Bartaman Patrika
সম্পাদকীয়
 

দেশের মর্যাদায় জোড়া ধাক্কা

একদিনে দু-দুটি। সামনে এল ভারত সম্পর্কে বিরূপ রিপোর্ট। একটি সুখ এবং অপরটি মানবাধিকার বিষয়ক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (২০২৩) ভারতকে ফের অসুখী মানুষের দেশ বলা হয়েছে। শুধু অসুখী নয়, ওই তালিকার একেবারে তলার দিকেই ঠাঁই হয়েছে আমাদের দেশের। যেখানে ক্ষুদ্র প্রতিবেশীদের পাশে অন্যভাবে ক্ষুদ্রতরই দেখাচ্ছে ভারতকে। ইউএন সাসটেনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের সুখচিত্র প্রকাশিত হয় ২০ মার্চ। ওই একই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসন প্রকাশ করে, ২০২২ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস। এই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে বস্তুত ভারতের মোদি প্রশাসনকে তুলোধোনা করা হয়েছে। 
মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ আনা হয়েছে, তার মধ্যে রয়েছে বেআইনিভাবে ও নির্বিচারে হত্যা, সংবাদ মাধ্যমের স্বাধীনতাহরণ, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং ধর্মীয় ও জাতিগত হিংসা বৃদ্ধির মতো গুরুতর অভিযোগগুলি। রিপোর্ট প্রকাশের পর বাইডেন প্রশাসনে গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রম বিষয়ে ভারপ্রাপ্ত সহকারী সচিব এরিন বার্কলের বক্তব্য, ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। মানবাধিকার রক্ষায় ভারতকে আরও যত্নবান হওয়ার জন্য তাঁরা আগেও বলেছেন। গুরুত্বপূর্ণ বিষয়টি ফের জোরের সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এটা আকস্মিক কিছু নয়, যুক্তরাষ্ট্র প্রশাসনের সংশ্লিষ্ট প্রতিনিধিরা ভারত এবং আমেরিকার নাগরিকসমাজের সঙ্গে নিয়মিত মিলিত হন। একে অপরের সঙ্গে মতামত বিনিময় করেন এবং দু’পক্ষের বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখেনও তাঁরা। উপযুক্ত পদক্ষেপের জন্য ভারত সরকারও যাতে তাঁদের সঙ্গে আলোচনা করে সেই ব্যাপারে ভারতকেও অনুপ্রাণিত করা হয়। ভারতে সরকারি কাজের সমস্ত স্তরে জবাবদিহির অভাব এতটাই যে দোষীদের রেহাই পেয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। এই প্রসঙ্গে পুলিস এবং সংশোধনাগার বিভাগের মাধ্যমে যে নির্যাতন চলে তা এককথায় অমানবিক। আটক এবং গ্রেপ্তারের অনেক ঘটনার সঙ্গেই যে আইন ও বিচারের কোনও সম্পর্ক নেই, এককথায়, বহু অন্যায় ঩নির্বিচারেই চলছে—তাও খোলাখুলি জানানো হয়েছে মার্কিন প্রশাসনের তরফে। এই প্রসঙ্গে উল্লেখ করতে হয়, মিডিয়া এবং সাংবাদিকদের দুর্দশা ও দুর্দিনের কথা। ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা, সমাবেশ-জমায়েতের উপর খবরদারি, মানুষে-মানুষে মেলামেশায় বাধা, প্রতিবাদ আন্দোলনের স্বাধীনতাহরণ প্রভৃতি নিয়েও এই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। অভিযোগ, লঙ্ঘিত হচ্ছে নাগরিকের দেশত্যাগ এবং শরণার্থীদের অধিকার। ভারতে সরকারি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন প্রশাসনের রিপোর্ট। তাদের আরও অভিযোগ, নানা অজুহাতে হয়রানি চলছে দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির। মার্কিন বিদেশমন্ত্রী টনি ব্লিঙ্কেন বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং শ্রমিকের অধিকার পরস্পর সম্পর্কযুক্ত। গণতন্ত্রের ধারাবাহিক উন্নয়নের জন্য এই অধিকারগুলির অধিক সুরক্ষা জরুরি। 
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি ঠিক কীরকম, বিদেশ দপ্তরের তরফে মার্কিন কংগ্রেসে তার বিস্তারিত রিপোর্ট পেশ করা বাধ্যতামূলক। আর সেই রিপোর্টেই বেরিয়ে এসেছে ভারতে ব্যক্তিস্বাধীনতা এবং মানবাধিকারের কঙ্কালসার চেহারা। এ থেকে কেউ কেউ ভাবতে পারেন যে মোদি সরকারের দিনকাল ভালো যাচ্ছে না। কিন্তু বিষয়টি যে মোটেই অতটা হালকাভাবে নেওয়ার নয়। একটি নির্বাচিত সরকারের চূড়ান্ত পরিচয় কোনওভাবেই দলীয় নয়। যেমন ভারত সরকার এদেশের সব মানুষের—যাঁরা এনডিএ, বিজেপি বা মোদিকে ভোট দেননি তাঁদের ক্ষেত্রেও এই কথা সমানভাবে প্রযোজ্য। সরকারের ভালো-মন্দ, উত্থান-পতন, খ্যাতি-অখ্যাতির ভাগ দেশের সবার। তাই এই বিষয়ে প্রতিটি নাগরিকের উদ্বেগ থাকা স্বাভাবিক। এই অপমান তাঁদের সবার। একের পর এক আন্তর্জাতিক রিপোর্টে, বছরের পর বছর ভারতের এই যে মলিন ছবি প্রকাশিত হচ্ছে, তাতে এটাই প্রমাণ হয় যে ভারত ‘নামেই তালপুকুর ঘটি ডোবে না’। বৃহত্তম গণতন্ত্রের মর্যাদা উদ্ধার করতে ভারতকে আগামী দিনে বহু বহু অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সবকিছুকে পাশ্চাত্যের ঈর্ষা কিংবা অন্যায় সমালোচনা বলে ফের উড়িয়ে দিলে ভারতের বাস সেই তিমিরেই রয়ে যাবে।
23rd  March, 2023
পদ্মের চেনা ছক!

