Bartaman Patrika
সম্পাদকীয়
 

ব্যর্থ বন্‌ধ, ধন্যবাদ রাজ্যবাসী

জিনিসপত্রের নিখাদ প্রয়োজনের গণ্ডি একটা সময় অতিক্রম করেছে মানুষ। সমাজবদ্ধ মানুষের কাছে তখন থেকেই কিছু বস্তু হয়ে উঠেছে সঞ্চয়ের উপকরণ এবং সম্পদ। সম্পদের সঞ্চয়প্রবণতা মানুষকে নামিয়েছে প্রতিযোগিতায়। মানবিকতা এবং বিবেকের ঘাটতির কারণে সেই প্রতিযোগিতার আকাঙ্ক্ষা বহু ক্ষেত্রে হিংসা ও শত্রুতার রূপ পেয়েছে। এই ছবি থেকে পৃথিবী কোনওদিন পুরোপুরি মুক্ত হতে পারবে, এমন ভরসা কেউ দেয়নি—না ধর্মশাস্ত্র, না অর্থশাস্ত্র কিংবা ইতিহাসের পাঠ। তাই ধরেই নিতে হয় যে, অন্যায় কিছু ঘটতেই থাকবে। কিন্তু তার উল্টো দিকে যে সংখ্যাহীন শান্তিকামী মানুষ, তাঁরাও এই অন্যায় কখনও মুখ বুজে মেনে নেবেন না। অতএব, পাশাপাশি চলতে থাকবে নিন্দা, ধিক্কার, প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন এবং অবশ্যই উঠবে বিচারের দাবি। যেমন টানা ২০ দিন যাবৎ চলছে আর জি করে তরুণী ডাক্তারের সঙ্গে চূড়ান্ত অন্যায়ের ঘটনাকে কেন্দ্র করে।
প্রতিবাদ এবং বিচারের দাবিতে সারা বাংলা একমত। সেখানে শাসক এবং বিরোধীতে বস্তুত কোনও ফারাক নেই। সিবিআই তদন্ত দ্রুত শেষ করে দোষী বা দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ। তাঁদের মধ্যে রয়েছেন অন্যভাবে সক্ষম ভাই-বোনেরাও। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের শাসক দলের সেকেন্ড-ইন-কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছে রাজপথের মিছিলে। দ্রুত বিচারের দাবিতে সবচেয়ে বেশি সরব তো তাঁরাই। ‘ধর্ষকের সাজা ফাঁসি’—এই মর্মে দ্রুত আইন প্রণয়নে বিশেষভাবে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূল এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কারণে মজবুত কেন্দ্রীয় আইনও চান। এই উদ্দেশ্যে লোকসভায় একটি প্রাইভেট মেম্বার বিল পেশের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। সব মিলিয়ে রাজ্যের শাসকের তরফে সদিচ্ছার কোনও ঘাটতি সচেতন সমাজ দেখছে না। তবুও রাজ্যজুড়ে বিভিন্ন মহলের প্রতিবাদ আন্দোলন জারি রয়েছে। তা নিয়ে রাজ্য প্রশাসন এবং রাজ্যের শাসক দলের কোনও আপত্তি নেই। কোনও আন্দোলনে তারা বাধা দেয়নি, বরং সব জায়গাতেই প্রতিবাদীদের নিরাপত্তাও সুনিশ্চিত করতে সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিস।
আর এই গণতান্ত্রিক আবহের তাল কেটে দেওয়ারই ফন্দি এঁটে চলেছে একাধিক বিরোধী দল। দল মত নির্বিশেষে সকলের যে দাবি, তার গায়ে রাজনৈতিক রং লাগাবার জন্য মরিয়া হয়ে উঠেছে তারা। ঘোলা জলে মাছ শিকারিদের শীর্ষে আপাতত বিজেপি। ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামধারী একটি নবীন সংগঠন আচমকা ‘নবান্ন দখল’ কর্মসূচি নিল। মঙ্গলবার এই কর্মসূচি গ্রহণের আগে তারা দাবি করেছিল যে, তাদের এই আন্দোলন ‘অরাজনৈতিক’। কেবলমাত্র আর জি কর কাণ্ডের সুবিচার চাইতেই তারা ‘শান্তিপূর্ণ’ মিছিল নিয়ে নবান্ন অভিমুখে যাবে। কিন্তু মঙ্গলবার সকালেই তাদের মারমুখী, হিংসাত্মক চেহারাতেই প্রকট হয়ে পড়ে রাজনৈতিক রং ও অভীপ্সা। বস্তুত যমজনগরী কলকাতা এবং হাওড়া জুড়ে দফায় দফায় চলে তাদের গুন্ডামি। বহু টাকার সরকারি সম্পত্তি ধ্বংসের পাশাপাশি ৩৬ জন কর্তব্যরত পুলিস কর্মীকেও জখম করে ওই ভুয়ো ছাত্রদল। তাদের নৃশংস আক্রমণে কলকাতা পুলিসের এক সার্জেন্ট দৃষ্টি পর্যন্ত হারাতে বসেছেন! এই অপরাধও কি ক্ষমার অযোগ্য নয়? এরপরও ‘পুলিসি অত্যাচার’-এর অন্যায্য অভিযোগ নিয়ে ‘লালবাজার অভিযান’-এর এক্সট্রা ইনিংস খেলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। অস্থিরতা সৃষ্টির নষ্টামিতে পূর্ণযতি পড়েনি তাতেও। বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ এরও ডাক দেয় বঙ্গ বিজেপি। কিন্তু সচেতন রাজ্যবাসী তাতে বিন্দুমাত্র সাড়া দেননি। কিছু জায়গায় জবরদস্তি বন্‌ধ করাতে গিয়েও সুবিধা করতে পারেনি ‘সশস্ত্র’ গেরুয়া বাহিনী। দিকে দিকে তারা প্রত্যাখ্যাতই হয়েছে। কেননা, রাজ্যবাসী আর যাই হোক, বন্‌ধ, ধর্মঘটের মতো কর্মনাশা কারবারে আর ফিরে যেতে চান না। জগদ্দল লাল জমানার সঙ্গে, এক যুগ আগেই বাংলার মানুষ এই সংস্কৃতিকে বিসর্জন দিয়েছেন। বাংলার মানুষ চিরকালই প্রতিবাদী। কিন্তু এখন অন্যায়ের প্রতিকারের দাবি তাঁরা অন্যসকল শান্তিপূর্ণ উপায়েই করতে পছন্দ করেন। নিজের পায়ে কুড়ুল মারার ভুল তাঁরা আর করতে চান না। তাঁরা জানেন, শিল্পবান্ধব ও উন্নয়নমুখী পরিবেশ ফেরাতে এই পদক্ষেপের বিকল্প নেই। বাংলার মানুষের এই ইতিবাচক ভূমিকা প্রশংসনীয়।
30th  August, 2024
রেল দুর্ঘটনার নয়া তত্ত্ব

