Bartaman Patrika
গল্পের পাতা
 

আজও রহস্য আকাশবাণীর অশরীরী
সমুদ্র বসু

রহস্য, ভৌতিক-অলৌকিক চিরকালই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশ্বাস-অবিশ্বাস, সত্যি-মিথ্যার দ্বন্দ্ব সত্ত্বেও এর কৌতূহল অনস্বীকার্য। আজকে আমরা জানব খাস কলকাতায় অবস্থিত তেমনই এক জায়গার কথা, অতীত  হয়েও যা বর্তমান। বেতারের কথা আসলেই মনে আসে সকলের পরিচিত আকাশবাণী ভবনের কথা। তবে আজকের ইডেন গার্ডেনসের অফিস নয়, কথা হচ্ছে গার্স্টিন প্লেসের পুরনো অফিস নিয়ে। এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু ভৌতিক ঘটনা। কলকাতার ডালহৌসি স্কোয়ারের কাছে হেয়ার স্ট্রিট থেকে বের হওয়া ছোট্ট গলির কাছে গার্স্টিন প্লেস। রাস্তার ১ নম্বর বাড়িতে ছিল পুরনো রেডিও অফিস। আগে  নাম ছিল গার্স্টিন বিল্ডিং। অল ইন্ডিয়া রেডিওর কলকাতা কেন্দ্রের  প্রথম অফিস হওয়ার সুবাদে ১ নং গার্স্টিন প্লেস পরিচিত। ১৯২৬ খ্রিস্টাব্দে এসপ্ল্যানেড অঞ্চলে টেম্পল চেম্বার্স বিল্ডিংস-এ ইংল্যান্ডের ‘ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন’ (‘বিবিসি’) বেতার সম্প্রচার কেন্দ্র খোলে। এই ঠিকানায়  ১৯২৭-এর ২৬ আগস্ট প্রতিষ্ঠিত হয় ‘ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’। এই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি’-ই পরে হয় ‘অল ইন্ডিয়া রেডিও’। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর যার নামকরণ করেন ‘আকাশবাণী’।  যদিও ১৯৫৮ সাল থেকে বর্তমান আকাশবাণী ভবনের  ঠিকানা ইডেন গার্ডেনসের কাছে।
গার্স্টিন প্লেসের নামকরণ হয় মেজর জেনারেল জন গার্স্টিনের নামানুসারে। যিনি ছিলেন বাংলার সার্ভেয়ার জেনারেল। পরবর্তীকালে ডালহৌসি স্কোয়ারের কাছের এই ছোট্ট গলি কলকাতা কর্পোরেশন অধিগ্রহণ করে নাম দেয় গার্স্টিন প্লেস। মেজর জেনারেল গার্স্টিনের বর্তমান ঠিকানা সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রিতে। গার্স্টিন সাহেব আজ না থেকেও রয়ে গেছেন কলকাতার  ইতিহাস আর মিথে।
একসময় গার্স্টিন প্লেসের ওই তিনতলা বাড়িটি ছিল ঐতিহ্যের অপর নাম। যে বাড়িতে একসময় যাতায়াত করতেন বহু গুণী শিল্পী। কিন্তু নানা কারণে এর সঙ্গে জুড়ে গেছে অলৌকিক তকমা। পুরনো নিস্তব্ধ লম্বা করিডর, অজস্র স্টুডিও,   ব্রিটিশ কাঠামো যেন সেই দাবিকেই সমর্থন করে। শোনা যায়, ওই বাড়ি হওয়ার আগে এই অঞ্চলে ছিল এক কবরখানা।  কোম্পানির শাসনের গোড়ার দিকে এখানকার পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পেরে যে সব ইংরেজ মারা যেতেন, তাঁদের এখানেই সমাধিস্থ করা হতো। আবার এই গার্স্টিন প্লেসের  পিছনেই রয়েছে সেন্ট জনস চার্চ। সেখানে রয়েছে জোব চার্নকের কবর, লেডি ক্যানিংয়ের কবর থেকে শুরু করে কুখ্যাত অন্ধকূপ হত্যার স্মৃতি। রয়েছে রোহিলা যুদ্ধের স্তম্ভও। বলা বাহুল্য ভৌতিক পরিবেশের বা গল্পের জন্য আদর্শ প্রেক্ষাপট। সময়ের সঙ্গে যা আরও পোক্ত হয়েছে।
