Bartaman Patrika
গল্পের পাতা
 

ছোট গল্প
সম্বল
সঞ্জীব ঘোষ

রাঘব একা মানুষ। নিজে রেঁধে বেড়ে খায়। তার এক কামরা পাকা ঘরের সামনে পিছনে অনেকখানি জায়গায় চাষবাস করে নিজের চলে। বাজারে বিক্রি করলে চাল কেনার টাকা উঠে যায়। একটু ছন্নছাড়া হলেও বাঁধা গতের জীবন তার। আশ্চর্যজনকভাবে দীনতা তাকে স্পর্শ করেনি। বাবার দেওয়া সম্বলটুকু সামান্য হলেও বড় প্রাণদায়ী। তিনি বলতেন, ‘ভিটেমাটি আঁকড়ে থাকিস খোকা! আবাদ করিস। মাটি হল ঈশ্বর। দেখিস তোর খাওয়া পরার অভাব হবে না।’
রাঘব তাই করেছে। নিজের মন, প্রাণ ও শক্তি সমর্পণ করেছে ওতে। মাটির কঠিন বুক ঠেলে এক-একটা গাছ তাকে ফুলে ফলে ভরিয়ে দিয়েছে দিন- দিন। মন পরম বিস্ময়ে ছেয়ে গিয়েছে। গাছগুলোকে ও ভালোবেসেছে। উল্টে গাছগুলো তার বাঁচার রসদ জুগিয়েছে। এ ভাবে একে অন্যের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে ত্রিশটা বছর। যৌবন এসে জীবন থেকে সরে গিয়েছে। শরীরে তেজ মরেছে, এখন আগের মতো কাজের ধকল সয় না, সামান্যতেই হাঁপ ধরে। দম নিতে কষ্ট হয়। বড় বড় শ্বাস টানে তখন। বয়সের হিসাব রাখেনি সে কখনও। এখন এই পড়ন্ত সময় বুকটা অকারণে মোচড় দিয়ে ওঠে।
কদম গাছের ছায়ায় ঝিমমারা শরীর গুটিয়ে বসে স্যাঁতসেঁতে কাঠির নিস্তেজ আগুনে বিড়ি ধরায় রাঘব। শীতের পলকা বেলার তেজ নিভে আসছে দ্রুত। চোখের জ্যোতি আগের মতো দুর্ভেদ্য নয়। সূর্যের আলো নিভু নিভু হলে দুনিয়াটা ঘোলাটে আর বিস্বাদ লাগে ওর। তাই বেলা যাওয়ার আগে হারকিন জ্বালিয়ে নেয়। তবে দৃষ্টিশক্তিতে সামান্য জোর মেলে। আজকাল একাকী অন্ধকারের মধ্যে বুকটা অকারণে উথাল পাতাল করে রাঘবের। নিজের কথা ভাবে। এখন চিন্তার তেমন কোনও খোরাক পায় না। বুকের সাহস ভেঙে চুরমার হয়েছে। সবল শরীরটা ধনুকের মতো বাঁকা। এ বয়সের বেশিরভাগ চিন্তা নিম্নমুখী ভয় ভাবনা কাতর। শুধু মনে হয়, একটা বিশাল অন্ধকারের ঢেউ তার শরীরের চোরাপথ দিয়ে উঠে তার জীবনকে গ্রাস করছে রোজ!
বেলা থাকতে আলো জ্বেলে নিতে হয়। কিন্তু রাঘবকে আজ যেন ভারী আড়ষ্টতায় পেয়েছে। পা দুটো যেন মাটির সঙ্গে গেঁথে আছে। একটু গতর নাড়িয়ে দাওয়ায় উঠে আলো জ্বালতে ইচ্ছা করছে না। রাঘব নিজেকে নিজে গাল দেয়, ‘কেন্নোর  মতো শরীর গুটোলে চলবে? ঠুঁটো হয়ে বসলে খাবি কী রে তুই পোড়ামুখো। ওঠ! আলো জ্বালিয়ে উনুনে হাঁড়ি চড়া। হতভাগা তোর কে আছে যে অন্ন রেঁধে মুখের সামনে ধরে দেবে?’
