যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন। ... বিশদ
রওনা দেন তিনি। পরে রাতে এনিয়ে ইনস্টাগ্রামে মালাইকা লেখেন, ‘আমাদের গোটা পরিবার শোকাহত। আশা করছি, এই কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে মর্যাদা দেওয়া হবে। এর জন্য সকলের সহযোগিতা চাইছি আমরা।’
জানা গিয়েছে, এদিন সকালে আত্মহ্যতার খবর পেয়ে সবার আগে ঘটনাস্থলে পৌঁছন মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান। সঙ্গে বাবা সেলিম খান ও সলমন খান। পরে বোন আলভিরাকে নিয়ে আসেন সোহেল খানও। বেলার দিকে ঘটনাস্থলে আসেন বলিউড মহলে মালাইকার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত করিনা কাপুর ও সইফ আলি খান। একে একে আসেন অর্জুন কাপুর, অনন্যা পাণ্ডেরা। মালাইকার ১১ বছর বয়সে তাঁর মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়। প্রথম পক্ষের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর হিন্দু পাঞ্জাবি পরিবারের অনিলের সঙ্গে ঘর বাঁধেন খ্রিস্টান মালয়ালি পরিবারের কন্যা মালাইকার মা জয়েস পলিক্র্যাপ। ভারতীয় নৌসেনায় কর্মরত ছিলেন অনিল।