যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন। ... বিশদ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এতদিন ব্যানার্জিপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত অটো রুট ছিল। মোট আটটি অটো চলত। ওই পরিষেবা কুঠিঘাট পর্যন্ত সম্প্রসারিত হলে বহু মানুষ উপকৃত হতেন। সেক্ষেত্রে সহজেই গঙ্গাপাড় থেকে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে পৌঁছনো সম্ভব হতো। কয়েক মাস আগে পরিবহণ দপ্তর থেকে নোটিফিকেশন দিয়ে নতুন রুটের কথা জানানো হয়। বলা হয়, কুঠিঘাটের পুরনো থানা ভবনের সামনে থেকে অটো ছাড়বে। নন্দলাল দে স্ট্রিট, বরোদা বসাক স্ট্রিট, ব্যানার্জি পাড়া হয়ে পৌঁছবে দক্ষিণেশ্বর। ওই রুটে নতুন করে তিনটি অটোর অনুমোদনও দেওয়া হয়। কিন্তু তাতে পুরনো চালকরা বেঁকে বসেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে এই রুটে অটো চালু হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে খুশির হাওয়া। যদিও অটোচালকদের একাংশের দাবি, নতুন রুটের ফলে গোকুলবাবু বাজার, পাঠবাড়ি হয়ে ব্যানার্জিপাড়া রুটে যাত্রী কমবে। তাঁদের অভিযোগ, প্রতিদিন এসব রুটে অটোর সংখ্যা বাড়ছে। আগের থেকে আয় কমছে। কোন রুটে কত অটো চলবে, অবিলম্বে তা নিয়ে নির্দিষ্ট নীতি প্রণয়ন জরুরি বলে মনে করছেন তাঁরা।