ্যে, কালরাত্রি ৩/২ গতে ৪/৩৮ মধ্যে।
২৯ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ১০/৩৭/৩১। কৃত্তিকানক্ষত্র সন্ধ্যা ৫/৫৭/২৪, সূ উ ৬/১৫/২৬, অ ৫/২৬/৭, অমৃতযোগ দিবা ৭/৪৪/৫১ মধ্যে ও ৯/৫৯/০ থেকে ১১/২৮/২৫ মধ্যে ও ৩/১১/৫৯ থেকে ৪/৪১/২৪ মধ্যে এবং রাত্রি ৬/১৭/২৪ থেকে ৮/৫১/১৬ মধ্যে ও ১/৫৯/০ থেকে ৬/১৫/২৫ মধ্যে, বারবেলা ১১/৫০/৪৬ থেকে ১/১৪/৩৬ মধ্যে, কালবেলা ৯/৩/৬ থেকে ১০/২৬/৫৬ মধ্যে, কালরাত্রি ৩/৫২/২৫ থেকে ৫/২৮/৩৬ মধ্যে।
৭ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম১৯৩১ - ব্রিটিশ ...বিশদ

07:03:20 PM

ঝাড়গ্রামে গাড়ি উল্টে জখম ৬ মাধ্যমিক পরীক্ষার্থী
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে জখম ৬ ...বিশদ

05:14:00 PM

কাটোয়ায় পরীক্ষার সেন্টার থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীনি, চাঞ্চল্য 

03:33:32 PM

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে মন্ত্রী গৌতম দেব 

02:27:00 PM

দমদমে সুড়ঙ্গে আটকে গেল মেট্রো
ফের বিভ্রাট মেট্রোয়। এদিন বেলা ১২:৫৮ মিনিটে দমদম ও বেলগাছিয়ার ...বিশদ

02:23:00 PM