রাঘব উঠে দাঁড়ায়। উবু হয়ে বসে পা দুটো ভারী হয়েছে। ঊরু থেকে গোড়ালি পর্যন্ত অবশ হয়ে ঝিনঝিন করে। একটু খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। বাগানের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এক মুহূর্তের জন্যে থমকে দাঁড়ায়। এই বাগান বেষ্টিত ঘর আর গাছেদের নিয়ে ত্রিশটা বছর নিঃশ্বাসের মতো হুশ করে বেরিয়ে গেল কখন টেরই পেল না। এখন ষাটোর্ধ্ব বয়সে পৌঁছে ফাঁপরে পড়ল, যেন জলের সতেজ  মাছকে কেউ রুক্ষ ভূমিতে এনে ফেলেছে। পাঁশুটে আলোয় রাঘব দেখে বাড়ির পিছনের দিকে ফলা জমিতে বুনো জঙ্গল ছেয়ে গেল। ওখানে জমাট অন্ধকারের মাথায় মুকুটের মতো জোনাকি পোকা মিটমিটিয়ে জ্বলছে। শক্তিতে কুলোয় না। তাই এখন আগের মতো সবটা সামাল দিতে পারে না। মনটা ভেঙে গেল ওর। এই বাগান বাড়ির সর্বত্র বাবার স্মৃতি জড়িয়ে আছে। ছোট বয়সে মা মরা বিশৃঙ্খল জীবন তার সামলে নিয়েছিলেন তিনি শক্ত হাতে। মায়ের মতো জীবনে গুরুতর অস্তিত্বের অভাব বোধ কখন মালুম হতে দেননি। চাইলে বিয়ে করে আবার নতুন সংসার বাঁধতে পারতেন। কিন্তু তা না করে ছেলেকে নিয়ে চলে এলেন নিজের কর্মস্থল কলকাতায়। বড়বাজারের লোহাপট্টিতে একজন মাড়োয়ার ব্যবসায়ীর দোকানে বাবা ক্যাশিয়ার ছিলেন। তখন রাঘবের বয়স দশ। এখানের বস্তিতে একাকী বড় হয়ে ওঠা জীবন পাখির মতো মুক্ত ও ছন্নছাড়া। বাবা চলে যেতেন কোন সকালে। ফিরতেন সন্ধ্যা হওয়ার মুখে। এই সময়টায় রাঘব বস্তির অন্যান্য ছেলেদের সঙ্গে খেলাধুলো করত। এখানে থাকতে একটা শিক্ষা তার হয়েছিল খুব জীবনে বাঁচতে হলে প্রতি মুহূর্তে লড়াই করে টিকে থাকতে হয়। একসময় একাকিত্ব কেমন অভ্যাসে পরিণত হল। অস্বস্তি হতো না। বরং এই বাঁধনছেঁড়া জীবনকে বড় ভালোবেসে ফেলেছিল সে। বয়স পনেরো পেরতেই  বাবার সঙ্গে দোকানে গিয়ে খাতার হিসাবনিকাশ লেখার কাজ শিখতে শুরু করল। মালিক খুব স্বহৃদয় মানুষ। বাবা কোনও দিন তার সঙ্গে বেইমানি করেননি। বৃদ্ধ মালিক খুব স্নেহ ও বিশ্বাস করতেন বাবাকে। একদিন তিনি ডেকে বললেন, ‘হারু অনেকদিন তুমি আমার অধীনে নিষ্ঠার সঙ্গে কাজ করেছ। এবার স্বাধীন জীবন উপভোগ করো। আমারও বয়স হল। কবে চোখ বুজব! গদিতে আমার ছেলেরা বসবে। তোমাকে কাজ থেকে ছাঁটাই করে দিতে পারে। কিছু টাকা দিচ্ছি তুমি বরং গ্রামে ফিরে যাও। চাষবাস করে সুখে বেঁচেবর্তে থাকো।’
বাবা আবার গ্রামের বাড়িতে ফিরে এলেন। জন্মভিটে বাবাকে বরাবর খুব টানত। এখানে এসে যেন স্বস্তির নিঃশ্বাস নিলেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করেছে। এ ভাবে কতদিন কাজ চালিয়ে যেতে পারতেন সন্দেহ। বাবা আশ্বস্ত গলায় বললেন, ‘ভগবান যা করে মঙ্গলের জন্য! আমার শরীর গতি ভালো নয়। এবার তোর একটা পোক্ত ব্যবস্থা করে দিয়ে যেতে পারলে শান্তি।’ বাবা সেই টাকায় প্রথমে জীর্ণ সাবেকি বাড়িটা ভেঙে নতুন পাকা বাড়ি বাঁধলেন। বাজার সংলগ্ন স্থানে ছোট্ট মতো জায়গা কিনে বাঁশ ও পলিথিন ঘিরে বারো মাসের স্থায়ী একচালা দোকান ঘর বানানো হল। বাড়ির সামনের বাগানে সব ঋতুর আনাজ ফলিয়ে ওখানে বসে বিক্রি করত রাঘব। দোকানটা খারাপ চলত না। আরও জাঁকাতে অসুরের মতো কী খাটা না খেটেছে সে! যৌবনভরা শরীরে তখন দানব শক্তির বাস। নিকট শহর গিয়ে ভালো মানের বীজ এনে নিজে হাতে ফলিয়েছে। পরিচর্যার ত্রুটি রাখেনি। পুরুষ্ট ফসল বাজারে এনে বিক্রি করে লভ্যাংশের টাকা হাত স্পর্শ করেছে। একটু করে দীনতা ঘুচেছে তাদের। শেষ জীবনে বাবা সুখের মুখ দেখে গিয়েছেন এই একটু যা স্বস্তি।  