লোকসভা ভোটের আগে নিজেকে ‘ঈশ্বরের আশীর্বাদ ধন্য বরপুত্র’ হিসেবে প্রচার করেছিলেন নরেন্দ্র মোদি। ভোটের ফল ঘোষণার পর দেখা গেল আশীর্বাদ নয়, যেন পরমাত্মার ‘অভিশাপ’ নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলেন তিনি। বিশদ

সাইনবোর্ডের সাধনা 

যার নয়-এ হয় না, তার হয় না নব্বই-তেও। জনপ্রিয় বাংলা প্রবাদটি বঙ্গ বিজেপির সঙ্গে একেবারে লাগসই। একুশের বিধানসভা ভোটে রামধাক্কা খেয়েছিল তারা।
বিশদ

26th  July, 2024
ভারতরক্ষা নয় আত্মরক্ষা

সবকা সাথ সবকা বিকাশ। বিকশিত ভারত। আত্মনির্ভর ভারত। প্রধানমন্ত্রীর কুর্সি দখল করার আগে নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছিল স্থায়ী, স্থিতিশীল ও মজবুত সরকার। লক্ষ্যটা ছিল পরিষ্কার—ক্রমশ দুর্বল হয়ে আসা কংগ্রেস। বিশদ

25th  July, 2024
মোদির নয়া সঙ্ঘ-প্রীতি

জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যার ঘটনার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছিল। এজন্য ১৯৪৮ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস’কে নিষিদ্ধ ঘোষণা করেন। সেই নিষেধাজ্ঞা পরবর্তীকালে শর্তসাপেক্ষে প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার। বিশদ

24th  July, 2024
হিটলারি ফতোয়া!

