Bartaman Patrika
আমরা মেয়েরা
 

মা হওয়ার পর অবসাদ কাটাতে সাইকোথেরাপি

মা হওয়া আনন্দের। কিন্তু সুন্দর অভিজ্ঞতার সঙ্গেই অনেক মা শিকার হন প্রসবোত্তর বিষণ্ণতার। সমস্যা ও সমাধানের খোঁজে ডঃ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

২০১৮ সালের জুন মাসে আমার তৃতীয় সন্তান হয়। সদ্যোজাতকে নিয়ে আনন্দে আত্মহারা সবাই। গরমে সবাই মিলে ছুটি কাটাতে বেড়াতে যাব। আমিও প্রথমে খুব উচ্ছ্বাসে ছিলাম। কিন্তু সেই গ্রীষ্মের পুরো সময়টাই অন্ধকার বেডরুমে কাটিয়েছিলাম। বিষাদ, দুশ্চিন্তা আর অবসাদে ভরা সব দিন। পরিবার, বন্ধু-সহকর্মী কারও সঙ্গে দেখা করা এবং চাকরিতে আবার যোগ দেওয়ার কোনও ইচ্ছেই ছিল না আমার। কল্পনাশক্তি, চিন্তন ক্ষমতা ক্রমে যেন হারিয়ে যাচ্ছিল। দীর্ঘ হতাশা এবং দুশ্চিন্তা টেনে এনেছিল অনিদ্রা। সারাদিন অবসাদগ্রস্ত হয়ে কাঁদতাম ঘণ্টার পর ঘণ্টা। জুলাইয়ের এক নিদ্রাহীন রাতে হঠাৎ আমার মনে হল মাথার উপর ঘুরতে থাকা ফ্যানটা যেন আমাকে বলছে তোমার সন্তানরা ঘুমোচ্ছে, ওদের গায়ে আগুন লাগিয়ে দাও, গোটা বাড়িকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও তোমার সদ্যোজাতকে! প্রতিনিয়ত এইসব ধ্বংসাত্মক চিন্তা এমন তোলপাড় করছিল আমায়। সেই রাতেই আমার হঠাৎ মনে হয়েছিল রান্নাঘরের ড্রয়ারে দেশলাই বাক্সটা আছে কি না, দেখে আসি। চূড়ান্ত হতাশায় দিশেহারা হয়ে স্বামীকে বলেছিলাম, আমার হাতটা ছেড়ো না। এর পরবর্তী দু’মাস মানসিকভাবে আমি আরও বিপর্যস্ত হয়ে পড়ি। মাত্রাতিরিক্ত রাগ, অস্থিরতা, মানসিক বিভ্রম এবং দুশ্চিন্তা ক্রমশ বাড়তে থাকে। চোখ বুজলেই দেখতে পেতাম আমার সন্তানদের হিংস্র কোনও পশু  বুঝি বা আক্রমণ করছে, কখনও বা দেখতাম সন্তানরা চলন্ত গাড়ির চাকায় পিষ্ট হচ্ছে। কী ভয়ঙ্কর সেসব দৃশ্য! পরে মনোরোগ চিকিৎসকের পরামর্শ নিয়ে বুঝলাম আমি পোস্টপার্টাম ডিপ্রেশন অর্থাৎ প্রসবোত্তর বিষণ্ণতায় আক্রান্ত। এই অবসাদকে পোস্ট ন্যাটাল ডিপ্রেশনও বলে। শিশুকে জন্ম দেওয়ার পরবর্তী কিছু দিন ভয়ঙ্কর মানসিক অবসাদ, বিভ্রম, ধ্বংসাত্মক চিন্তার সাক্ষী হতে হয় আমার মতো অনেক মাকেই...।’
২০২০ সালের ১৯ মার্চ নেভাডা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত সভায় এই দীর্ঘ বক্তব্যটি রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঞ্চলের অভাবী শিশুদের পঠন-পাঠনে সাহায্যকারী সংস্থা ‘রেজিং হার্ট’-এর প্রধান কার্যনির্বাহিকা আয়ুর্বান হ্যারিসন।
প্রায় সব সংস্কৃতিতেই মাতৃত্বকে মনে করা হয় নারীর জীবনের সবচেয়ে বড় উপহার। কিন্তু কখনও কখনও মাতৃত্বের সীমাহীন আনন্দ পেরিয়েও তৈরি হয় বিষণ্ণতা। প্রসবের পর মায়ের মানসিক আবেগের অবিচল উথালপাথাল নিয়ে আসে এক অদম্য অবসাদ। যার স্থায়িত্ব প্রসব পরবর্তী এক বা দু’সপ্তাহ থেকে প্রায় এক মাস বা এক বছর পর্যন্ত। সীমাহীন উদ্বেগ, দুশ্চিন্তা, বিষাদ, অবিরাম কান্না, নিদ্রাহীনতা সমন্বিত এই মারাত্মক অবসাদকে বলা হয় প্রসবোত্তর বিষণ্ণতা।