বাবা চলে যাবার পর একাকী জীবন সংসারের পাকা বেষ্টনীতে জড়াতে চায়নি। মন যখন বিকল হয়েছে বন্ধন ছিন্ন হয়ে বেরিয়ে পড়েছে নিরুদ্দেশে। আবার ফিরে এসে নিজেকে ভুলে পুরনো উদ্যমে ফসল ফলিয়েছে। এই ভাবে কর্ম ব্যস্ত জীবন থেকে কখন ষাটটা বছর খসে গিয়েছে কখন মালুম পায়নি। 
রাঘব একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ তার উদ্যমী শরীরে জীর্ণতার বাস! এই ভিটেমাটিটুকু ছাড়া নিজের বলে তার কেউ নেই। প্রাণদায়ী মাটির কাছে ঋণ জমেছে অনেক। উনুন ধরতে গিয়ে খানিক আনমনা হয়ে যায় রাঘব। হাতে আগুনের ছেঁকা লেগে চমকে ওঠে। সামান্য পাতা খড়ের আগুনে তেমন তেজ নেই। গাঢ় ধোঁয়ায় ঘর ছেয়ে যায়। সেই ধোঁয়ায় নিঃশ্বাস নিয়ে দারুণ একচোট বিষম খায় ও। বুক চেপে কাশির দমক সামলে উঠে পড়ে। ধোঁয়ার জ্বালায় চোখে জল আসে। উঠোনে নেমে জোরে জোরে নিঃশ্বাস টেনে ভাবে, বয়স বাড়লে অকেজো জীবনের কোনও মূল্য  থাকে না! একসময় নিজের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয় বুঝি?
রাঘব নিজের চিন্তায় খানিক গুম হয়ে যায়। এমন ভাবে একা বাঁচা কি সম্ভব? আজ দুটো ফুটিয়ে খাওয়ার সামর্থ্য আছে। কিন্তু এ ভাবে কত দিন সে নিজেরটুকু করে নিতে পারবে? তার প্রাণের বাগান বাড়ি ক্রমে বুনো জঙ্গলে গ্রাস করছে। একদিন পুরোটা গিলে নেবে! ভগবান করুক ওই দিন তাকে যেন দেখতে না হয়! হঠাৎ সন্ধ্যাকালীন স্তব্ধতা কাঁপিয়ে পরিচিত ডাক একটা কাছে এসে থামে। আধো অন্ধকারে ছায়ামূর্তির মতো মাধব তার পাশে এসে দাঁড়ায়। ঘর পর বলতে এই ছেলেটা। যার সঙ্গে ওর একটু স্নেহ ভালোবাসা জড়ানো সম্পর্ক। বুকে সাহস ফেরে রাঘবের। ঠোঁটের ফাঁকে বিড়ি চেপে শান্ত ভঙ্গিতে বলে, ‘আগুন দে!’
বাজারের দোকান রাঘব মাস ছয়েক মাধবের জিম্মায় ছেড়ে রেখেছে। ছেলেটা সরল মনের, বিশ্বাসীও। প্রতিদিন টাকার হিসাব মিলিয়ে দিয়ে যায়। আজও এসেছে! দাওয়াতে জ্বালা হারকিনের হলুদ ঘোলাটে আলোয় আবছা মুখ তার দেখা যাচ্ছে। বড় মায়া ভরা মুখ। দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে। ছেলেটার ভাগ্য বড় চাপা। একেই খড়কুটো আগলানো অবস্থা। তারওপর এক বছর যাবৎ নিজের সদ্য বিবাহিতাকে নিয়ে নাজেহাল। বউটার কী যে দুরারোগ্য ব্যাধিতে ধরেছে ডাক্তার ঠিক তল পাচ্ছে না। জলের মতো সম্বল কিছু টাকা জলাঞ্জলি দিয়ে হালভাঙা নাবিকের মতো উদভ্রান্ত অবস্থা। মুখ ভারী করে কী যেন চিন্তা করে সর্বক্ষণ!  মাধবের বাড়ানো আগুনে বিড়িটা ধরিয়ে খুব জুত করে এক টান দিয়ে রাঘব বলে, ‘বউমার কী খবর রে? মন বলছে, এই সদর হাসপাতালে কোনও প্রতিকার হবে না! ওকে নিয়ে তুই শহরে চলে যা।’  
