Bartaman Patrika
হ য ব র ল
 

মার্কশিট 

তোমাদের জন্য শুরু হয়েছে নতুন বিভাগ। এই বিভাগে থাকছে পরীক্ষায় নম্বর বাড়ানোর সুলুক সন্ধান। এবারের বিষয় জীবনবিজ্ঞান। পরিবেশ সম্বন্ধীয় প্রশ্নের উত্তরে নিজের ভাবনাকে গুরুত্ব দাও। পরামর্শে বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের জীবনবিজ্ঞানের শিক্ষক অরণ্যজিৎ সামন্ত।

মাধ্যমিক জীবনবিজ্ঞান পাঠ্যক্রমে পরিবেশ ও সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে জীববৈচিত্র্য, দূষণ, বাস্তুতন্ত্র থেকে নানারকম প্রশ্ন প্রতিবছর আসে। সাম্প্রতিক প্রবণতায় দেখা যাচ্ছে, পরিবেশ বিষয়টি নিয়ে পরীক্ষার্থী নিজে কী ভাবছে প্রশ্নে সেটা জানতে চাওয়া হচ্ছে। যেমন ধরা যাক, মাধ্যমিক ২০১৯-এ সুন্দরবন বাস্তুতন্ত্রের ওপর একটি প্রশ্ন ছিল এরকম, ‘সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত তিনটি সমস্যা শনাক্ত করলে – খাদ্য-খাদক সংখ্যার ভারসাম্যে ব্যাঘাত, নগরায়ণের জন্য লবণাম্বু উদ্ভিদ ধবংস, উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপভূমির নিমজ্জন। জীববৈচিত্র্যের উপর এদের প্রভাব কী কী হতে পারে তা বিশ্লেষণ করো’। খাদ্য-খাদক সম্পর্ক ভেঙে পড়া সুন্দরবনের প্রধান সমস্যা। এর মূলে আছে বাঘের সংখ্যা কমে যাওয়া। এটা আমাদের জানা। কিন্তু বাঘ না থাকলে পরিবেশে কী কী ঘটতে পারে সেটাকে বিজ্ঞানের ধারণা কাজে লাগিয়ে লেখাটাই এই প্রশ্নের উত্তর হবে। একইভাবে শহরকেন্দ্রিক আধুনিক জীবন সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলের ক্ষতি করছে। এতে জীবজন্তুদের ক্ষতি হচ্ছে। কাদের কী ক্ষতি হচ্ছে সেটাই এখানে লিখতে হবে, কারণ জীববৈচিত্র্যের ওপর প্রভাবটাই প্রশ্নের মূল বিষয়। পৃথিবীর গড় তাপমাত্রা বেড়ে ওঠার মানে ‘গ্লোবাল ওয়ার্মিং’। সুন্দরবনে জীববৈচিত্র্যের ওপর এর কী প্রভাব এখানে সেটা বলতে হবে। আর বলতে হবে নিজের মতো করে। কাজেই এই ধরনের প্রশ্নের উত্তর লেখার জন্য পড়ার বইয়ের বাইরে একটু ভাবার অভ্যাস থাকা দরকার।
আর একটি প্রশ্ন, ‘বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর আছে। এমন একটি জঙ্গলে অন্য অভয়ারণ্য থেকে এনে কয়েকটি বাঘ ছাড়া হল। বেঁচে থাকতে গিয়ে ওই বাঘেদের যে যে জীবনসংগ্রামে লিপ্ত থাকতে হবে তা ভেবে লেখ।’ বুঝতেই পারছ, এই ধরনের প্রশ্নের উত্তর গতানুগতিকভাবে বইতে নিশ্চয় লেখা থাকে না। অনেকেই প্রশ্নে ‘জীবনসংগ্রাম’ শব্দটি পেয়েই তাকে ডারউইনের তত্ত্বে ‘স্ট্রাগল ফর এগজিস্টেন্স’ এর সমতুল ধরে নিয়ে লিখতে শুরু করতে পারে। তবে সেভাবে লেখার আগে ভাবা দরকার। যেকোনও জীবের কাছেই নতুন পরিবেশের মানে কী। তার সম্ভাব্য বিপদ কী, সুবিধা কী ইত্যাদি। কাজেই এখানেও ভেবে লিখতে হবে। ডারউইনের কথা যদি লিখতেও হয়, সেটাও প্রশ্নানুযায়ী প্রাসঙ্গিক করে নিতে হবে। মনে রাখা উচিত ডারউইনের তত্ত্ব দীর্ঘকালব্যাপী বিবর্তনকে ব্যাখ্যা করে। এখানে কিন্তু প্রশ্নটা তাৎক্ষণিক মানিয়ে নেওয়ার।