এই অবসাদ মায়েদের মনকে কমবেশি প্রভাবিত করতে সক্ষম। পৃথিবীর প্রায় ৩০ থেকে ৭৫ শতাংশ সদ্য-মা প্রসবের পরবর্তী সপ্তাহখানেক বিরক্তিকর মানসিক অবস্থা, বিষণ্ণতা, দুশ্চিন্তা, খাবারে অনীহা ও অনিদ্রার শিকার হন যা ‘বেবি ব্লুজ’ তথা প্রসব পরবর্তী বিষণ্ণতার প্রাথমিক প্রভাব রূপে পরিচিত। কখনও এই সব উপসর্গ এক মাস বা এক বছর ব্যাপী মাতৃমনকে আক্রান্ত করে। প্রায় ১০ থেকে ১৫ শতাংশ মহিলা এই অবস্থার শিকার হন 
মা হওয়ার পর। পরিসংখ্যানগতভাবে ৫০০ থেকে ১০০০ জনের মধ্যে একজন মায়ের প্রসবোত্তর অবসাদ চূড়ান্ত পর্যায় দেখা দেয়, যার ফলে তাঁর পোস্টপার্টাম সাইকোসিস-এ জর্জরিত হওয়ার সম্ভাবনাও জন্মায়। যাতে অলীক কল্পনা ও মানসিক বিভ্রমে আবিষ্ট হয়ে আত্মহননের প্রবণতা তৈরি হয়। এই অবস্থায় মানসিকভাবে বিপর্যস্ত মা সদ্যোজাতকে হত্যা করতেও উদ্যত হতে পারেন।
২০২০ সালের ২১ জানুয়ারি ব্রিটেনের এক সংবাদমাধ্যম ইংল্যান্ডের চেস্টারফিল্ড শহরের বাসিন্দা ৩১ বছর বয়সি ল্যরাকে নিয়ে খবর করে। কন্যাসন্তান প্রসবের পরবর্তী প্রায় ১৪ দিন মানসিক দুশ্চিন্তা, অনিদ্রা,  নেতিবাচক কল্পনা ও চিন্তায় আচ্ছন্ন ছিলেন ল্যরা। এর মধ্যেই একদিন তাঁর স্বামী ড্যান ও একমাত্র কন্যাসন্তানকে নিয়ে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ রক্ষায় যাচ্ছিলেন। চালকের আসনে ল্যরা। হঠাৎ তাঁর মনে হল কোনও অশুভ শক্তি তাঁদের ধাওয়া করছে এবং তিনজনের মধ্যে কাউকে আলাদা করতে চায় সেই অশুভ শক্তি! বিভ্রমে আবিষ্ট ল্যরা ব্যস্ত রাস্তায় অতর্কিতে গাড়ির গতি অস্বাভাবিক বাড়িয়ে তাঁর স্বামী ও সদ্যোজাত কন্যাকে নিয়ে মৃত্যুমুখে এগিয়েই যাচ্ছিলেন প্রায়। কোনওক্রমে ড্যান গাড়ির গতি নিয়ন্ত্রণ করেন এবং মেয়েকে নিয়ে চলন্ত গাড়ির বাইরে আসতে সমর্থ হন। কিন্তু মানসিক অস্থিরতায় জর্জরিত ল্যরা ফের গাড়ির গতি বাড়িয়ে আত্মহননে উদ্যত হন। ড্যানের নিরলস চেষ্টায় দুর্ঘটনা থেকে রক্ষা পান তাঁরা। জিজ্ঞাসাবাদের পর পোস্টপার্টাম সাইকোসিস-এ আক্রান্ত ল্যরা বলেছিলেন, ‘মৃত্যুর পর আমাদের কেউ পৃথক করতে পারবে না, আমি আগে মারা গেলেও ওদের মৃত্যুর জন্য অপেক্ষা করব।’ এই মর্মান্তিক ঘটনার পরবর্তী দু’সপ্তাহ ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এখন ল্যরা সুস্থ।
বিজ্ঞানীদের মতে, প্রসব-উত্তর দশায় রক্তে  স্টেরয়েড হরমোন অর্থাৎ ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও কর্টিসলের মাত্রা গুরুত্বপূর্ণভাবে কমে যায়। এছাড়াও থাইরয়েড ও অ্যাড্রিনাল গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির পরিমাণগত বৈষম্য মাতৃশরীরের হাইপোথ্যালাসাস— পিট্যুইটারি অ্যাড্রিনাল কর্টেক্স অক্ষকে প্রভাবিত করে মানসিক বিষাদ তৈরি করে। গবেষণালব্ধ তথ্য অনুযায়ী, 