মানবজীবন হল এক আনন্দ সফর। কেননা মানুষ অন্তত মনে করে, এই গ্রহে যত ধরনের প্রাণী জন্ম নেয়, তাদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দে বাঁচার সুযোগ পায় তারাই। মানুষের আনন্দ—খেয়ে, পরে, বসবাস করে, জ্ঞান আহরণে, বিনোদনে, এবং সর্বোপরি সুস্থভাবে বেঁচে। বিশদ

চিকিৎসাকেই সর্বোচ্চ মান্যতা

আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে রাজ্যের বড় হাসপাতালগুলিতে টানা যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তাতে বহু মানুষ প্রচণ্ড দুর্ভোগে পড়েছেন। বিনামূল্যে ভালো চিকিৎসার জন্য গরিব ও মধ্যবিত্ত পরিবারগুলি কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলির উপর চোখ বুজে ভরসা করে। বিশদ

11th  September, 2024
শূন্য কলসি বাজে বেশি

ভারতীয় সংবিধানে প্রত্যেক নাগরিকের বাকস্বাধীনতার অধিকার স্বীকৃত। মুশকিল হল, সেই অধিকার বলে কোনও নাগরিক শাসকের বিরুদ্ধে মুখ খুললে অনেকসময় শাস্তিস্বরূপ তাকে জেলের ভাত খাওয়ার ব্যবস্থা করে সরকার। নিদেনপক্ষে হেনস্তা নিশ্চিত। বিশদ

10th  September, 2024
কোথায় দায়িত্বশীল কেন্দ্র?

