উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
গত বছর ১১মে সবাইকে একরকম অবাক করে বিয়ে করেছিলেন রাজ-শুভশ্রী। তাহলে ভ্যালেন্টাইনস ডের সময় থেকেই নিশ্চয় প্রস্তুতি নিতে শুরু করেছিলেন তাঁরা? রাজের কথায় ‘তখন আশপাশে ঝড় উঠেছিল। তাই আলাদা করে আর প্রস্তুতি নেওয়ার সময় পাইনি।’ এই ‘ঝড়’ বলতে রাজের ইঙ্গিত যে ঠিক কোনদিকে তা বুদ্ধিমান পাঠককে আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই। গত বছর ভ্যালেন্টাইনস ডে-তে একে অপরকে কোনও উপহার দেননি রাজ-শুভশ্রী। রাজের জন্মদিন ২১ ফেব্রুয়ারি। জন্মদিনে রাজকে সারপ্রাইজ দিতে এই বছর শুভশ্রী যে লন্ডনে হাজির হতে পারেন সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না রাজ। রাজের কথায়, ‘শুভ লন্ডনে হাজির হলে জন্মদিনটা চুটিয়ে সেলিব্রেট করব। আর সারপ্রাইজ দিতে শুভর জুড়ি মেলা ভার। সারাক্ষণ আমাকে এবং আমাদের পরিবারের জন্য শুভ কোনও না কোনও সারপ্রাইজ দিতেই থাকে।’ রাজ-শুভশ্রী চুটিয়ে সংসার করছেন। কিন্তু সাংসারিক মানুষ হিসেবে একে অপরকে দশে কত নম্বর দেবেন? প্রশ্ন শেষ হতেই বেজে উঠল রাজের ফোন। ওপারে গিন্নি। রাজ ফোনের স্পিকার অন করে প্রশ্নের উত্তরটা শুভশ্রীর থেকেই জানতে চাইলেন। তৎক্ষণাৎ শুভশ্রীর উত্তর ‘আমি রাজকে দশে এগারো কি বারো দেব।’ আর রাজ? ‘আমি তো দশে একশো দেব’ বলে ফোনটা ছাড়লেন রাজ। শুভশ্রীকে নিয়ে অনেকদিনই ছবির চিত্রনাট্যর পরিকল্পনা করছেন তিনি। সেই কাজ কতদূর এগল? ‘কাজ চলছে। ঠিক সময় সব জানিয়ে দেব’ হাসতে হাসতে বললেন পরিচালক।