এখানকার ভৌতিক ঘটনার সাক্ষী হওয়া মানুষের সংখ্যা নেহাত কম নয়। যেই তালিকায় আছেন প্রথম সাহেব ডিরেক্টর পি ওয়ালিক থেকে পরবর্তী কালের নানান শিল্পী, কর্মী, প্রহরী অনেকেই। কখনও কেউ অনুভব করেছেন অশরীরী অস্তিত্ব! অফিস ঘরে স্বচক্ষে সাহেব ভূত প্রত্যক্ষ থেকে রেকর্ডিং রুমের বাইরে  অশরীরী শ্রোতার দর্শন বিরল নয়। এমনকী, মাঝেমধ্যে তেনাদের উৎপাতও সহ্য করতে হয়েছে কাউকে কাউকে।
যেমন— ‘মহিষাসুরমর্দিনী’ খ্যাত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরও এই অভিজ্ঞতা হয়েছিল।  তিনি নিজেই বলেছিলেন ‘ও বাড়ি ভূতুড়ে।’  একবার তিনি গভীর রাত পর্যন্ত কাজ করছিলেন ওই বাড়ির তিনতলার অফিসে। পরে নীচে এসে মনে পড়ে তিনি কাজের ফাইলটা ফেলে এসেছেন। তখন বেয়ারা মেহেরবানকে ফাইলটি আনতে পাঠালে আতঙ্কিত হয়ে ফিরে আসে সেই বেয়ারা। সে জানায়,  তিনতলায় ঘরে এক সাহেব ফাইলপত্তর ঘাঁটছে। এমনকী তাঁকে নাকি অশরীরী তাড়াও করেছিল।
তাঁর নাম গ্যারি সাহেব। যার সঙ্গে সাক্ষাতের সুযোগ  শুধু  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রেরই নয়, হয়েছে অনেকেরই। একবার দুই কর্মী রেকর্ড আনতে গিয়েছেন অফিসের একটি ঘর থেকে। হঠাৎ কেউ একজন তাঁদের থেকে  রেকর্ডটি কেড়ে নেয়! তাঁরা দেখেন, লোকটি এক সাহেব। যিনি মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেলেন। শিল্পী বিকাশ রায় তাঁর স্মৃতিচারণায় উল্লেখ করেছেন এই গ্যারি সাহেবের। সন্ধেবেলায় রেকর্ডরুমের আশপাশেই তিনি ঘোরাফেরা করতেন। অল ইন্ডিয়া রেডিওতে চাকরির সময় লীলা মজুমদারের এক সহকর্মী সাহেব ভূত দেখে চাকরি ছেড়ে বেঁচেছিলেন। গ্যারি সাহেবের ফাইলপত্র তছনছ,  আলমারি, মাইক্রোফোন ধরে টানাটানি এরকম উপদ্রবের সম্মুখীন হয়েছেন অনেকেই। আবার রাতের অফিসে  গ্যারি সাহেবের পিয়ানো শোনার অভিজ্ঞতাও হয়েছে কারওর কারওর।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ‘অল ইন্ডিয়া রেডিও’র ঘোষক থাকাকালীন এক রাতে দেখেন অপরিচিত একজন অফিস রুমের দরজা ঠেলে ভিতরে ঢোকার  চেষ্টা করছে। তখন তিনি গানের ট্র্যাক বাজাচ্ছিলেন। এতে বিরক্তি বোধ করায় পরে তিনি রিসেপশনে গিয়ে অভিযোগ জানালে, জানতে পারেন, কাউকে নীচ থেকে উপরে পাঠানো হয়নি। এমনকী, সিঁড়ি দিয়ে কাউকে উপরে যেতেও দেখা যায়নি। হয়তো কোনও অন্য অশরীরী সাহেব দেখা দিয়েছিলেন তাঁকে।  সময়ে সময়ে অন্য ঘোষকরাও  অদৃশ্য উপস্থিতি অনুভব করেছেন ঘরে। আবার রাতের  স্টুডিও থেকে ভেসে আসা অশরীরী যান্ত্রিক সঙ্গীত শুনে শিহরিত হয়েছেন অনেক কর্মীই।
এখনও নাকি রাতের শহরে সেইসব শব্দ ভেসে আসে মাঝেমধ্যেই। সত্যিই সেই শব্দ আসুক বা না আসুক আজকের দিনে দাঁড়িয়েও কান পাতলেই শোনা যায় গার্স্টিন প্লেসের নানা কথা। আধুনিকতার ছোঁয়ায় পুরনো গার্স্টিন প্লেস আজকে অচেনা হলেও এর ছায়াময় জগৎ আজও রহস্যময়। ভূত মানে যেমন অশরীরী, তেমনই ভূত মানে ইতিহাসও বটে। আর ঐতিহ্যের ‘ভূতে’র সঙ্গে অশরীরী মিথের মিশেলে কলকাতার মধ্যেই বহাল তবিয়তে রয়েছে অন্য এক কলকাতা। 
12th  May, 2024
প্রেশার
মহুয়া সমাদ্দার