রক্তে অক্সিটোসিন হরমোনের পরিমাণগত অভাব মায়ের দুশ্চিন্তা বাড়ায় এবং শিশুর প্রতি যত্ন কমিয়ে দেয়। প্রসবোত্তর বিষণ্ণতা সারিয়ে তুলতে সাধারণত সিটালোপ্রাম, ফ্লুওক্সেটিন, প্যারোক্সেটিন প্রমুখ সেরাটোনিন পুনঃশোষণ রোধক ওষুধ প্রয়োগ করা হয়ে থাকে। যদিও এই সমস্ত ড্রাগ দীর্ঘদিন অথবা উচ্চমাত্রায় ব্যবহার করলে সদ্য মায়ের মাথাব্যথা, ডায়ারিয়া, নাসারন্ধ্রের জ্বলন, অনিদ্রা ও স্নায়বিক দুর্বলতা প্রভৃতি পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। মনোবিদরা মনে করেন ড্রাগ প্রয়োগের পরবর্তী সময়ে উপযুক্ত সাইকোথেরাপি প্রসবোত্তর অবসাদ দূর করতে পারে। আক্রান্ত মাকে আত্মীয়দের মধ্যে রাখা, তাঁর মানসিক অবস্থা সম্পর্কে ওয়াকিবহাল থাকা, তাঁর সঙ্গে আলাপচারিতা বাড়ানো এবং তাঁকে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে শামিল করা ইত্যাদিও গুরুত্বপূর্ণ। এতে সদ্য মায়ের আত্মবিশ্বাস, চিন্তন ক্ষমতা, কল্পনাবোধ ও আত্মনির্ভরতা বাড়ে।
আর একটি দিক হল আধ্যাত্মিকতা। দ্য স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের গবেষক রবার্ট কিফ জানান, প্রসবোত্তর বিষণ্ণতার শিকার ৩০ জন মহিলার মধ্যে আধ্যাত্মিকতার প্রভাব বোঝার চেষ্টা করা হয়েছিল। ওই মহিলাদের বক্তব্য অনুযায়ী, প্রসব পরবর্তী অবসাদ নির্মূল করার ছ’টি প্রধান সমাধান সূত্র— দুশ্চিন্তা নিরসন, নিজেকে মূল্যবান ভাবা, নিঃসঙ্গতা দূর, অলীক দৃষ্টিভঙ্গি পরিবর্তন, পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করা এবং নিজেকে আহত করা থেকে সদা বিরত থাকা। এই ছ’টি সমাধান তাঁরা খুঁজে পান কীভাবে? জানা যায়, নিয়মিত ঈশ্বর অনুধ্যানে। নিয়মিত গির্জায় যেতেন এমন এক মা বলেছিলেন, ‘প্রতি রবিবার চার্চ থেকে বের হওয়ার সময় আমি নতুন উদ্যমে বাড়ি ফিরি।’ ধর্মীয় সঙ্গীত তথা প্রার্থনায় শামিল এক মা তাঁর অবসাদময় দিনের কথা জানাতে বলেন, ‘আমি যখনই ভয়ঙ্কর দুশ্চিন্তাগ্রস্ত হতাম, তখনই ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম, তাঁর সঙ্গে কথা বলতাম, আর আমার বিষণ্ণতা দূর হতো।’ ঈশ্বরের প্রতি অবিচল আনুগত্য যেন তাঁদের আশাহীনতা, দুশ্চিন্তা এবং মানসিক অসহায়তা লাঘবের শ্রেষ্ঠ প্রয়াস। আর এক মা জানান, ‘আমি প্রতিদিন গির্জায় আসি দুশ্চিন্তা সঙ্গে নিয়ে। ঈশ্বরকে তা দিতে পারি। তিনি আমার মনকে হাল্কা করেন।’ পোস্টপার্টাম সাইকোসিস-এ আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা ব্যক্ত করতে এক মহিলা বলেন, ‘প্রতিনিয়ত ভয়ঙ্কর অলীক দৃশ্য কল্পনা করতে করতে আত্মহত্যাপ্রবণ হয়ে পড়েছিলাম, নিয়মিত ঈশ্বর আরাধনার পর আমার উপলব্ধি হয় যে, মাতৃত্বের অধিকারিণী হয়ে নিজেকে রক্তাক্ত করলে বা হত্যা করলে ঈশ্বরের কাছে আমি ক্ষমার অযোগ্য। তাঁর প্রতি নিরন্তর প্রার্থনাই আমাকে মানসিক শান্তি দেয়।’
প্রসবোত্তর বিষণ্ণতার ভয়ঙ্কর দুশ্চিন্তা, নিরন্তর হতাশা এবং মর্মান্তিক পরিণতি দূর করতে নিয়মিত ঈশ্বরের অনুধ্যানে ‌উন্মোচিত হতে পারে আধ্যাত্মিক চেতনা, বাস্তববোধ এবং সৃজনশীল চিন্তার প্রবাহ।
    লেখক অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, মালবাজার, জলপাইগুড়ি পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়।