প্রশ্নপত্রে এম সি কিউ ও অবজেকটিভের জন্য ৩৬ নম্বর থাকে। এর পুরোটাই পাওয়া সম্ভব। এখানে পরীক্ষার্থীর বিশেষ ভাবনারও কোনও অবকাশ নেই। বই খুঁটিয়ে পড়া থাকলে উত্তর করা যায়।
জীবনবিজ্ঞান পাঠ্যক্রমের প্রতিটি অধ্যায় সমান গুরুত্বপূর্ণ। বারবার অভ্যাসের মধ্যে দিয়ে ও নানা ধরনের প্রশ্ন সমাধানের মাধ্যমে একই বিষয়ের ওপর নানারকম উত্তর লেখার ধারণা তৈরি হয়। যেমন ধরা যাক, নাইট্রোজেন চক্র। এর চক্রাকার পথটি যেমন জানতে হবে, তেমনই নাইট্রোজেন স্থিতিকরণ, ব্যাকটিরিয়ার ভূমিকা, নাইট্রোজেন বাতাসে মুক্ত হওয়ার প্রতিটি ধাপ উদাহরণসহ আলাদাভাবেও প্রশ্নে আসতে পারে। ঠিক যেমন বংশগতি অধ্যায়ে সরাসরি মেন্ডেলের পরীক্ষার প্রশ্নের পাশাপাশি মেন্ডেলের সাফল্যের কারণ, ব্যাকক্রস, টেস্টক্রস, জিনোটাইপ ফিনোটাইপের পার্থক্য এইধরনের নানা প্রশ্নও আসতে পারে।
স্নায়ুতন্ত্র উদ্দীপনায় সাড়া দেয় একটি নির্দিষ্ট পথে। গ্রাহক উদ্দীপনা নেয়। স্নায়ুপথে তা মস্তিস্কে যায়। মগজে সেই উদ্দীপনা ‘প্রসেসিং’ হয়। সেখান থেকে উদ্দীপনার প্রতিক্রিয়া আবার স্নায়ুপথে যায় কারকে। এভাবে উদ্দীপনায় সাড়া দেওয়া সম্ভব হয়। মানুষ তো বটেই, অন্য অনেকেই এভাবে সাড়া দিয়ে থাকে। প্রশ্নে বলা হল, ‘দরজায় ঘণ্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, সেই স্নায়বিক পথটি একটি শব্দছকের মাধ্যমে দেখাও।’ প্রশ্নের সঙ্গে জুড়ে গেল একটি অনুষঙ্গ। গল্পের মতো। মাধ্যমিকের প্রশ্নে এই ধারা লক্ষণীয়। মূল প্রশ্নটিকে বের করে আনতে পারলেই উত্তরের অনেকটা সমাধান হয়ে যাবে।
ভাবমূল অনুসারে কতকগুলি অংশ উল্লেখযোগ্য। গুরুত্বপূর্ণ হিসেবে এগুলি দেখা যেতে পারে।
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় - উদ্ভিদ ও প্রাণী হরমোনের নাম কাজ উৎস প্রভাব। উদ্ভিদ চলনের প্রকারভেদ ও তার উদাহরণ। স্নায়ুতন্ত্রের শ্রেণী বিভাগ, স্নায়ুর ও স্নায়ুকোষের গঠন, প্রতিবর্ত ক্রিয়া, পাভলভের পর্যবেক্ষণ, মানব মস্তিস্কের বিভিন্ন অংশ ও তার কাজ। বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতি। চোখের লম্বচ্ছেদের ছবি ও তার গঠন, প্রতিবর্ত চাপের ছবি ও গঠনগত উপাদান।
জীবনের প্রবহমানতা - ক্রোমোজোমের গঠন ও ছবি (আদর্শ ক্রোমোজোম)। অটোজোম ও সেক্স ক্রোমোজোম। ডি এন এ অণুর গঠন উপাদান। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের ছবি, ঘটনাবলি এবং গুরুত্ব। কোষচক্র ও ক্যান্সারের কারণ। উদাহরণসহ অঙ্গজজনন ও যৌনজনন। জনুক্রম। সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়া।