৩ সেপ্টেম্বর নৃশংস মারধরে ফেটে গিয়েছিল পেট, বেরিয়ে এসেছিল নাড়িভুঁড়ি! অপারেশন করেও বাঁচাতে পারেননি ডাক্তাররা।
বিশদ

09th  September, 2024
রোগীরাও ‘জাস্টিস’ পাক

আশঙ্কাই সত্যি হল। রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে জুনিয়র ডাক্তারদের প্রায় এক মাস ধরে চলা কর্মবিরতির জেরে প্রতিদিন শত শত রোগীর চিকিৎসা না পেয়ে ফিরে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। এদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিশদ

08th  September, 2024
‘অরাজনৈতিক’ থাকছে?

আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তিন সদস্যের বেঞ্চে আর জি কর মামলার শুনানি হওয়ার কথা। সেই দিনই রাজ্যের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ও নাগরিক আন্দোলনের এক মাস পূর্ণ হবে। বিশদ

07th  September, 2024
চিকিৎসা-বঞ্চনা চলছেই

২৮ আগস্ট প্রকাশিত খবরে দুটি মর্মান্তিক চিত্র ছিল এইরকম—(এক): পিজিতে স্ত্রীর গলব্লাডার অপারেশন হয়েছে। ওয়ার্ডে ওষুধ দিতে গিয়ে তাঁর স্বামী দেখছেন, ডাক্তার নেই। সবটাই করছেন নার্স। ওটিতেও একই অবস্থা। স্ত্রীর কাছে শুনেছেন, অপারেশনের সময় সিনিয়র ডাক্তারকে সাহায্য করছিলেন শুধু নার্সরাই। বিশদ

06th  September, 2024
সময়োচিত রক্ষাকবচ

মানুষ মেহনত করে বহু কিছুরই পরিমাণ এবং পরিধি বাড়াতে সক্ষম, কিন্তু থমকে যায় জমির প্রসঙ্গ এলে। কেননা, এই গ্রহের আকার অপরিবর্তনীয়। তার উপর পৃথিবীর তিনভাগ জল এবং স্থল মাত্র একভাগ। কিন্তু স্থলভাগের অতিসামান্য অংশই মানুষের পক্ষে বসবাসের যোগ্য। বিশদ

05th  September, 2024
দ্রুত ছন্দে ফিরুক বাংলা

আর জি করে তরুণী ডাক্তার (পরিবর্তিত নাম অভয়া) ধর্ষণ-হত্যার তদন্তভার সিবিআই নিয়েছে তিন সপ্তাহ পার। ওই প্রাচীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিপুল অঙ্কের আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তের দায়িত্বও আদালত মারফত সিবিআইয়ের উপর ন্যস্ত হয়েছে। বিশদ

04th  September, 2024
কুম্ভীরাশ্রু নয় তো?

ব্যবধান দু’বছরের বেশি। কিন্তু ছবিটা হুবহু এক! গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ১১ জনের যাবজ্জীবন সাজার মেয়াদ ফুরনোর আগেই মুক্তি। তারপর সেই অপরাধীদের ‘বীরের’ সম্মান দিয়ে ফুল-মালা-মিষ্টিতে সংবর্ধনা জানানো। ঘটনাস্থল গুজরাত, দিনটি ছিল ২০২২-এর স্বাধীনতা দিবস। বিশদ

03rd  September, 2024
হরিয়ানায় সিঁদুরে মেঘ

হরিয়ানায় লোকসভার আসন ১০টি। ২০১৯ সালের নির্বাচনে বিজেপি তার সবক’টিতেই জয়ী হয়। ওই রাজ্যে বিজেপির চমকপ্রদ উত্থান তার আগের বিধানসভা নির্বাচনে।
বিশদ

