Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

লোককথায় গাঁথা মহাকাব্য

রিমি মুৎসুদ্দি: ‘হাঁসুলি বাঁকের উপকথা’ কেবল বাঁশবাদির কাহারদের জীবন আখ্যান নয়, এ এক মহাসময়ের সম্পাদ্য। আখ্যানের প্রতিটা বাঁকে মহাকাব্যিক চলন। মানুষের ক্রমে সভ্যতার পথে পা বাড়ানোর ইতিহাসে আগুন আবিষ্কারের আগে থেকেই তার দৃষ্টিশক্তি অন্ধকারেও প্রখর ছিল। সভ্যতার পথে হাঁটতে হাঁটতে আমরা তা হারিয়ে ফেলেছি। তবু আলোহীন কাহারপাড়ার মানুষেরা এখনও সেই দৃষ্টিশক্তি হারায়নি। এই আখ্যান যেন সেই কথাই স্মরণ করিয়ে দেয়। 
বাঁশবাদির আটপৌরে আর কাহাররা সেই কোন আমলে ছিল পালকিবাহক। সাহেবদের সেইসব দিন ক্রমে অস্ত যাওয়ার পথে। তারও বহু আগে বাঁশবাদির মানুষদের পালকিবাহকের জীবিকা শেষ হয়ে যায়। আখ্যানের কাহাররা সাহেবদের আমলে তৈরি হওয়া সামন্ততন্ত্রের প্রতীক চৌধুরী, ঘোষ, মণ্ডলদের জমি চাষ করে, ফাইফরমাইশ খাটে। আখ্যান বদলে যায় পৃথিবীর চেনা পরিচিত ভৃত্য ও বাবুদের শোষণ ও শাসনের বৃত্ত থেকে অনেকটাই। কারণ, সেই বৃত্তে যুগপরম্পরায় বাসা বেঁধেছে কাহারদের ধর্মবিশ্বাস। যে ধর্মবিশ্বাসের মূলে কাহার পাড়ার বটবৃক্ষে বসবাসকারী তাদের দেবতা কত্তাবাবা, তার বাহন, কালারুদ্র। 
ধর্মবিশ্বাসের কারণেই কাহার পাড়ার মাতব্বর বনওয়ারি নিজের প্রাপ্য কেরাচিনি, ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন বাবুদের কাছ থেকে না পেলেও এই না পাওয়াকেই কত্তাবাবার বিধান মনে করে। কাহার পাড়ায় সমস্ত পুরনো ধ্যানধারণা ও নিয়মের বিরুদ্ধে মানুষের অধিকারে বাঁচার দাবিতেই যেন জন্ম নিয়েছিল নতুন যুগের কাহারসন্তান করালী। 
হাঁসুলি বাঁকের এই জীবন আলেখ্য কেবল করালী আর বনওয়ারির দ্বন্দ্ব নয়, এর সীমানা বাঁশবাদির মাটি আর কোপাইয়ের ধারে চন্ননপুরের রেলইস্টিশানের কারখানাও নয়। এ যেন রূপকথার মধ্যে দিয়ে ক্রমে বিলুপ্তির দিকে যাওয়া এক উপকথা। যেখানে বনওয়ারি বাবুদের অন্যায় অন্যায্য অত্যাচারের বিরুদ্ধে মুখ না খুলে আধপেটা খেয়ে অথবা না খেয়েও বাবুদের জমিতে চাষের কাজ ছেড়ে কারখানায় কাজ করতে যাওয়ার বিরুদ্ধে বিধান দেয়। করালী এর উল্টোপথে হাঁটতে প্রলুব্ধ করে অর্ধভুক্ত, অভুক্ত, সাপের কামড়ে অথবা ম্যালেরিয়ায় ওষুধবিহীন অকালমৃত্যুর কবলে আক্রান্ত কাহারদের।  