বাসে বসে প্রথমেই শিপ্রাদিকে ফোন করল মিত্রা। গতকাল থেকে ভীষণ ব্যস্ততায় আর ফোন করা হয়ে ওঠেনি তার। শিপ্রাদি ফোন ধরতেই মিত্রা বলল, ‘দিদি, আমি বাসে আছি। বাসস্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর মিনিট পনেরো-কুড়ি লাগবে।’ একটু ভয়ে ভয়েই বলল। বিশদ

গুপ্ত রাজধানী: মখদম সাহিবের তাবিজ রহস্য
সমৃদ্ধ দত্ত

সেই তাবিজটা কোথায়? ওই তাবিজ যদি ইব্রাহিম লোধি পরে থাকতেন, তাহলে কি এত সহজে সমরখন্দ, ফরঘনা, তৈমুর লং আর চেঙ্গিজ খানের সম্মিলিত এক শক্তিশালী পেডিগ্রি থাকলেও জহিরউদ্দিন মহম্মদ বাবরের হাজার দশেক সেনার কাছে লোধি পরাস্ত হতেন? বিশদ

অতীতের আয়না: তপ্ত দিনে তৃপ্তির স্নান
অমিতাভ পুরকায়স্থ

চৈত্রের শেষ থেকেই  ট্রেনে-বাসে, হাটে-বাজারে বা সমাজ মাধ্যমের দেওয়ালে উঠে আসে প্রতিদিন গরমের রেকর্ড ভাঙার আলোচনা। চল্লিশ ডিগ্রি পেরিয়েও আরও একটু উচ্চতা ছোঁয়ার জন্য যেন সকাল থেকেই প্রস্তুতি শুরু করেন সূয্যি মামা। বিশদ

মহাপাপ
প্রদীপ আচার্য

 

দরদর করে ঘামছিলেন বিজন। প্রায় অন্ধকার ঘরে একা বসে আছেন তিনি। তাঁর মাথাটা নুইয়ে আছে। চিবুক ঠেকে আছে বুকে। চেয়ারে ওভাবে ভেঙেচুরে বসে বসেই একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। অপমানিত, লাঞ্ছিত আর কলঙ্কিত বিজনের সামনে এখন এই একটাই মুক্তির পথ খোলা। বিশদ