কথা ঘোরায় মাধব। 
‘কর্তা, হাঁড়িতে একমুঠো চাল চড়িয়ে দিই আমার? আজ তোমার কাছে দুটো ভাত খাব!’
এতে রাঘবের কোনও আপত্তি ছিল না। কিন্তু ওর মুখ থেকে আসা মদের উগ্র গন্ধে মনটা হঠাৎ বিষিয়ে গেল। অবাক বিস্ময়ে মুখ থেকে ঠিকরে এল কথাটা—
‘একি তুই মদ গিলেছিস?’ রাগে গোটা শরীরে আগুন জ্বলে ওর। ‘এদিকে বউ মরতে বসেছে! আর তুই টাকা উড়িয়ে মদ গিলে ফুর্তি করছিস?’
ভেতরে পুঞ্জীভূত দগদগে জ্বালায় মাধবের শরীর যেন ছটফটিয়ে ওঠে। আধো অন্ধকারে দেখা যায় ওর চোখ দুটো রাঘবের ঠোঁটের আগায় ঘন ঘন টানা বিড়ির আগুনের থেকেও তীব্র। রাগ ও অভিমান উগরে সে বলে,
‘তুমি বলো কর্তা কী করব আমি? রোগ শীর্ণ ওর শরীরের দিকে তাকাতে পারি না। বুক থেতলানো কষ্ট হয়। ও আমাকে বলে, আমি কি আর বাঁচব না গো? তোমার কাছে ফিরতে পারব না কোনওদিন! জবাব দিই না আমি। রোজ ওর মুখে স্পষ্ট মৃত্যুর ছায়া দেখি। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে। সে অনেক টাকা খরচ। কোথা থেকে পাব আমি? অল্প আয়ু নিয়ে পৃথিবীতে জন্মেছে যেমন মরুক তবে!’
কথাগুলো যন্ত্রের মতো বলে আরও অসহায় উদভ্রান্ত বোধ করে মাধব। নিজেকে সামলে দ্রুত সেখান থেকে চলে যায়। মাধব চলে যেতে অসহ্য নীরবতা সঙ্গে উদ্ভট চিন্তা ঘিরে ধরে ওকে। রাঘবের ভেতরের ভালো মানুষটা হঠাৎ বলে ওঠে, ‘তুমি পারো না ভিটে মাটি বিক্রি করে মাধবের হাতে টাকাটা তুলে দিতে। তুমি মরে গেলে কোন যজ্ঞে লাগবে এটা? বরং একটা মানুষের প্রাণ বাঁচবে। তোমার এই দানের কথা ওরা মনে রাখবে সারাজীবন।’
রাঘব চমকে ওঠে। এমন কথা স্মরণ করাও  মহাপাপ! যে জীবনদায়িনী মাটি খাওয়া পরা দিয়ে তাকে ঋণী করেছে জীবনভর, সেই মাটি বেচতে বিবেকে বাধবে না? পরমুহূর্তে মনে হল মাটি মায়ের সমান! সব সন্তানই মায়ের কাছে ঋণী হয়ে থাকে সারাজীবন। তবু মনের খটকা দূর হয় না!
সারারাত অস্বস্তিতে ছটফট করে ও। ঘুম আসে না চোখে। শেষ রাতের ঠান্ডা হাওয়ায় অবসন্ন শরীর তার জোড়ায়। ভোরের দিকে মাধব আসে।
‘কাল রাতে অন্যায়ের জন্যে ক্ষমা চাইছি কর্তা!’
মাথা হেঁট করে দাঁড়িয়ে থাকে সে।
শান্ত ভঙ্গিতে পৈঠেতে এসে বসে রাঘব। ঘণ্টাখানেকের ঘুমে তার শরীর এখন বেশ তরতাজা। একটা বিড়ি ধরিয়ে বাগানের চারদিকে চোখ ঘুরিয়ে দেখে। বেশ দোটানায় পড়ে সে! এই মাটি বেচলে বউ মানুষটার কচি প্রাণটা অকালে যেত না। কিন্তু বাবার স্মৃতি জড়ানো জন্ম ভিটের সঙ্গে এমনটা করা কি ঠিক হবে? মাধবের করুণ নতজানু মুখের দিকে তাকিয়ে থাকে রাঘব। মনের ভেতরটা দ্বিধা দ্বন্দ্বের ঝড়ে লণ্ডভণ্ড হয়।
অলঙ্করণ: সোমনাথ পাল
12th  September, 2021
পিশাচ সাধু
 