 
20th  April, 2024
মহিলাদের গৃহশ্রমের কোনও কদর নেই

আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীরা বরাবরই অবহেলিত এবং বঞ্চিত। ঘরে ও বাইরে তাঁদের অবদান খুব কম লোকই স্বীকার করতে চান। একজন গৃহবধূ তাঁর সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে রান্না করেন, ঘর গোছান বিশদ

27th  April, 2024
ক্লাসরুমের একা ছাত্রীর নাম ইতিহাসে

পুরুষতান্ত্রিক কাঠামোয় এক উজ্জ্বল ব্যতিক্রম, বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার ইলা মজুমদার।  লিখছেন প্রীতম সরকার। বিশদ

27th  April, 2024
ভারতের হৃদয়ে বাঁচলেন পাক তরুণী

পড়শির পাশে তো দাঁড়ায় পড়শিই। তা না হলে সে আর কীসের পড়শি? পাকিস্তানের মেয়ে আয়েশা রাশান, মাত্র ১৯ বছর বয়স। তাঁর হার্ট ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। চেন্নাইয়ের হাসপাতালে প্রাণ ফিরে পেলেন তিনি। সেখানে দিল্লি অধিবাসী ৬৯ বছর বয়সি এক রোগীর ব্রেন ডেথ হয়ে গিয়েছিল। বিশদ

27th  April, 2024
লভ ব্রেন! পরিচিত কেউ আক্রান্ত নয় তো? 

রবি ঠাকুর বলে গিয়েছেন, প্রেম এসেছিল নিঃশব্দে! তবে কারও কারও জীবনে প্রেম বেশ সশব্দেই আসে। কিন্তু কে জানত যে সে শব্দ এত ঘন ঘন আসবে যে শেষ অবধি পুলিশের দ্বারস্থ হতে হবে! ধরাও পড়ল এক বিরল অসুখ! ঠিক যেমনটা ঘটেছে চীনে। বিশদ

27th  April, 2024
ক্রমশ বাড়িয়ে তুলতে হয় মনোযোগ

শিশুকে মনোযোগী করে তুলুন একদম ছোট বয়স থেকেই। কীভাবে? বিশেষজ্ঞের পরামর্শ শোনালেন কমলিনী চক্রবর্তী। বিশদ

20th  April, 2024
৪০ দিন কমলালেবু খেয়ে বাঁচলেন অ্যান

শুধুমাত্র ফল খেয়ে কি বেঁচে থাকা সম্ভব? তাও আবার যে কোনও একটি ফল? এ নিয়ে তর্ক হতেই পারে। তবে পরীক্ষিত সত্য, একটিমাত্র ফল খেয়ে বেঁচে থাকা সম্ভব। তা প্রমাণ করলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা অ্যান অসবোর্ন। টানা ৪০ দিন কমলালেবু খেয়ে বেঁচে রয়েছেন তিনি। বিশদ

20th  April, 2024
মহিলা পরিচালিত বুথ

মহিলাদের সমানাধিকারের দাবি ভারতে নতুন নয়। তাকে মান্যতা দিতেই চলতি লোকসভা নির্বাচনে কান্নুরের মাহে বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথ সামলাবেন মহিলা কর্মীরা। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিস, বয়ঃজ্যেষ্ঠ নাগরিক ও শারীরিকভাবে অক্ষম ভোটারদের সাহায্যকারী হিসেবে ন্যাশনাল সার্ভিস স্কিমের স্বেচ্ছাসেবক— সব বিভাগই সামলাবেন মহিলারা। বিশদ