19th  May, 2024
অসমাপ্ত
সায়ন্তনী বসু চৌধুরী

মাতৃসঙ্ঘ ক্লাবের সামনে পৌঁছে মার্জিত ও অভ্যস্ত কণ্ঠে ক্যাব ড্রাইভার বলল, ‘লোকেশন এসে গিয়েছে ম্যাডাম।’  বিশদ

12th  May, 2024
গুপ্ত রাজধানী রহস্যময় লৌহস্তম্ভ
সমৃদ্ধ দত্ত

একটি লৌহস্তম্ভ কতটা পথ অতিক্রম করেছে? একটি লৌহস্তম্ভ কীভাবে একটি শহরের জন্মবৃত্তান্তকে নিয়ন্ত্রণ করতে পারে? একটি লৌহস্তম্ভ মরচে লেগে কেন পুরনো হয় না? একটি লৌহস্তম্ভ কবে প্রথম প্রোথিত হল? কোথায় তার জন্মস্থান? বিশদ

12th  May, 2024
জীবন যখন অনলাইন
অনিন্দিতা বসু সান্যাল

বেণী-সমেত লম্বা চুলের ডগাটা কাটতে কাটতেই ফোনটা এল। সকাল সাতটা। খবরের কাগজ অনেকক্ষণ আগেই ফেলে গিয়েছে চারতলার ফ্ল্যাটের বারান্দার সামনে। ভোরেই ওঠার অভ্যেস মন্দিরার। বিশদ

28th  April, 2024
মেট্রোর দুপুর

সিঁড়ির শেষ ধাপে পৌঁছে দাঁড়িয়ে পড়ল দীপন। কারণ দুটো— এক, এতগুলো সিঁড়ি লাফিয়ে লাফিয়ে উঠে একটু না দাঁড়ালে আর পারা যাচ্ছিল না। দুই, সামনে মধ্য দুপুরের কলকাতা বৈশাখের রোদে ঝলসাচ্ছে। পা রাখার আগে এটাই শেষ সুযোগ। পকেট থেকে সেলফোনটা বের করল। বসে পড়ল মেট্রোর সিঁড়িতে। চোখ রাখল স্ক্রিনে। 
বিশদ

21st  April, 2024
অথ দাম্পত্যচরিতম
সোমজা দাস

যে লোকটা ফুলকুল্লি স্টেশনের লাগোয়া বিন্তিমাসির চায়ের দোকানে প্রতি সপ্তাহের মঙ্গল আর শুক্কুরবার বেলা এগারোটা থেকে সাড়ে বারোটা অবধি বসে থাকে, ওই যে যার মাথায় খড়খড়ে মরচে রঙের চুল, গালে চটামটা লালচে দাড়ি, উদাস চোখ, তার কথা বলছি। সে-ই দশানন দাস।    বিশদ

07th  April, 2024
ছোট গল্প: বন্ধনহীন গ্রন্থি
বিতস্তা ঘোষাল

—অনেকদিন তোমার পোস্ট আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে না। আজ একজন বললেন, তোমার হ্যাজব্যান্ড চলে গেলেন। তিনি তোমার পেজ শেয়ারও করলেন। আমি জানতাম না অনিকেত তোমার স্বামী। ওঁর সঙ্গে বহুদিন আগে আমার দেখা হয়েছিল। বিশদ

31st  March, 2024
গুপ্ত রাজধানী: দারা শিকোহের গ্রন্থাগার
সমৃদ্ধ দত্ত

রামায়ণকে বুঝতে হলে, হিন্দু শাস্ত্রের অন্তর্নিহিত দর্শনকে আত্মস্থ করতে হলে, যোগ বশিষ্ট পাঠ করা দরকার। আর শুধু পাঠ করা নয়, প্রজাদের মধ্যেও ছড়িয়ে দেওয়া হবে। সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দারা শিকোহকে একথা বলেছিলেন দরবারের অন্যতম হিন্দু পণ্ডিত চন্দ্রভান ব্রাহ্মণ। বিশদ

