যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন। ... বিশদ
জনসংখ্যার বৃদ্ধিতে লাগাম নেই। জনবিস্ফোরণের চেহারা নিয়ে আজ বিশ্ব জনসংখ্যা ৮২০ কোটি অতিক্রম করেছে। ভারতই যেন নেতৃত্ব দিচ্ছে জনসংখ্যার বৃদ্ধিতে—সংখ্যার বিচারে আমরাই এখন শীর্ষস্থানে—১৪৫ কোটি অতিক্রম করে ফেলেছি। জনঘনত্বের প্রশ্নে ভারতে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ, বিহারের পরেই। বাংলার জনসংখ্যা এখন ১০ কোটির অধিক। একে এরাজ্যের পুরনো বাসিন্দারা আছেন, তার উপর রয়েছে প্রতিবেশী দেশ থেকে ছিন্নমূল হয়ে আসা অসংখ্য শরণার্থীর চাপ। অন্যান্য রাজ্যের বহু মানুষও জীবিকার সন্ধানে এখানে এসে বসতিস্থাপন করেছেন। এই দুই প্রবণতায় কোনও বিরাম নেই। কিন্তু এত এত মানুষ যে থাকবেন বসবাস করবেন, তার জন্য পর্যাপ্ত জমি কোথায়? বনভূমি, কৃষিজমি, পাহাড়, জলাজমি প্রভৃতিতে থাবা বসিয়েও থামছে না অপরিকল্পিত নগরায়ণে মত্ত মানুষ। কিছু অসাধু লোক দু’হাতে টাকা লুটবার জন্য হাতিয়ার করেছে চতু্র্দিকে এই ‘নেই নেই’ রবকেই। জমি-বাড়ি কেনাবেচার কারবারি কিংবা দালাল সেজে তারা আসলে সহজ সরল মানুষের সঙ্গে প্রতারণা করছে। ভূমিদপ্তরের কিছু অসৎ কর্মী এবং আইনজীবীদের একাংশ তাদের মদত করছে বলেই অভিযোগ পাওয়া যায়। বিষয়টি রাজ্য সরকারের নজরে এসেছে আগেই। বিশেষত, ভূমিদপ্তরের অসাধুতা নিয়ে অত্যন্ত রুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই ধরনের অসাধুতা এবং তার জন্য সাধারণ মানুষের দুর্ভোগ তাঁর সরকার বরদাস্ত করবে না বলে মুখ্যমন্ত্রী অতীতে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন। অসাধু সরকারি কর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিকবার কঠোর পদক্ষেপও রাজ্যবাসীর নজরে এসেছে।
জমিচুরি রুখতে এবার নবান্ন এগিয়ে এসেছে অন্য কড়া পদক্ষেপ নিয়ে। রাজ্যের জমিজমার সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে সেগুলির প্রকৃত মালিকদের নিজস্ব ফোন নম্বর সংযুক্ত করবে ভূমিদপ্তর। কাজটি সম্পূর্ণ হলে রাজ্যের কোনও ব্যক্তিগত মালিকানাধীন জমি আর অসাধু উপায়ে কেউ বিক্রি কিংবা অন্য কারও নামে ট্রান্সফার করতে পারবে না। এমন অন্যায় করতে গেলেই জমির আসল মালিকের মোবাইল ফোনে অ্যালার্ট মেসেজ চলে যাবে। ফলে হাতেনাতে ধরা পড়ে যাবে জমিচুরির চক্র। এই সাধু উদ্যোগের তথ্য-প্রযুক্তিগত প্রয়োজনীয় কাজ ইতিমধ্যেই সন্তোষজনকভাবে এগিয়ে গিয়েছে। সরকারের আশা, শারদোৎসব মিটলেই এই কর্মসূচি চালু হয়ে যাবে। যাঁরা ইতিমধ্যেই প্রতারিত বা সর্বস্বান্ত হয়েছেন, তাঁরা অবশ্যই জানেন, এই উদ্যোগ কতটা প্রয়োজনীয় এবং বাংলার মানুষ কত বড় রক্ষাকবচ পেতে চলেছেন। তাঁদের হয়তো এই আক্ষেপও হবে, এমন ব্যবস্থা বামফ্রন্ট সরকার করে গেলে তাঁরাও প্রতারকদের হাত থেকে রেহাই পেতে পারতেন। রাজ্যের জমির মালিকদেরও উচিত, এই উদ্যোগে দ্রুত সাড়া দিয়ে নিজ নিজ অধিকার সুরক্ষিত করা। যাই হোক, এই উদ্যোগকেও যথেষ্ট ভেবে নিয়ে নিশ্চিন্ত থাকা ঠিক হবে না। কেননা, প্রযুক্তিকে হাতিয়ার করে সরকারি বজ্রআঁটুনির সঙ্গে পাল্লা দিতেই ওস্তাদ প্রতারকরা!