20th  April, 2024
আইএএস অনন্যার প্রেরণা কোহলি

সম্প্রতি প্রকাশিত হয়েছে সর্বভারতীয় স্তরের সিভিল সার্ভিস পরীক্ষার ফল। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন গত মঙ্গলবার ফলপ্রকাশ করে। এ বছর এই পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করেছেন একজন মহিলা। তেলেঙ্গানার ডোনুরু অনন্যা রেড্ডি। বিশদ

20th  April, 2024
মিস মিসেস ইন্ডিয়া

প্রাক্তন মিস ওয়ার্ল্ড ও বলিউড অভিনেত্রী অদিতি গোভিত্রিকর, রোলি ত্রিপাঠী, নিতু সাহা, টলিউড অভিনেত্রী মৌবনী সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ট্রানিসটিক্স ডাটা টেকনোলজিস প্রাইভেট লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় বিশদ

20th  April, 2024
চৈত্র সেলের একাল সেকাল

বৈশাখ পয়লার আগে স্মৃতি রোমন্থনে অম্লানকুসুম চক্রবর্তী। 
  বিশদ

13th  April, 2024
বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব হারিয়েছে বাঙালির কাছেই

ক্যালেন্ডার বাংলা হোক বা ইংরেজি, এটি অতি প্রয়োজনীয় বস্তু। তবে বর্তমান সময়ে বাংলা ক্যালেন্ডারের গুরুত্ব অনেক হ্রাস পেয়েছে। কারণ বোধহয় এই ক্যালেন্ডার অনেকেই দেখতে বা পড়তে স্বচ্ছন্দ বোধ করেন না। বিশদ

13th  April, 2024
স্বামীর অবর্তমানে শ্বশুরবাড়িতে স্ত্রীর অধিকার

বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আইনি দিক খতিয়ে দেখলেন অন্বেষা দত্ত। বিশদ

06th  April, 2024
চাবুক হাতে আগুনে মেয়ে

১৯৩০-এর ৬ এপ্রিল সমাপন হয় ডান্ডি অভিযান। লবণ সত্যাগ্রহের সেই পদযাত্রার হাত ধরেই আসে আইন অমান্য। বিপ্লবীরক্ত চলকে ওঠে দেশ জুড়ে। তেমনই এক নেত্রী কটকের বিমলপ্রতিভা দেবী। আমরা তাঁকে ভুলতে বসলেও ভোলেনি ইতিহাস। লিখছেন মনীষা মুখোপাধ্যায়।
  বিশদ

06th  April, 2024
বিশ্বজয়ের দৌড়ে বাঙালি কন্যে

‘স্ট্রাগল’ শব্দটার সঙ্গে ছোট থেকে পরিচয় বিদিশা বন্দ্যোপাধ্যায়ের। মেয়ে হিসেবে জন্মের পর থেকেই লড়াই শুরু হয়ে গিয়েছে, একথা বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মা। কলকাতায় স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনা করা বিদিশা এমন পরিবারে বড় হয়েছেন, যেখানে চাকরি করাটাই ছিল সাফল্য! বিশদ

06th  April, 2024
একনজরে
পুজো, চায়ের আসরে চর্চা, ছোট ছোট জনসভা, পথসভা। নানা কায়দায় হুগলি ও শ্রীরামপুরে প্রচার সারলেন লোকসভার প্রার্থীরা। বৃহস্পতিবার তীব্র গরমের মধ্যেও প্রার্থীরা অক্লান্ত প্রচার করেছেন। ...

আচমকা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির জেরে গত মাসেই থমকে গিয়েছিল সংযুক্ত আরব আমিরশাহির জনজীবন। ১৯৪৯ সালের পর এমন বৃষ্টি দেখেননি সেখানকার মানুষ। জলমগ্ন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ছবি দেখে চমকে গিয়েছিল গোটা দুনিয়া। ...

বুধবার ঝড়বৃষ্টির জেরে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়ে একাধিক জেলা। এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাকদ্বীপ ও ডায়মন্ডহারবারে বিদ্যুতের লাইনে ব্রেকডাউন হয়। নন্দীগ্রামে একটি ট্রান্সফর্মারসহ পোল পড়ে যায়। ...