ক্যাপ্টেনকে এলাকা ছাড়ার কড়া নির্দেশ দিয়েছে পরম। এদিকে, বিষ খেয়ে হজম করে দেখিয়ে দেবে বার বার বলছে পিশাচসাধু। বঁড়শিকে পালিয়ে আসতে বলল সহজ। কিন্তু সে রাজি হল না। তারপর... প্রবল দুশ্চিন্তা নিয়ে বাড়ি ফিরছিল সহজ। কিন্তু এলাকার কাছাকাছি আসতেই তার অদ্ভুত একটা অনুভূতি হল। বিশদ

26th  September, 2021
ধারাবাহিক উপন্যাস, পর্ব  ৩০
পিশাচ সাধু

জয়ন্ত দে

কাকভোরে ঠাকুরদা শশাঙ্ক মিত্রের সঙ্গে বাগানে দেখা করল সহজ। জানাল, বর্ণিনী গুরুদেবের আশ্রমে গিয়ে সব খোঁজ খবর নিয়ে এসেছে। তবে, একটাই খারাপ খবর, গুরুদেব আর ইহজগতে নেই। শশাঙ্ককে আশ্রমে পৌঁছে দেবে কথা দিল সহজ। এর কিছুক্ষণ পরই সৃজনী ফোনে জানাল, নচে বিষ খেয়েছে।  তারপর... বিশদ