লোকসভা নির্বাচনের প্রচারে সংখ্যালঘু মুসলিম বিপদ বোঝাতে হিন্দু নারীদের মঙ্গলসূত্র খোয়ানোর ভয় দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে নাকি হিন্দু নারীদের মঙ্গলসূত্র, সোনা-দানা নিয়ে মুসলিমদের তা দিয়ে দেবে।
বিশদ

23rd  July, 2024
দুর্দিন দ্রুত কেটে যাক

সংরক্ষণ বিরোধী আন্দোলনে প্রায় একমাস যাবৎ বিপর্যস্ত বাংলাদেশ। বিপর্যয়ের মাত্রা কমার লক্ষণ নেই, বরং বাড়ছে প্রতিনিয়ত। মূলত সে-দেশের ছাত্রসমাজের একাংশ আন্দোলন শুরু করলেও পরবর্তীকালে তাতে যুক্ত হয়ে গিয়েছে নানা পক্ষ। বিশদ

22nd  July, 2024
ভরসা থাকুক আদালতে

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশ। আন্দোলনের নেতৃত্বে সে দেশের ছাত্রছাত্রীরা থাকলেও পরিস্থিতির সুযোগ নিতে শাসক বিরোধী নানা শক্তি পথে নেমে পড়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের লক্ষ্য হল, এই ক্ষোভকে পুঁজি করে সরকার ফেলে দেওয়া। বিশদ

21st  July, 2024
অন্দরেই ক্ষোভের বিস্ফোরণ!

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! মাস দেড়েক আগে শেষ হওয়া লোকসভা ভোটের প্রচারে নিজেকে ‘ঈশ্বরের বরপুত্র’ বলে ঘোষণা করেছিলেন তিনি। তিনি ‘নন বায়োলজিক্যাল’, এমন কথা বলতেও দু’বার ভাবেননি। বিশদ

20th  July, 2024
হায়, মুমকিন ও গ্যারান্টি!

চমক, চমক আর চমক! এটাই হল মোদি সরকারের আসল মূলধন। জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদির পদার্পণটাই ছিল ভারতের ক্ষমতার অলিন্দে সবচেয়ে বড় চমক। বিজেপি চমক দিয়েছিল প্রধানমন্ত্রীর কুর্সিতে মোদিকে বসিয়ে।
বিশদ

19th  July, 2024
কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়

স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা অকেজো হয়ে গেলে কী করণীয়, তা ঠিকমতো জানেনই না রেলকর্মীরা, মনে করেন সিআরএস। বিশদ

18th  July, 2024
অবশেষে বৃদ্ধের আক্কেল দাঁত

একে সংসদীয় গণতন্ত্র, তার উপর বহুদলীয় ব্যবস্থা। তাই লড়াইটা প্রতিটি দিনের, প্রতি মুহূর্তেরও। বিশদ

17th  July, 2024
সহানুভূতি!

কুড়ি বছরের যুবকের করা গুলির আঘাতে কি সাপে বর হল ডোনাল্ড ট্রাম্পের? শনিবার মার্কিন মুলুকের সন্ধ্যার ঘটনার পর সব আলোচনাকে ছাপিয়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশদ

16th  July, 2024
আসল ম্যাজিশিয়ান

কোনও কোনও পাওয়া, না-পাওয়ার চেয়েও বেদনার এবং অস্বস্তিকর। এমনই এক অনাকাঙ্ক্ষিত প্রাপ্তিযোগ ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কোনও সন্দেহ নেই, এই প্রথম কোনও অকংগ্রেসি সরকার টানা তিনবার বসল দিল্লির তখতে; নেহরুর রেকর্ডও ছুঁয়েছেন, কিন্তু এমন হ্যাটট্রিকের কীর্তিস্থাপনের দিনেও মোদির মুখের হাসি চওড়া কিংবা কোনোভাবে উজ্জ্বলও দেখায়নি।
বিশদ

15th  July, 2024
‘উন্নততর’ অসাম্য!