চাষ বনাম শিল্পের দ্বন্দ্ব ফুটে ওঠে সমস্ত আখ্যান জুড়ে। বিশ্বযুদ্ধে ও তার প্রভাবে বাংলায় ধানের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি, সমস্ত প্রয়োজনীয় দ্রব্যের জোগান কমে আসা এবং কেবল এক শ্রেণির একতরফা ধন সঞ্চয়— এই সমস্তই উপকথার ভেতরে গ্রথিত।  
মার্কসীয় দার্শনিক গ্রামসি বলেছিলেন, ‘শোষণের বাস্তবতা বুঝতে গেলে গ্রামদেশের অন্ত্যজ মানুষের কথা জানতে হবে।’ তারাশঙ্কর সেই পথেই হেঁটেছেন। তাঁর নিজের স্মৃতিকথা ‘আমার কালের কথা’-তে তিনি লিখেছেন, ‘এমনি দ্বন্দ্বের সমারোহে সমৃদ্ধ লাভপুরের মৃত্তিকায় আমি জন্মেছি। সামন্ততন্ত্র বা জমিদারতন্ত্রের সঙ্গে ব্যবসায়ীদের দ্বন্দ্ব আমি দু’চোখ ভরে দেখেছি। সে দ্বন্দ্বের ধাক্কা খেয়েছি। আমরাও ছিলাম ক্ষুদ্র জমিদার। সে দ্বন্দ্বে আমাদেরও অংশ ছিল।’ 
মনে পড়ে যায় ‘জলসাঘর’ গল্পে ঝাড়বাতির প্রায় নিভে যাওয়া আলোয় অধুনাবিত্তহীন জমিদার বিশ্বম্ভর রায়, তাঁর পূর্বপুরুষদের প্রমোদ বিলাসে মত্ত প্রতিকৃতির দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্বই দেখতে পায় ও সেই মোহের প্রতিকৃতি দেখতে দেখতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।  
তবে, কেবল শোষণ আর দারিদ্র্যের আখ্যান বললেই তাঁর মহাসৃষ্টিকে ব্যাখ্যা করা যায় না। দারিদ্র্যের মধ্যেও জীবনের যে অনিবার্য জটিল অথচ অদ্ভুত সুন্দর এক রস রয়েছে, সেই রসের ভিয়েন যেন তাঁর প্রতিটা লেখায়। প্রেম, ভালোবাসা, ঈর্ষা, স্নেহ, মায়া এইসব প্রবৃত্তিই এক অদ্ভুত দক্ষতায় জুড়েছেন তাঁর প্রতিটা কাহিনির ছত্রে ছত্রে। এই সমস্ত প্রবৃত্তিকেই যেন মনে হয় মানুষের জীবনের এক অমোঘ নিয়তি।
তাঁর শ্রেষ্ঠ গল্প সংকলনের ভূমিকায় অধ্যাপক জগদীশ ভট্টাচার্য বলেছেন, ‘তারাশঙ্করের আরাধ্যা জীবনের বিভীষণা নগ্নিকা কালিকামূর্তি।’ জীবনের নানা বাঁকে ‘নগ্নিকা কালিকামূর্তি’র মতো একদিকে যেমন ভয়, বীভৎসতা, আরেকদিকে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করে চলেছে। এই দুই রসের অপরূপ মেলবন্ধন তাঁর উপন্যাসে ও ছোটগল্পে সুনিপুণভাবে বিস্তৃত। 
‘ডাকহরকরা’ গল্পে ডাকহরকরার জীবনে কখনও পোস্ট অফিসে পৌঁছতে দেরি হয়নি, কেবল যেবার ওর ছেলে সমস্ত ডাকের টাকাপয়সা ডাকাতি করতে এল সেবারই ছেলের হাতে আহত হয়ে ওর দেরি হয়ে গেল। জীবন তবুও একইরকমভাবে বয়ে যাচ্ছিল ডাকহরকরার। সে চলা যদিও গল্পে থামেনি, কেবল পাঠককে স্তব্ধ করে দিয়েছে তার ছেলের মৃত্যু সংবাদ যখন সে নিজেই নিজের জন্য ডাকে বহন করে নিয়ে আসল। 