31st  March, 2024
অতীতের আয়না: হারিয়ে যাওয়া হাড়গিলে পাখি
অমিতাভ পুরকায়স্থ

নিউ মার্কেটের পূর্ব ও পশ্চিম গেটের একটু উপরের দিকে সবুজ বৃত্তাকার জায়গাটার দিকে কখনও নজর করেছেন? খেয়াল করলে দেখবেন একটি এমব্লেম বা প্রতীক। কলকাতা পৌরসংস্থার এই মোহরচিহ্ন শহরের প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো। বিশদ

31st  March, 2024
সম্পর্ক
অর্পিতা সরকার

 

ওদের তিনতলা বাড়ি, বাবা সরকারি চাকুরে। সুস্মিতা ওর বাবা-মায়ের একমাত্র সন্তান। তারপরেও বাবার সাধারণ জীবনযাত্রার কারণেই স্কুল-কলেজে কখনও সেভাবে গর্ব করতে পারেনি সুস্মিতা। ওর বাবার মুখে একটাই কথা, ‘নিজে ইনকাম করো, তারপর বুঝবে রোজগার করতে কত কষ্ট করতে হয়। বিশদ

24th  March, 2024
তবু যেতে হয়

—কাজটা তালে ছেড়েই দিলি সুবি!
সুবি উত্তর দেয় না। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সে। লাঙলপোতা গ্রামের ছোট্ট বাড়ির মাটির বারান্দার এক কোণে দাঁড়িয়ে পায়ের উপর পা ঘষে সুবিনয়। এ তার দীর্ঘ দিনের অভ্যেস। ঘরের ভিতরে তার শয্যাশায়ী মা অলকা। শুয়ে শুয়েই সান্ত্বনা দেন।
বিশদ

17th  March, 2024
একনজরে
মাস ছ’য়েকের জন্য ‘সংসার’ পাততে হবে।  তার আগে আস্তানা দেখতে হাজির গুটিকয়েক ওপেন বিল স্টর্ক। কুলিক পক্ষীনিবাসে খাবারের ব্যবস্থা, পরিবেশ, আবহাওয়া কেমন, সবটা ‘খতিয়ে দেখে’ ...

পুনের গাড়ি দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে শুক্রবার রাতে বড়সড় গাড়ি দুর্ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র। এবারের ঘটনাস্থল নাগপুর। বেপরোয়া গতিতে থাকা গাড়িটির ধাক্কায় তিন মাসের শিশু সহ সাতজন জখম হয়েছেন। ...

আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকেই এগিয়ে রাখছেন ম্যাথু হেডেন ও কেভিন পিটারসেন। রবিবার চিপকে সানরাইজার্স হায়দরাবাদের চেয়ে কেকেআরের জেতার সম্ভাবনা বেশি বলেই মনে করছেন তাঁরা। ...