বংশগতি ও সাধারণ জিনগত রোগ - বংশগতি সম্বন্ধীয় মেন্ডেলের পরীক্ষা, পর্যবেক্ষণ সিদ্ধান্ত। বংশগতির সূত্র। পরীক্ষা মাধ্যম হিসেবে মটরগাছ নেওয়ার সুবিধা। মটরগাছের সাতজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য। অসম্পূর্ণ প্রকটতা। সমপ্রকটতা। ক্রোমোজোমের সাপেক্ষে মানব শিশুর লিঙ্গ নির্ধারণ। থ্যালাসেমিয়া, বর্ণান্ধতা, হিমোফিলিয়া রোগের কারণ ও প্রভাব।
বিবর্তন ও অভিযোজন - প্রাণের উৎপত্তির রাসায়নিক ভিত্তি। ইউরে ও মিলারের পরীক্ষা। চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব (প্রাকৃতিক নির্বাচন)। ঘোড়ার বিবর্তন। জীবন্ত জীবাশ্ম। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ। বিবর্তনের প্রমাণসমূহ। উদ্ভিদ ও প্রাণীর অভিযোজনের উদাহরণসমূহ। আচরণগত অভিযোজনে শিম্পাঞ্জী ও মৌমাছির বিশেষ অভিযোজন।
পরিবেশ, সম্পদ ও সংরক্ষণ - নাইট্রোজেন চক্র। বায়ু জল ও শব্দদূষণের কারণ, ফলাফল ও প্রতিকার। জনসংখ্যার বৃদ্ধি ও তার সমস্যা। পরিবেশের প্রভাবজনিত নানা রোগব্যাধি। জাতীয় উদ্যান, সংরক্ষিত বনাঞ্চল ও অভয়ারণ্য। বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণা। ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণ।
জে এফ এম, পি বি আর। ভারতের বিপন্ন প্রাণীরা।
পরীক্ষা ব্যাপারটার অর্ধেক হল উত্তর, আর বাকিটা উত্তরপত্র। ভালো পরীক্ষার বৈশিষ্ট্য পরিচ্ছন্ন ও রুচিশীল ঝকঝকে খাতা। মুক্তোর মতো হাতের লেখা সবার হয় না। সেটা হওয়া খুব জরুরিও নয়। লেখা যেন পড়ে বোঝা যায়, যাকে ‘বোধগম্য’ বলে, তা যেন হয়। খাতায় যেন যত্নের ছাপ থাকে। কিছু একটা লিখে দিলাম, বুঝে নেওয়ার দায় যিনি খাতা দেখবেন তার—এই ভাবনা নিয়ে পরীক্ষা দেওয়া ঠিক নয়। খাতায় অযথা নোংরা করে কাটাকুটি না থাকে, অপ্রাসঙ্গিক কথা না থাকে। একটি প্রশ্নের উত্তর যেন সারা খাতাজুড়ে ছড়িয়েছিটিয়ে না থাকে। একজায়গায় যেন পরপর থাকে। প্রশ্নের ক্রম অনুসারে খাতায় উত্তর লেখবার চেষ্টা করা উচিত। ভুল বানান এড়াতে সতর্ক থাকতে হবে। অবশ্য এর জন্য বইটি ঘেঁটে পড়া থাকলে ভালো হয়। উত্তর হবে ছোট ছোট বাক্যে। প্রশ্নের নির্দেশ মেনে। অনেক সময় প্রশ্নের ভাষা বুঝতে অসুবিধা হয়। সেখানে ইংরাজি ভার্সনের প্রশ্ন দেখে নিতে পারা যায়। ছবি অবশ্যই পেন্সিলে আঁকতে হবে। চিহ্নিত করতে হবে পেন্সিল দিয়েই। স্তম্ভ মিলের প্রশ্নে দাগ টেনে না মিলিয়ে পাশাপাশি মিলিয়ে লিখে মিল দেখানো সবচাইতে ভালো। আর কি। পরীক্ষা খুব ভালো হোক। শুভেচ্ছা রইল। 
15th  December, 2019
বিকেলবেলার আলো