‘বেদেনী’ ও ‘ডাইনী’ এই দুই গল্পে কুসংস্কার আর সেই সংস্কারের জাঁতায় নারীমনের চিরযন্ত্রণা লিপিবদ্ধ। ‘বেদেনী’ বরং নিজের স্বাধীনসত্তার বিকাশ ঘটাতে অনেক বেশি সক্ষম। যদিও তার পরিণতি ভয়ঙ্কর। ‘ডাইনি’ তার যুগসংস্কারকে অভিশাপের মতো আঁকড়ে ধরে থেকেও কেবলই মুক্তি চাইত এই ডাইনি জীবন থেকে। অথচ মানুষ হওয়ার পথে বাধা তার নিজেরই সংস্কার। আবার ‘তারিণী মাঝি’ গল্পেও এক করুণ অমোঘ নিয়তি। সুখী তারিণীকে আঁকড়ে ধরে বাঁচত। তাই জলে ডুবে যাওয়ার সময় মরণকালেও তারিণীকেই আঁকড়ে রইল। তারিণীও সমস্ত গল্প জুড়ে একা। কেবল স্ত্রী সুখীকে জড়িয়েই তার বেঁচে থাকা। জলে ডুবে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে সুখীর সেই জড়ানো বাহুবন্ধন থেকে ও মুক্ত হতে চেষ্টা করে। ভুলে যায়, ক্ষণিক আগে সে নিজেই সুখীকে আশ্বাস দিয়েছিল, ওকে শক্ত করে ধরে থাকলে ওরা দু’জনেই এই নদী পারাপার করতে পারবে। বেঁচে থাকার তাগিদেই কি তারিণী সুখীকে গলা টিপে হত্যা করে? আর এই যে  বীভৎসতা এর মধ্যেও কি বেঁচে থাকার রসদ নেই? সেই রসদের সন্ধানও তো পাই তাঁর লেখাতেই। 
‘নাগিনী কন্যার কাহিনী’-তে সেই সুন্দর অথচ ভয়ঙ্কর এক যন্ত্রণার আখ্যান ছড়িয়ে হিজল বিলের সাঁওতালি পাড়ায়। যেখানে চাঁদসদাগরের আমলের বিষবৈদ্যরা চাঁদের অভিশাপে বিষবেদেতে পরিণত হয় আর সেই মিথ সংস্কারকে জড়িয়ে শবলা, পিঙলা-র মতো নাগিনীকন্যার উপাখ্যান রচিত হয়। এ তো সেই দ্বন্দ্ব, সংস্কার আর জীবনের আশ্চর্য মেলবন্ধন! 
জীবনের সর্বত্রই কোথাও না কোথাও আদিম মহাপ্রকৃতি সমস্ত আধুনিকতার মধ্যে, সমস্ত একমুখী ভাবনাকে বহুমুখী করতে নানা বৈপরীত্যে বিচিত্রতায় বারেবারে মানুষের সামনে এসে দাঁড়ায়। সে কথাই যেন তাঁর ‘রাধা’ উপন্যাসে মহাকালীর ধ্যানমন্ত্রে পাই। ‘বিপরীত রতাতুরং সুখ প্রসন্ন বদনাং স্মেরানন স্মরারুহাং’ অনার্য সংস্কৃতির সংস্কার ও লোককথাকে তিনি কুসংস্কার বলেননি। বরং তাঁর দৃপ্ত ঘোষণা, আর্যদের আখ্যান যেমন পুরাণ ও মহাকাব্যে স্থান পেয়েছে, অনার্যদের লোককাহিনিও তেমনি এক মহাকাব্যই। ‘গণদেবতা’, ‘ধাত্রীদেবতা’, ‘আরোগ্যনিকেতন’, ‘বিষপাথর’, ‘কালিন্দী’ ইত্যাদি নানা রচনায় সেই আখ্যানেরই সাক্ষাৎ পাই। তারাশঙ্করের লেখা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, প্রতিটা লোককথাই পারে মহাকাব্যের জন্ম দিতে। অমর কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রকৃতপক্ষেই এক মেধাবী লোকসংস্কৃতি গবেষক।
 ছবি: জ্ঞানপীঠ পাওয়ার পর তারাশঙ্কর।
25th  July, 2021
বাংলার হারিয়ে যাওয়া নদী