19th  September, 2021
পিশাচ সাধু
ধারাবাহিক উপন্যাস, পর্ব  ২৯
জয়ন্ত দে

বর্ণিনীকে নিয়ে সহজ যখন পৌঁছল, তখন বাড়িতে পিশাচসাধু নেই। বঁড়শি একা। সে শোনাল, তার সন্দেহের কথা। বঁড়শির অনুমান, তার বাবা, যোগীনসাধু সহ একাধিক মৃত্যুর নেপথ্যে ক্যাপ্টেনের হাত রয়েছে। নিজের বক্তব্যের সপক্ষে একটি ডায়েরি দেখাল সে। ডায়েরির পাতার ছবি তুলে নিল বর্ণিনী। তারপর... বিশদ

12th  September, 2021
ছোট গল্প
টরেগাসি
বিনতা রায়চৌধুরী
​​

লিলি ঘরে ঢোকামাত্র শুভায়ু বলে উঠল আমার টরেগাসি? হেসে ফেলল লিলি, ‘আমার জন্য অপেক্ষা করে থাকো না একটুও, তোমার মন পড়ে থাকে ওই তোমার টরেগাসি-র ওপর। তাই তো?’  ‘কথাটা পুরো সত্য নয়। আবার পুরো মিথ্যেও নয়।’ বলেই হেসে উঠল শুভায়ু।  বিশদ

05th  September, 2021
ধারাবাহিক উপন্যাস, পর্ব ২৮
পিশাচ সাধু
জয়ন্ত দে

ক্যাপ্টেনের সঙ্গে তুমুল ঝগড়া বঁড়শির। এমন পরিস্থিতিতে পিশাচসাধু যেন নিজেরই মুখোমুখি— সামনে এসেছে দাঁড়িয়েছে তার অতীত। প্রতিশোধ নিতে সে শুরু করেছে এক নরমেধ যজ্ঞ। জনৈক শ্মশানচারী সাধুকে বলি দিলে সম্পূর্ণ হবে তার এই যজ্ঞ। কিন্তু তার খোঁজ এখনও পায়নি ক্যাপ্টেন। তারপর... বিশদ

05th  September, 2021
ছোট গল্প
মানকচু, ফুল ও
ডাবের গল্প
চিরঞ্জয় চক্রবর্তী

আমি যখন বাজারে যাই, কেউ ঘুম থেকে ওঠে না। অত সকালে বাজারে যেতে দেখে পাশের বাড়ির লিলি বলেছিল, ‘তুমি কি বাসি মাল কিনতে যাও?’ উত্তরে শুধু হেসেছিলাম, কিছু বলিনি। সকালবেলা বাসি মালও পাওয়া যায়, লোকে কত কিছু ভাবে। অনেকেই বাজারের ব্যাগ হাতে বাড়ি থেকে বেরিয়ে প্রাতর্ভ্রমণ করে। আমার সেসব বালাই নেই।
বিশদ

29th  August, 2021
ধারাবাহিক উপন্যাস, পর্ব ২৭
পিশাচ সাধু
জয়ন্ত দে

বোনকে নিয়ে সহজ পিশাচ সাধুর কাছে গিয়েছিল শুনে রেগে আগুন বিচিত্রদা। কথায় কথায় সহজ জানাল, বঁড়শির আদতে বিয়ে হয়েছে একটা মড়ার খুলির সঙ্গে। এবার বর্ণিনী যেতে চায় ক্যাপ্টেনের বাড়িতে। এদিকে, সহজকে ডেকে নচে শোনাল তার জীবনের কিছু বৃত্তান্ত। তারপর... বিশদ