আজ ক্লাস ফাইভ থেকে বিনন্দ সিক্সে উঠেছে। ওর এরকম নামটা মা রেখেছিল। মা একটা পুরনো বই ঠাকুরমার কাছ থেকে পেয়েছিল। বইটার নাম ‘লক্ষ্মীচরিত্র’। বইটার মলাটে একটা লক্ষ্মী ঠাকুরের রঙিন ছবি আছে। মা সন্ধেবেলা বইটা নিয়ে পড়তে বসে।
বিশদ

21st  April, 2024
পশ্চিম আকাশে সূর্যোদয়

শুক্রের আহ্নিক গতি অন্য গ্রহগুলির মতো নয়। সৌর জগতে কেন ব্যতিক্রমী এই গ্রহ জানালেন স্বরূপ কুলভী বিশদ

21st  April, 2024
মুদ্রা যখন বিশালাকৃতির পাথর

টাকা-পয়সা বা মুদ্রা সম্পর্কে আমাদের সকলেরই কমবেশি ধারণা আছে। সভ্যতার ঊষালগ্নে চালু ছিল বিনিময় প্রথা। তারপর এল তামা, সোনা ও রুপোর মুদ্রা। বর্তমান সময়ে ধাতব মুদ্রার পাশাপাশি কাগজের নোট চালু আছে।
বিশদ

21st  April, 2024
বাংলা ভাষার প্রতি ঠাকুরবাড়ির ভালোবাসা
পার্থজিৎ গঙ্গোপাধ্যায়

বাংলা নববর্ষের দিন জানব বাংলা ভাষার প্রতি ভালোবাসার কথা। সেই ইংরেজ আমলে রবীন্দ্রনাথের পরিবারের সদস্যরা কীভাবে এই ভাষার জন্য লড়াই করেছিলেন, তুলে ধরা হল তারই টুকরো কিছু স্মৃতি।  বিশদ

14th  April, 2024
হরেকরকম হাতের কাজ: মটকা পেন্টিং

ফেলে দেওয়া জিনিস দিয়ে হাতের কাজ করা শেখাচ্ছেন ডিজাইনার বিদিশা বসু। তাঁর সঙ্গে কথা বললেন কমলিনী চক্রবর্তী। বিশদ

14th  April, 2024
ঘুমিয়ে ঘুমিয়ে আবিষ্কার
কল্যাণকুমার দে

ঘুম! পড়তে বসলেই ঘুম পেয়ে যায়। এর জন্য বাবা-মায়ের কাছে কম বকুনি খেতে হয় না। বকুনি খেয়েও কিন্তু অভ্যেসটা পাল্টায় না। আসলে ঘুমের অভ্যেসটা আমাদের জন্মাবার সঙ্গেই তৈরি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হল, আমরা কেন ঘুমোই? জীবনে কি ঘুম অত্যন্ত জরুরি? বিশদ

14th  April, 2024
এপ্রিল ফুলের খুনসুটি

পেরিয়ে এলাম পয়লা এপ্রিল। ইংরেজি চতুর্থ মাসের ১ তারিখ মানেই এপ্রিল ফুলস’ ডে। বোকা বানানোর দিন। কীভাবে বন্ধুদের সঙ্গে দিনটি মজা করে কাটল, সেই গল্পই শোনাল পূর্ব বর্ধমানের ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। ‘ফুল’ একটি ইংরেজি শব্দ। এর অর্থ বোকা। এপ্রিল ফুলের অর্থ এপ্রিল মাসের বোকা।
বিশদ