মানব সভ্যতা নদীমাতৃক। অথচ, অনেক ক্ষেত্রে মানুষের সচেতনতার অভাবে হারিয়ে যাচ্ছে বহু নদী। সভ্যতা বাঁচাতে নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তাই ‘বিশ্ব নদী দিবসে’ বাংলার হারিয়ে যাওয়া নদীগুলির সন্ধান করা হল। বিশদ

26th  September, 2021
বাতাসে বিষ কমছে আয়ু
অরিন্দম রায়

ছোটবেলায় স্কুলের বইতে বায়ুদূষণ নিয়ে যা পড়েছিলাম সেই ধারণার একটা পরিবর্তন করা দরকার। আমাদের পাঠ্য বইতে বায়ুদূষণের বেশিরভাগ অংশটাই ছিল সালফার-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন-ডাই-অক্সাইড কেন্দ্রিক। আমরা পড়েছিলাম, এই দুই গ্যাস কলকারখানা এবং গাড়ির ধোঁয়া থেকে বেরিয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। বিশদ

19th  September, 2021
অপু-দুর্গার খোঁজে
পুলক চট্টোপাধ্যায়

ছেলেবেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন স্কুল পালিয়ে লুকিয়ে তাঁর বাবার লেখা ‘পশ্চিমের ডায়েরি’ পড়তেন, তখন থেকেই তাঁর মনের মধ্যে একটা কল্পনার পাখি বাসা বেঁধেছিল। এরপর বিভূতিভূষণ কর্মসূত্রে হাজির হলেন শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত ভাগলপুরের আদমপুরে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। বিশদ

12th  September, 2021
বাঙালির শিক্ষক
সমৃদ্ধ দত্ত

স্কটল্যান্ডের এবর্ডিন থেকে ২৫ বছর বয়সে বহু দূরের একটি শহর কলকাতায় যখন ডেভিড হেয়ার এলেন, তার কিছুকাল আগেই এই প্রদেশটিতে ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ ঘটে গিয়েছিল। তাঁর বাবা ছিলেন ঘড়ি নির্মাতা। চার পুত্র জোশেফ, আলেকজান্ডার, জন ও ডেভিড কমবেশি ঘড়ি-বিশেষজ্ঞ। বিশদ

05th  September, 2021
পেগাসাস, রাজকন্যা
ও চুপকথা

থ্রি মাস্কেটিয়ার্স— নিভ-সালেভ-ওমরির নামের আদ্যক্ষর মিলিয়ে তৈরি ইজরায়েলের কুখ্যাত গুপ্তচর সংস্থা এনএসও। কেবল উগ্রপন্থী বা পেডোফাইলস (শিশু যৌন নির্যাতনকারী) পাকড়াতে বিভিন্ন দেশের সরকারকেই নাকি পেগাসাস বিক্রি করা হয়। আরবের রাজকুমারী লতিফা, খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগি বা মরক্কোর ইতিহাসবিদ্‌ মাতি মনজিব—সকলেই তাহলে ছিলেন পেডোফাইলস বা উগ্রপন্থী? আরব-ইজরায়েল সম্পর্ক সাপে-নেউলে। অথচ, পেগাসাস কেনাবেচার সময় বেঞ্জামিন নেতানিয়াহু ও মহম্মদ বিন রশিদ প্রাণের বন্ধু। গোটা বিশ্বের নিরাপত্তাই আজ বিপন্ন। ‘জিরো ক্লিকে’ই পেগাসাস ঢুকে পড়েছে কুলীন আইফোনের বাসরঘরে। রোমাঞ্চ উপন্যাসকেও হার মানানো পেগাসাসের কাণ্ডকারখানার তত্ত্বতালাশে কলম ধরলেন মৃন্ময় চন্দ।   বিশদ