29th  August, 2021
গাছ জগবন্ধু
অভিজিৎ তরফদার

—ওই যে ঘরের মধ্যে টাকা মেশিন। বোতাম টিপলেই টাকা। —এটিএম? বেড়ে বলেছ তো! আচ্ছা জগবন্ধু, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবে না তো? —না না, মনে করবার কী আছে? গরিব মানুষের অত মনে করলে চলে না।  বিশদ

22nd  August, 2021
ধারাবাহিক উপন্যাস, পর্ব  ২৬
পিশাচ সাধু
জয়ন্ত দে

বোনকে নিয়ে পিশাচসাধুর বাড়িতে হাজির হল সহজ। মিমির অতীত নিয়ে এমন কয়েকটি ইঙ্গিত করলেন তিনি, যার জেরে তার সব কিছু গোলমাল হয়ে গেল। দাদার উপর সব রাগ আছড়ে পড়ল মিমির। এদিকে, সহজ ভাবতে থাকল কীভাবে উদ্ধার করা যায় বঁড়শিকে। তারপর... বিশদ

22nd  August, 2021
পিশাচ সাধু
ধারাবাহিক উপন্যাস, পর্ব  ২৫
জয়ন্ত দে

সহজ বাবাকে জানিয়ে দিয়েছে, সে ঠাকুরদাকে আশ্রমে পৌঁছে দিতে চায়। শশাঙ্ক মিত্রের ঘরে এসে হাজির হল সে। তাঁর লেখা চিঠি যে ঠাকুমার কারসাজিতে গুরুদেবের কাছে পৌঁছয় না, সেই রহস্য ফাঁস করে দিল সহজ। সে চেয়ে নিল আশ্রমের ঠিকানা। মুক্তির আশায় শশাঙ্কের মুখে দেখা গেল হাসির রেখা। তারপর... বিশদ

15th  August, 2021
অনলাইন
ঝিমলি নন্দী

রাত দশটা। মেসেঞ্জারে পিং করে একটা মেসেজ ঢুকল। মোবাইলটা মুঠোয় একটু  ধরে রাখল মণিদীপা। তারপর রোজকার মতোই পরিপাটি মশারি গুঁজতে লাগল। আবার কাল ঠিক সকাল ছ’টায় মেসেজ করবে বুদ্ধ। সুপ্রভাত! বুদ্ধের পাঠানো মেসেজে আজও ঘুমোতে যায় মণিদীপা। বিশদ

08th  August, 2021
ধারাবাহিক উপন্যাস: পর্ব  ২৪
পিশাচ সাধু
জয়ন্ত দে

পরমেশ্বরের অফিসে বসে ভানুদা, সুজি, শঙ্কর। সেখানে হঠাৎ হাজির হল সহজ। পরমেশ্বর জানাল, মৈত্রেয়ী তাদের বাড়িতে এসেছিল। সুজি নিজের গোঁ ধরে থাকলে ও ডিভোর্স দেবে বলেছে। তর্কাতর্কি চরমে পৌঁছলে সুজির সঙ্গে আর ব্যবসা করবে না বলে জানিয়ে দেয় পরমেশ্বর। তারপর... বিশদ

08th  August, 2021
পিশাচ সাধু

সহজকে নিজের জীবনের গল্প শোনাল বঁড়শি। আশ্রম থেকে কীভাবে সে পিশাচসাধুর খপ্পরে পড়ল সেই গল্প। বঁড়শিকে আদতে বিয়ে করেননি ক্যাপ্টেন।
বিশদ

01st  August, 2021
ঘাম

টানটান চাদরে ঢাকা তক্তার এক কোণে বালিশ-তোশকের স্তূপ, রংচটা সিমেন্টের দেওয়ালটাকে কিছুটা আড়াল করতে একখানা আয়না বসানো।
বিশদ

01st  August, 2021
একনজরে
দীর্ঘ ১২ বছর পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে ফিরেই জাল কাঁপিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রথম তিনটি ম্যাচে চারটি গোল লেখা হয়েছিল তাঁর নামের পাশে। ...

ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবের পর রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে তীব্র আক্রমণ শানাল ভারত। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে — এই দাবিতে ইউএনএইচআরসির ৪৮তম সাধারণ বিতর্ক সভায় সরব হয় পাকিস্তান। ...

করোনা আবহে নেই দুর্গা প্রতিমার বায়না। রোজগারে টান আরামবাগের প্রতিমা শিল্পীদের। কাজ না মেলায় এই বছর কর্মহীন হয়ে পড়েছেন মৃৎশিল্পের সঙ্গে যুক্ত বহু কর্মী। যাঁরা ...

২০১৬ সালে নবম ও দশম শ্রেণির জন্য ইতিহাসের শিক্ষক নিয়োগের উদ্যোগ নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ওই বছরেই নেওয়া পরীক্ষার উত্তরপত্রে ভুল থাকার অভিযোগ ওঠে। মামলা ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। উকিল, মৃৎশিল্পীদের শুভ। সংক্রমণ থেকে শারীরিক অসুস্থতা হতে পারে। আর্থিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক কফি দিবস
বিশ্ব হার্ট দিবস
বিশ্ব শিশু অধিকার দিবস

১৭২৫- ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভের জন্ম
১৮৪১ - ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি দুর্গাচরণ রক্ষিতের জন্ম
১৮৯২: প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩২: অভিনেতা মেহমুদের জন্ম
১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়
১৯৪২ - স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা শহীদ হন
১৯৭১: ওড়িশা, পশ্চিমবঙ্গে ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯৯.৪৫ টাকা ১০২.৯৪ টাকা
ইউরো ৮৪.৭৮ টাকা ৮৭.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী ৩৭/২৭ রাত্রি ৮/৩০। আর্দ্রা নক্ষত্র ৪৪/৪৬ রাত্রি ১১/২৬। সূর্যোদয় ৫/৩০/৫৮, সূর্যাস্ত ৫/২৩/১৪।  অমৃতযোগ দিবা ৬/১৮ মধ্যে পুনঃ ৭/৬ গতে ৭/৫৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৩৯ মধ্যে। রাত্রি  ৬/১১ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ৮/৩৭ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৮ গতে ৭/৬ মধ্যে পুনঃ ১/২৬ গতে ৩/৪৭ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী  অপরাহ্ন ৪/৩৭। আর্দ্রা নক্ষত্র রাত্রি ৯/১৮। সূর্যোদয় ৫/৩১, সূর্যাস্ত ৫/২৫। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ৭/৫৪ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৩৩ মধ্যে এবং রাত্রি ৬/১ গতে ৬/৫১ মধ্যে ও ৮/৩০ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ  দিবা ৬/২১ গতে ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ৩/৩৯ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ৯/৫৯ মধ্যে ও ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি  ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
২১ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কেন্দ্রীয় বাহিনী বাড়ছে ভবানিপুরে
রাত পোহালেই ভবানিপুরে উপনির্বাচন। তার আগে কেন্দ্র বাহিনী বাড়ানো হচ্ছে ...বিশদ

05:54:46 PM

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
তৃণমূলে যোগ দিলেন লুইজিনহো। আজ, বুধবার গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ...বিশদ

04:49:35 PM

ভারত ও আফগানিস্তানের মধ্যে চালু হোক বিমান পরিষেবা, আর্জি তালিবানের
ফের চালু করা হোক ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা। ...বিশদ

03:02:47 PM

রঘুনাথপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু গবাদি পশুর
গতকাল রাত থেকেই অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জের। যার ...বিশদ

02:33:00 PM

মালদহে ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৩
৩৫১ গ্রাম ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট ...বিশদ

02:17:37 PM

দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুর্গাপুজোর মণ্ডপ
দুর্গাপুর শিল্পাঞ্চলে নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত ...বিশদ

02:07:46 PM