02nd  September, 2024
আইনি সুরক্ষা ও বেআব্রু বাস্তব

২৭ বছর! এই দীর্ঘ সময়েও যে ছবিটা বদলায়নি, আর জি করের ওই তরুণী পড়ুয়া চিকিৎসক বেঘোরে প্রাণ দিয়ে যেন সেই কঠিন সত্যটাকে ফের সামনে এনে দিলেন। স্বাধীনতার ৭৭ বছর পরেও কর্মক্ষেত্রে নারীর সুরক্ষার দাবিতে তেতে উঠেছে গোটা দেশ। বিশদ

01st  September, 2024
এও কম লজ্জার নয়

আর জি কর হাসপাতালে চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর তিন সপ্তাহ অতিক্রান্ত। এর মধ্যে সতেরো দিন ধরে তদন্ত চালাচ্ছে সিবিআই। কিন্তু শুক্রবার পর্যন্ত এই ঘটনার পরতে পরতে জমতে থাকা রহস্যের কোনও কিনারা হয়নি। সিবিআই কী করছে, সেই প্রশ্ন এখন জোরালো হয়ে উঠেছে। বিশদ

31st  August, 2024
বাড়বে কুসংস্কারে ভরসা

চিত্র ১: এসএসকেএম হাসপাতালে স্ত্রীর গলব্লাডার অপারেশন হয়েছে। দু’দিন ধরে ভর্তি তিনি। ওষুধ দিতে মাঝেমধ্যেই উপরে গিয়ে তাঁর স্বামী দেখছেন, কোনও ডাক্তার নেই। তাঁদের কাজ করছেন কোনও নার্স। অপারেশন থিয়েটারেও একই অবস্থা। বিশদ

28th  August, 2024
জনগণ জানতে চায়

নেতা-মন্ত্রীদের কথা শুনলে মাঝেমধ্যে ধন্দ জাগে! একই কথা যখন কোনও সমাজ সংস্কারক বা বিশিষ্ট নাগরিক বলেন, তখন তা গভীরভাবে মনে রেখাপাত করে। কোনও প্রশ্ন বা শঙ্কা তাড়া করে বেড়ায় না। বিশদ

27th  August, 2024
বাংলাকে বঞ্চনা অব্যাহত 

ভারতই হল বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। আর এদেশের সর্ববৃহৎ সমস্যার নাম বেকারত্ব। কোনও প্রধানমন্ত্রীর আশ্বাস বেকারত্ব কমাতে পারেনি। বরং একাধিক কারণে তা তীব্রতর হচ্ছে।
বিশদ

26th  August, 2024
একনজরে
লজ্জা। বিশ্বাস করুন, আনোয়ার ইস্যুতে ফেডারেশনের রায় শোনার পর প্রাক্তন ফুটবলার হিসেবে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। ফুটবলারের স্বার্থ দেখা সর্বভারতীয় ফুটবল সংস্থার কর্তব্য। অথচ তার উল্টো পথেই হাঁটছে তারা। ফুটবল হাউস রাজনীতির আখড়া। জাতীয় দল নিয়ে ন্যূনতম পরিকল্পনাও নেই। ...

এমজেএন মেডিক্যাল কলেজে ‘ফাঁকিবাজ’ চিকিৎসকদের তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। তাঁদের বিরুদ্ধে এবার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ রীতিমতো বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ঘেটে গত ...

পুজো অনুদান প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। পুজো কমিটিগুলি চেক ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই জমা দিতে শুরু করেছে। পাশাপাশি বুকিং শুরু হয়ে গিয়েছে ঢাকি থেকে মাইক, আলোকসজ্জার। পুজোর যাবতীয় খুঁটিনাটি বুকিং এখনই না সেরে ফেললে পরে সমস্যায় পড়তে হবে, বুঝতে পারছেন ...

শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াগির তাণ্ডবে বিধ্বস্ত ভিয়েতনাম। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত  ১৫২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১৪০ জন। ভিটেমাটি হারিয়ে পথে বসেছেন শয়ে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

যে কোনও ব্যবসায়িক কর্মে অতিরিক্ত অর্থলাভের প্রবল সম্ভাবনা। শিল্পীদের পক্ষে শুভদিন। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

ওয়ার্ল্ড ফাস্ট এইড ডে
বিশ্ব মনোসংযোগ দিবস
১৫০১: বিখ্যাত ডেভিড মূর্তি নির্মান শুরু করেন মাইকেল এঞ্জেলো
১৬০৯: অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে পান, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী, স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক নামে
১৭৮০: বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিস্কৃত হয়
১৭৮৮: নিউ ইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।
১৮৯৪: সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের জন্ম
১৯০৪: সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্ম
১৯১০: কবি, গীতিকার এবং সুরকার রজনীকান্ত সেন কলকাতায় মৃত্যুবরণ করেন
১৯২৯: ৬৩ দিন অনশনের পর বিপ্লবী যতীন দাস লাহোর কারাগারে মৃত্যুবরণ করেন
১৯১২: রাজনীতিক ফিরোজ গান্ধীর জন্ম
১৯১৩: মার্কিন দৌড়বীর জেসি ওয়েন্সের জন্ম
১৯৩১: বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ নিমাইসাধন বসুর জন্ম
১৯৫৯: চাঁদে নামল রাশিয়ার মহাকাশযান লুনিক-২
১৯৬৯: বিশ্বের অন্যতম সেরা স্পিনার শেন ওয়ার্নের জন্ম
১৯৭১: সুরকার জয়কিষেনের মৃত্যু
১৯৭৩: ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো’র জন্ম
১৯৮৯: জার্মান ফুটবলার থমাস মুলারের জন্ম
২০১৪:  প্রণোদিত প্রজননের জনক ডঃ হীরালাল চৌধুরীর মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.১৪ টাকা ৮৪.৮৮ টাকা
পাউন্ড ১০৮.২৩ টাকা ১১১.৭৮ টাকা
ইউরো ৯১.১৫ টাকা ৯৪.৩৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭২,১০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭২,৪৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৮,৯০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৩,৫০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৩,৬০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৭ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪। নবমী ৪৫/১০ রাত্রি ১১/৩৩। মূলা নক্ষত্র ৪১/৮ রাত্রি ৯/৫৩। সূর্যোদয় ৫/২৫/৫৯, সূর্যাস্ত ৫/৩৯/৫৩। অমৃতযোগ রাত্রি ১১/৪৪ গতে ৩/৫ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৪ মধ্যে পুনঃ ১০/১৯ গতে ১২/৪৬ মধ্যে। বারবেলা ২/৩৫ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৪ গতে ১/২ মধ্যে। 
২৬ ভাদ্র, ১৪৩১, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪। নবমী সন্ধ্যা ৬/১৮। মূলা নক্ষত্র সন্ধ্যা ৬/৯। সূর্যোদয় ৫/২৫, সূর্যাস্ত ৫/৪৩। অমৃতযোগ রাত্রি ১২/৪২ গতে ৩/৪ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/৩ মধ্যে ও ১০/১৯ গতে ১২/৪৪ মধ্যে। কালবেলা ২/৩৮ গতে ৫/৪৩ মধ্যে। কালরাত্রি ১১/৩৪ গতে ১/২ মধ্যে। 
৮ রবিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
অসমে দখল বিরোধী অভিযানে গিয়ে অশান্তি, পুলিসের গুলিতে হত ২, জখম ৩০

10:03:00 PM

মালদহের কালিয়াচকের মোজামপুরের কুখ্যাত দুষ্কৃতী আসাদুল্লা বিশ্বাসকে দিল্লিতে গ্রেপ্তার করল পুলিস

10:02:00 PM

মেট্রোর লাইন ধরে হাঁটছিলেন তরুণী!
মেট্রোর লাইন ধরেই হাঁটা শুরু করেছিলেন তরুণী। বিষয়টি নজরে আসতেই ...বিশদ

10:01:00 PM

বিমানে চেপে মালকানগিরিতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি

08:44:00 PM

প্রয়াত সীতারাম ইয়েচুরি, শোকপ্রকাশ সোনিয়া গান্ধীর

08:41:00 PM

মালকানগিরিতে বৈঠক ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির, রয়েছেন মুখ্যসচিব মনোজ আহুজা

08:35:00 PM