29th  August, 2021
অবিস্মরণীয় চিত্রামৃত
শংকর

অনন্তকালের মহামানবদের বাণী প্রচারে অনেক সময় লেগে যায়। কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় তার ব্যতিক্রম নন। দক্ষিণেশ্বর মন্দিরের পাঁচ টাকা মাইনের পূজারী তাঁর অবসর সময়ে ভক্তজনদের কিছু বললেন, একজন স্কুল মাস্টার তা শ্রদ্ধার সঙ্গে শুনে বাড়ি ফিরে এসে নোটবইতে লিপিবদ্ধ করলেন। বিশদ

22nd  August, 2021
সারদা মায়ের 
স্বদেশি সন্তান
সমৃদ্ধ দত্ত

বরিশালের বানবীপাড়ার যোগেন্দ্রনাথ গুহঠাকুরতা ছিলেন স্বদেশপ্রেমী। সুতরাং নিজের কন্যাটিকেও সেভাবেই তিনি শিক্ষা দিয়েছেন। অন্য বালিকাদের সঙ্গে বড় হওয়ার সময় শিশুদের গ্রাম্য খেলাধুলোয় অংশ নেওয়ার পাশাপাশি, বাবার কাছে মেয়েটি দেশভক্তির আকুলতাও শিখেছিল। যা সেই ছোট থেকেই তার মনের মধ্যে গেঁথে যায়। মেয়ের নাম প্রফুল্লমুখী। বিশদ

15th  August, 2021
অস্তকালের রবি
পার্থসারথি চট্টোপাধ্যায়

বারান্দায় বসে সন্ধ্যার সময় সুনন্দা, সুধাকান্ত ও ক্ষিতিমোহনবাবুর স্ত্রীকে মুখে মুখে বানিয়ে একটা দীর্ঘ গল্প শুনিয়ে তারপরে বাদলা বাতাস ঠান্ডা বোধ হওয়াতে ঘরে গিয়ে কেদারাতে বসেছিলুম, শরীরে কোনো প্রকার কষ্ট বোধ করিনি, অন্তত মনে নেই; কখন মূর্চ্ছা এসে আক্রমণ করল কিছুই জানি নে। 
  বিশদ

08th  August, 2021
ঘড়ির দর্পণে কলকাতা

‘বৈঠকখানায় মেকাবি ক্লাকে টাং টাং টাং করে পাঁচটা বাজলো, সূর্যের উত্তাপের হ্রাস হয়ে আসতে লাগলো। সহরের বাবুরা ফেটিং, সেলফ ড্রাইভিং বগী ও ব্রাউহ্যামে করে অবস্থাগত ফ্রেণ্ড, ভদ্রলোক বা মোসাহেব সঙ্গে নিয়ে বেড়াতে বেরুলেন; কেউ বাগানে চল্লেন।’— মহাত্মা হুতোম লিখেছেন। 
বিশদ

01st  August, 2021
অচেনা তারাশঙ্কর

আমার জীবনে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রভাব এমনই যে, তাঁর স্নেহধন্য হয়ে আজও নিজেকে আমি অতি সৌভাগ্যবান বলে মনে করি। আমার তখন কতই বা বয়স, হাওড়া শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ি।
বিশদ

25th  July, 2021
অশান্ত স্মৃতি
সোভিয়েত পতনের ৩০ বছর

দড়ি ধরে মারো টান, লেনিন হবে খানখান! এগারো ফুট উঁচু লাল গ্রানাইটের মূর্তিটা হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই উল্লাসে ফেটে পড়েছিল জনতা। কেউ আনন্দে হাততালি দিয়েছেন, তো কেউ আবার প্রাণখুলে গেয়েছেন জাতীয় সঙ্গীত।
বিশদ

18th  July, 2021
কথা ও কাহিনিতে
বাংলার রথ
তরুণ চক্রবর্তী

এপার ওপার দু’দিকেই ঘন জঙ্গল আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি জনপদের মাঝখান দিয়ে বয়ে চলেছে পতিতোদ্ধারিণী গঙ্গা। সেই গঙ্গার নির্জন তীরে পাতায় ছাওয়া এক কুটিরে থাকতেন যে সন্ন্যাসী, হঠাৎই একদিন কোথায় যে উধাও হয়ে গেলেন!কবে কোথা থেকে এসে সেখানে তিনি ডেরা বেঁধেছিলেন, কী তাঁর নাম, তাও তো কেউ জানে না। বিশদ