শনিবার নিজের দলের প্রার্থীকেই ভোট দিলেন না বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সৌমিত্র মেজিয়ার দুলর্ভপুরের ভোটার। সেখানকার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। কিন্তু, এদিন সৌমিত্র সকাল থেকেই বিষ্ণুপুরে নিজের ফ্ল্যাটকেই ওয়াররুম বানিয়ে পড়ে থাকেন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক বা শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থাগম ও সঞ্চয় যোগ। ব্যবসা ও কর্মক্ষেত্রে অগ্রগতি। মনে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৩৯: মোগল সম্রাট মহম্মদ শাহ ও ইরানের নাদির শাহের মধ্যে চুক্তি সম্পাদনের ফলে আফগানিস্তান ভারত থেকে পৃথক হয়ে যায়
১৮০৫: নেপোলিয়ন বোনাপার্ট ইতালির রাজা হিসাবে রাজ্যাভিষিক্ত হন
১৮৯৭: ব্রাম স্টোকারের উপন্যাস ড্রাকুলা প্রকাশিত হয়
১৯১৩: এমিলি ডানকান ব্রিটেনের প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট নিযুক্ত
১৯১৮: জার্জিয়া ও আমেরিকার স্বাধীনতা ঘোষণা
১৯৪৫: মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের জন্ম
১৯৪৯: মার্কিন কম্পিউটার প্রোগামিং বিশেষজ্ঞ ওয়ার্ড কানিংহামের জন্ম, তিনিই উইকিপিডিয়ার প্রথম সংস্করণ বের করেছিলেন
১৯৬৯: অ্যাপোলো-১০ নভোযানটি আট দিনের সফল ভ্রমণ শেষ করে পৃথিবীতে অবতরণ করে
১৯৭১: মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের কিংবদন্তি ফুটবলার বিমল মুখোপাধ্যায়ের মৃত্যু
১৯৭২ - অভিনেত্রী রাজলক্ষ্মী দেবীর মৃত্যু
১৯৭৭: ইতালির ফুটবলার লুকা তোনির জন্ম
১৯৯৯: কাশ্মীরের কারগিল সেক্টরে পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৪৩ টাকা ৮৪.১৭ টাকা
পাউন্ড ১০৩.৯৮ টাকা ১০৭.৪৫ টাকা
ইউরো ৮৮.৪৭ টাকা ৯১.৬১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  May, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,৪০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৮০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৯,২০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৯,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৯,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ২৬ মে, ২০২৪। তৃতীয়া ৩২/৫৫ অপরাহ্ন ৬/৭। মূলা নক্ষত্র ১৪/৮ দিবা ১০/৩৬। সূর্যোদয় ৪/৫৬/৪২, সূর্যাস্ত ৬/১০/৩৫। অমৃতযোগ প্রাতঃ ৬/৪২ গতে ৯/২১ মধ্যে পুনঃ ১২/০ গতে ২/৩৮ মধ্যে রাত্রি ৭/৩৬ মধ্যে পুনঃ ১০/৮ গতে ১২/৩৮ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/২৪ গতে ৫/১৭ মধ্যে। বারবেলা ৯/৫৪ গতে ১/১৩ মধ্যে। 
১২ ‌জ্যৈষ্ঠ, ১৪৩১, রবিবার, ২৬ মে, ২০২৪। তৃতীয়া সন্ধ্যা ৫/৫৫। মূলা নক্ষত্র দিবা ১০/৪৩। সূর্যোদয় ৪/৫৬, সূর্যাস্ত ৬/১৩। অমৃতযোগ দিবা ৬/৪২ গতে ৯/২২ মধ্যে ও ১২/৪ গতে ২/৪৬ মধ্যে এবং রাত্রি ৭/৪৪ মধ্যে ও ১০/৩৪ গতে ১২/৪০ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৪/৩২ গতে ৫/২৪ মধ্যে। বারবেলা ৯/৫৫ গতে ১/১৪ মধ্যে। কালরাত্রি ১২/৫৫ গতে ২/১৫ মধ্যে। 
১৭ জেল্কদ।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আগামী ১ জুন বৈঠক ডাকল ইন্ডিয়া জোট

10:55:22 PM

আইপিএল ফাইনাল: হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন কেকেআর

10:38:11 PM

আগামী চার ঘণ্টা ধরে ল্যান্ডফল প্রক্রিয়া চলবে ঘূর্ণিঝড় রেমালের

10:36:39 PM

আইপিএল ফাইনাল: ২৪ বলে হাফসেঞ্চুরি বেঙ্কটেশ আয়ারের, কেকেআর ১১১/২ (১০ ওভার) টার্গেট ১১৪

10:35:44 PM

আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর, এক্স হ্যান্ডলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

10:34:00 PM

আইপিএল ফাইনাল: ৩৯ রানে আউট গুরবাজ, কেকেআর ১০২/২ (৮.৫ ওভার) টার্গেট ১১৪

10:31:15 PM