07th  April, 2024
যাত্রী যখন গান্ধীজি

১৯৪৬ সালের জানুয়ারি মাস। শীতের বিকেলে সোদপুর স্টেশন দিয়ে কু-ঝিকঝিক আওয়াজ করে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন। স্ব-পার্ষদ খাদি আশ্রমে বসে রয়েছেন জাতির জনক। আচমকা বললেন, মাদ্রাজ যেতে হবে। এখান থেকেই ট্রেন ধরব
বিশদ

07th  April, 2024
বিরল সংখ্যা

গণিত মানেই মগজাস্ত্রে শান। সংখ্যার খেলা। কত ধরনেরই যে বিস্ময় লুকিয়ে রয়েছে, তা বলে বোঝানো যায় না। এক একটা সংখ্যাতেই কত না রহস্য। এই ধর, ছয় দশ পাঁচ পঁয়ষট্টির কথা। সংখ্যায় লিখলে— ৬৫। দেখে কী মনে হচ্ছে!
বিশদ

07th  April, 2024
রুকু ঝুকুর চাওয়া পাওয়া
অংশুমান কর

আমরা গ্রামের বাড়ি যাব। ঝুকুর জন্মের পর এই প্রথম আমাদের সকলের একসঙ্গে গ্রামের বাড়ি যাওয়া। ও তাই খুব আনন্দে আছে। কতবার আমাকে বলছে, ‘দাদা তুই আর আমি ধানগাছে চড়ে দোল খাব।’ আমি ওকে বলিনি যে, ধানগাছে চড়ে দোল খাওয়া যায় না। বিশদ

31st  March, 2024
মহাকাশযাত্রীদের খাবার-দাবার
উৎপল অধিকারী

মহাকাশ বড়ই রহস্যময় স্থান। এই রহস্যের উদ্ঘাটন করার জন্য মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষ সশরীরে সেখানে হাজির হয়েছে। এই অকুতোভয় সাহসী মহাকাশযাত্রীরা জীবন বাজি রেখে অসীম ধৈর্য নিয়ে মহাকাশযানে তাঁদের গবেষণা করছেন। বিশদ

31st  March, 2024
চরম দারিদ্র্য থেকে সর্বোচ্চ শিখরে

পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রথম উচ্চতা মেপেছিলেন রাধানাথ শিকদার। এই বাঙালি গণিতবিদের সাফল্যের গল্প শোনালেন সোমনাথ সরকার বিশদ

31st  March, 2024
কবিগুরুর দোল উৎসব
সায়ন্তন মজুমদার

১৯২৫ সালে দোল উপলক্ষ্যে সেজে ওঠে আম্রকুঞ্জ। কিন্তু বিকেলের ঝড়বৃষ্টিতে সব লণ্ডভণ্ড হয়ে যায়। বৃষ্টি থামতে রবীন্দ্রনাথ সকলকে নিয়ে চলে যান এখনকার পাঠভবনে। সেখানে অভিনীত হয় ‘সুন্দর’ নাটকটি। বিশদ

24th  March, 2024
খেলাধুলোর আনন্দ

পড়াশোনায় ফাঁক পেলেই চলছে চুটিয়ে খেলা। ব্যাট-উইকেট, ফুটবল নিয়ে সকলে নেমে পড়ছে। খেলার আনন্দের বিকল্প নেই। নিজেদের প্রিয় খেলার বিষয়ে জানাল মালদহের হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের পড়ুয়ারা। বিশদ

24th  March, 2024
একনজরে
লন্ডনের ভারতীয় দূতাবাসে হামলার ঘটনায় অবশেষে গ্রেপ্তার মূল অভিযুক্ত। ধৃতের নাম ইন্দরপাল সিং গাবা। তিনি ব্রিটেনের হাউন্সলোরের বাসিন্দা। দিল্লি থেকে ...