11th  July, 2021
অচেনা সীমান্তে
অজানা গল্প

সীমান্ত....! দু’দেশের মাঝে কাঁটাতারের বেড়া। আর তার দু’দিকে বাস হাজার হাজার মানুষের। যেখানে কাঁটাতার নেই, সীমান্তের ‘উঠোন’ যেখানে উন্মুক্ত, সেখানে বাস করা যে কী কঠিন, কী যন্ত্রণাদায়ক, তা বোধহয় আমার-আপনার মতো বহু মানুষই জানেন না। বিশদ

04th  July, 2021
আদুর বাদুড়
চালতা বাদুড়

মাম্পস-র‌্যাবিস-নিফা-ইবোলা-হেন্ড্রা-সার্স-মার্স-কোভিড প্রভৃতি মারণ ভাইরাসের সূতিকাগার বাদুড়ের শরীর। অথচ বাদুড়ের টিকিটিও কস্মিনকালে তারা স্পর্শ করতে পারেনি। বাদুড় থেকে মানুষে সরাসরি সংক্রমণের নেই কোনও প্রাক-ইতিহাস। মধ্যবর্তী পোষক উট-ঘোড়া-শিম্পাঞ্জি-শুয়োর-পিপীলিকাভুক থেকেই সংক্রমিত হয়েছে মানুষ। নির্বিচারে অরণ্যনিধন, জীববৈচিত্র্যের সমূল বিনাশই প্রতিটা মহামারীর নেপথ্যের এক এবং অদ্বিতীয় কারণ। মানুষের কি সম্বিত ফিরবে না? সেই অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি মৃন্ময় চন্দ।   বিশদ

27th  June, 2021
একনজরে
করোনা আবহে নেই দুর্গা প্রতিমার বায়না। রোজগারে টান আরামবাগের প্রতিমা শিল্পীদের। কাজ না মেলায় এই বছর কর্মহীন হয়ে পড়েছেন মৃৎশিল্পের সঙ্গে যুক্ত বহু কর্মী। যাঁরা ...

প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেতে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়া ‘বৈধ’। এমনই ‘সিলমোহর’ দিয়ে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের বিএসপি বিধায়ক রমাবাঈ পারিহার। শুধু তাই নয়, কত টাকা ...

করোনার বাড়বাড়ন্তের জেরে গত বছর উচ্ছাসে কিছুটা ভাটা পড়লেও এবারে বিষ্ণুপুর মহকুমার তিন জমিদারবাড়ির পুজোয় দর্শনার্থীদের ঢল নামবে। এমনই আশা ব্যক্ত করেছেন জমিদার পরিবারের সদস্যরা। ...

ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবের পর রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যুতে ফের পাকিস্তানকে তীব্র আক্রমণ শানাল ভারত। জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে — এই দাবিতে ইউএনএইচআরসির ৪৮তম সাধারণ বিতর্ক সভায় সরব হয় পাকিস্তান। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

কর্মে সাফল্য ও সুনাম বৃদ্ধি। উকিল, মৃৎশিল্পীদের শুভ। সংক্রমণ থেকে শারীরিক অসুস্থতা হতে পারে। আর্থিক ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক কফি দিবস
বিশ্ব হার্ট দিবস
বিশ্ব শিশু অধিকার দিবস