ফের চোটের কবলে মায়াঙ্ক যাদব। ৩০ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের চতুর্থ ওভার পূর্ণ করতে পারেননি তিনি। প্রথম বলের পরই মাঠ ছাড়েন লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেসার। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক সম্পত্তি বিভাজনকে কেন্দ্র করে জ্ঞাতি বিরোধের আশঙ্কা। কর্মে সংযোগের অভাব। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৪৯৪ - কলম্বাস জামাইকা আবিষ্কার করেন
১৭৬৫ - বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন
১৭৬৫ - ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়
১৮০২- শহর হিসেবে আত্মপ্রকাশ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির
১৮৩৭ - অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় গ্রীসে
১৮৩৯- ভারতীয় শিল্পপতি ও টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামশেদজী টাটার জন্ম
১৯১৩- ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘রাজা হরিশচন্দ্র’ মুক্তি পেল
১৯২৩ - ভারতের গোরখপুরে হিন্দুধর্মীয় গ্রন্থের বৃহত্তম প্রকাশনা সংস্থা গীতা প্রেস প্রতিষ্ঠিত হয়
১৯৩৯- সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন
১৯৬৯- তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেনের মৃত্যু
১৯৮১- অভিনেত্রী নার্গিসের মৃত্যু
১৯৮৮- কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব প্রেমেন্দ্র মিত্রর মৃত্যু
২০০৬- রাজনীতিবিদ প্রমোদ মহাজনের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮২.৬১ টাকা ৮৪.৩৫ টাকা
পাউন্ড ১০২.৯১ টাকা ১০৬.৩৫ টাকা
ইউরো ৮৭.৮৯ টাকা ৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৮৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮০,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮০,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২০ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ৩ মে ২০২৪। দশমী ৪৫/৪৫ রাত্রি ১১/২৫। শতভিষা নক্ষত্র ৪৭/২৮ রাত্রি ১২/৬। সূর্যোদয় ৫/৬/৪১, সূর্যাস্ত ৬/০/৯। অমৃতযোগ প্রাতঃ ৬/৫০ মধ্যে পুনঃ ৭/৪১ গতে ১০/১৭ মধ্যে পুনঃ ১২/৫২ গতে ২/৩৪ মধ্যে পুনঃ ৪/১৬ গতে অস্তাবধি। রাত্রি ৭/২৯ গতে ৮/৫৮ মধ্যে পুনঃ ২/৫৩ গতে ৩/৩৮ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে উদয়াবধি। বারবেলা ৮/২০ গতে ১১/৩৪ মধ্যে। কালরাত্রি ৮/৪৬ গতে ১০/১০ মধ্যে। 
২০ বৈশাখ, ১৪৩১, শুক্রবার, ৩ মে ২০২৪। দশমী রাত্রি ৮/১৮। শতভিষা নক্ষত্র রাত্রি ৯/২৫। সূর্যোদয় ৫/৭, সূর্যাস্ত ৬/১। অমৃতযোগ দিবা ৬/৪৬ মধ্যে ও ৭/৩৮ গতে ১০/১৫ মধ্যে ও ১২/৫১ গতে ২/৩৫ মধ্যে ও ৪/২০ গতে ৬/১ মধ্যে এবং রাত্রি ৭/৩২ গতে ৯/০ মধ্যে ও ২/৫০ গতে ৩/৩৪ মধ্যে। মাহেন্দ্রযোগ রাত্রি ১০/২৭ গতে ১১/১১ মধ্যে ও ৩/৩৪ গতে ৫/৭ মধ্যে। বারবেলা ৮/২১ গতে ১১/৩৫ মধ্যে। কালরাত্রি ৮/৪৮ গতে ১০/১১ মধ্যে। 
২৩ শওয়াল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
রাজা কৃষ্ণচন্দ্র দেশের জন্য কাজ করেছেন, তৃণমূল সেই বংশের অপমান করেছে : মোদি

01:24:31 PM

তৃণমূল সিএএ আটকাতে পারবে না: মোদি

01:24:31 PM

মতুয়াদের ন্যায় দিতে আমরা সিএএ লাগু করেছি: মোদি

01:24:31 PM

আখের গোছাতে ব্যস্ত ইন্ডি জোট: মোদি

01:24:31 PM

গরীব মানুষের রেশন লুটছে তৃণমূল: মোদি

01:17:59 PM

মহিলাদের উপর অত্যাচার করে তৃণমূল: মোদি

01:16:22 PM