বুধবার রাতে নদীয়ার কালীগঞ্জের বল্লভপাড়ায় দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হল। বাইকের গতি এতটাই বেশি ছিল যে এক যুবক ছিটকে একটি টোটোর কাচ ভেঙে ঢুকে যান। ...

কথা ছিল বাড়ি ফিরে পাকা বাড়ি দেওয়ার। সেই স্বপ্ন নিয়ে আর ফেরা হল না। কফিনবন্দি হয়ে ফিরছে পরিযায়ী কিশোর শ্রমিক। কর্মরত অবস্থায় বহুতল ...

মতুয়া ঠাকুরবাড়ির মন্দিরের তালাভাঙা এবং মারধর সংক্রান্ত মামলায় শান্তনু ঠাকুর ও তাঁর পরিবারকে রক্ষাকবচ দিল হাইকোর্ট। উচ্চ আদালতে নির্দেশ, তাঁদের বিরুদ্ধে আপাতত কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিস। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিদ্যা ও কর্মে উন্নতির যুগ অর্থকরি দিকটি কমবেশি শুভ। মানসিক চঞ্চলতা ও অস্থিরতা থাকবে। স্বাস্থ্যের ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৮৪- উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার ও সুরবাহার বাদক ওস্তাদ আয়েত আলী খাঁর জন্ম
১৮৯৭- বাঙালি চলচ্চিত্র পরিচালক নীতীন বসুর জন্ম
১৯২০- ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজনের মৃত্যু
১৯২৪- সাহিত্যিক নারায়ণ সান্যালের জন্ম 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮১.৫০ টাকা ৮৪.৯৩ টাকা
পাউন্ড ১০১.৪৭ টাকা ১০৫.৯২ টাকা
ইউরো ৮৭.১৪ টাকা ৯১.১৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৭০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৩,০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৪৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৫৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া ৬/১৩ দিবা ৭/৪৭। অনুরাধা নক্ষত্র ৫৮/৪০ রাত্রি ৩/৪০। সূর্যোদয় ৫/১১/৩০, সূর্যাস্ত ৫/৫৭/২৪। অমৃতযোগ প্রাতঃ ৬/৫৪ মধ্যে পুনঃ ৭/৪৪ গতে ১০/১৮ মধ্যে পুনঃ ১২/৫১ গতে ২/৩২ মধ্যে পুনঃ ৪/১৫ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৮ গতে ৮/৫৭ মধ্যে পুনঃ ২/৫৭ গতে ৩/৪১ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১২ মধ্যে পুনঃ ৩/৪১ গতে উদয়াবধি। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৫ গতে ১০/১০ মধ্যে। 
১৩ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। দ্বিতীয়া দিবা ৬/২৮। অনুরাধা নক্ষত্র রাত্রি ২/২৬। সূর্যোদয় ৫/১২, সূর্যাস্ত ৫/৫৯। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/১৫ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৫/৫৯ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/১১ মধ্যে। বারবেলা ৮/২৪ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৭ গতে ১০/১১ মধ্যে। 
১৬ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আইপিএল: কেকেআর ৭০/০ (৫ ওভার) (বিপক্ষ পাঞ্জাব)

07:59:05 PM

আইপিএল: কেকেআর ৭/০ (১ ওভার)(বিপক্ষ পাঞ্জাব)

07:47:09 PM

আইপিএল: চোটের কারণে পাঞ্জাবের বিরুদ্ধে খেলছেন না কেকেআরের মিচেল স্টার্ক

07:28:29 PM

দেখে নিন ৫টা অবধি দেশের কোন অংশে কত ভোট পড়ল
লোকসভা নির্বাচন ২০২৪(দ্বিতীয় দফা): বিকেল পাঁচটা অবধি গোটা দেশে গড়ে ...বিশদ

07:25:25 PM

আইপিএল: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাঞ্জাবের (বিপক্ষ কেকেআর)

07:15:19 PM

বিকেল ৫টা পর্যন্ত বাংলার ৩ আসনে কত ভোট পড়ল
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, বিকেল ৫টা অবধি বাংলার ৩ আসনে ...বিশদ

06:35:21 PM