১৭২৫- ভারতের প্রথম ইংরেজ শাসক রবার্ট ক্লাইভের জন্ম
১৮৪১ - ভারতে প্রথম সর্বোচ্চ ফরাসি সম্মান - 'লেজিয়ঁ দনার' এ সম্মানিত বাঙালি উদ্যোগপতি দুর্গাচরণ রক্ষিতের জন্ম
১৮৯২: প্রথম রাতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়
১৯২৯: বিবিসি প্রথম পরীক্ষামূলক টিভি সম্প্রচার শুরু করে
১৯৩২: অভিনেতা মেহমুদের জন্ম
১৯৩৫ - ছাপাখানায় প্রথম বাংলা লাইনোটাইপ ব্যবহৃত হয়
১৯৩৯ - ব্রিটেনে পরিচয়পত্র প্রথা চালু হয়
১৯৪২ - স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা শহীদ হন
১৯৭১: ওড়িশা, পশ্চিমবঙ্গে ঝড় ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে অন্তত ১০ হাজার মানুষের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭২.৯৯ টাকা ৭৪.৭০ টাকা
পাউন্ড ৯৯.৪৫ টাকা ১০২.৯৪ টাকা
ইউরো ৮৪.৭৮ টাকা ৮৭.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৪৬,৮০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৪, ৪০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৫,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬০,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬০,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী ৩৭/২৭ রাত্রি ৮/৩০। আর্দ্রা নক্ষত্র ৪৪/৪৬ রাত্রি ১১/২৬। সূর্যোদয় ৫/৩০/৫৮, সূর্যাস্ত ৫/২৩/১৪।  অমৃতযোগ দিবা ৬/১৮ মধ্যে পুনঃ ৭/৬ গতে ৭/৫৩ মধ্যে পুনঃ ১০/১৫ গতে ১২/৩৯ মধ্যে। রাত্রি  ৬/১১ গতে ৬/৫৯ মধ্যে পুনঃ ৮/৩৭ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/১৮ গতে ৭/৬ মধ্যে পুনঃ ১/২৬ গতে ৩/৪৭ মধ্যে। বারবেলা ৮/২৯ গতে ৯/৫৮ মধ্যে পুনঃ ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
১২ আশ্বিন ১৪২৮, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১। অষ্টমী  অপরাহ্ন ৪/৩৭। আর্দ্রা নক্ষত্র রাত্রি ৯/১৮। সূর্যোদয় ৫/৩১, সূর্যাস্ত ৫/২৫। অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ৭/৫৪ মধ্যে ও ১০/১৪ গতে ১২/৩৩ মধ্যে এবং রাত্রি ৬/১ গতে ৬/৫১ মধ্যে ও ৮/৩০ গতে ৩/৬ মধ্যে। মাহেন্দ্রযোগ  দিবা ৬/২১ গতে ৭/৮ মধ্যে ও ১/১৯ গতে ৩/৩৯ মধ্যে। কালবেলা ৮/২৯ গতে ৯/৫৯ মধ্যে ও ১১/২৮ গতে ১২/৫৭ মধ্যে। কালরাত্রি  ২/২৯ গতে ৪/০ মধ্যে। 
২১ শফর।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কেন্দ্রীয় বাহিনী বাড়ছে ভবানিপুরে
রাত পোহালেই ভবানিপুরে উপনির্বাচন। তার আগে কেন্দ্র বাহিনী বাড়ানো হচ্ছে ...বিশদ

05:54:46 PM

তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী
তৃণমূলে যোগ দিলেন লুইজিনহো। আজ, বুধবার গোয়ার এই প্রাক্তন মুখ্যমন্ত্রী ...বিশদ

04:49:35 PM

ভারত ও আফগানিস্তানের মধ্যে চালু হোক বিমান পরিষেবা, আর্জি তালিবানের
ফের চালু করা হোক ভারত ও আফগানিস্তানের মধ্যে বিমান পরিষেবা। ...বিশদ

03:02:47 PM

রঘুনাথপুরে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় মৃত্যু গবাদি পশুর
গতকাল রাত থেকেই অতিরিক্ত বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার জের। যার ...বিশদ

02:33:00 PM

মালদহে ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার ৩
৩৫১ গ্রাম ব্রাউন সুগার ও এক লক্ষ টাকার জাল নোট ...বিশদ

02:17:37 PM

দুর্গাপুর শিল্পাঞ্চলে প্রবল বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত দুর্গাপুজোর মণ্ডপ
দুর্গাপুর শিল্পাঞ্চলে নিম্নচাপের জেরে অতিরিক্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত ...বিশদ

02:07:46 PM