কথাটা বাম আমলের শেষ দশ বছরে খুব জনপ্রিয় হয়েছিল। তখন সদ্য মুখ্যমন্ত্রী হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর আমলে নতুন কিছু করে দেখানোর তাগিদে একটি নতুন স্লোগান বাজারে আনে সিপিএম। ‘উন্নততর বামফ্রন্ট’। সেই ‘উন্নততর’ বামফ্রন্টের স্বরূপ বোঝাতে শিল্পায়নকে ‘পাখির চোখ’ করেন জ্যোতি বসুর উত্তরসূরি।
বিশদ

14th  July, 2024
স্বাভাবিক!

নিজের বা দলের স্বার্থে বহু রাজনীতিক অহরহ অসত্য কথা বলেন, এটা প্রায় প্রবাদে পরিণত। একইভাবে সংসদে দাঁড়িয়ে মাননীয় মন্ত্রী মশাই নির্বিকার চিত্তে স্বজ্ঞানে ভুল তথ্য ও পরিসংখ্যান পরিবেশন করছেন, এমন নজিরও মোটেই বিরল নয়। কিন্তু দীর্ঘ নীরবতা ভেঙে যখন কোনও প্রধানমন্ত্রী সংসদে মুখ খোলেন, তখন ধরে নেওয়া যেতে পারে, ধারে ও ভারে তাঁর কথার ওজন থাকবে, ফাঁকা বুলি আওড়াবেন না তিনি।
বিশদ

13th  July, 2024
কুর্সির পর বাণিজ্য

রামের চেয়ে প্রিয় চরিত্র এই ভারতে সম্ভবত আর নেই। তাই কোটি কোটি ভারতবাসী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রামকেই তার সঙ্গী হিসেবে প্রার্থনা করে। মা-বাবা তাঁর প্রিয় সন্তানের নাম রাখেন রাম কিংবা রামকে জড়িয়ে, যাতে সন্তানের মঙ্গল হয় এবং সন্তানকে ডাকতে গিয়ে রামনামটিও বার বার নেওয়া যায়। বিশদ

12th  July, 2024
একনজরে
আলুর দাম কমানোর চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার। ফের এই দাবি করলেন খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী অরূপ রায়। শুক্রবার বণিকসভা আইসিসি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে টাস্ক ফোর্স বিভিন্ন বাজারে হানা দিচ্ছে। ...

পুরসভার জলের লাইনের মিটার চুরি করার অভিযোগে দুই যুবককে উত্তরপাড়া থানার পুলিস গ্রেপ্তার করেছে। গত কয়েকদিন ধরে সন্ধ্যায় ও রাতে উত্তরপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড ও সংলগ্ন এলাকায় জলের একাধিক মিটার চুরি হয়। ...

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে ছুরিকাঘাতের পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও। শুক্রবার দেখা গেল, উন্মুক্ত গেট। নিরাপত্তারক্ষী থাকলেও করা হচ্ছে না তল্লাশি। ক্যাম্পাস দিয়ে অবাধে ...

পার্লারে মোটা টাকার কাজ দেওয়ার টোপ দিয়ে নাবালিকাদের অন্ধকার জগতে নামানো হচ্ছে। একবার এই জগতে পা রখলে আর তাদের ফেরার পথ থাকছে না। বর্ধমান ও দুর্গাপুরে একটি চক্র তাদের বিপথে চালনা করছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। এই চক্রটি তাদের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৬৯৪: ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে
১৭৬১: পানিপথের তৃতীয় যুদ্ধ শুরু
১৮৪৪: ব্রিটিশ বিজ্ঞানী জন ডালটনের মৃত্যু
১৯০৯: ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের জন্ম 
১৯২০: বিমান চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু
১৯২২: লোকসঙ্গীত শিল্পী, সুরকার ও গীতিকার - বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যাঁর অবদান অসীম সেই নির্মলেন্দু চৌধুরীর জন্ম
১৯৩১: ভারতের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব ও অগ্নিযুগের বিপ্লবী কানাইলাল ভট্টাচার্যের মৃত্যু
১৯৫৫: অস্ট্রেলিার ক্রিকেটার অ্যালান বর্ডারের জন্ম
১৯৬০: শিবসেনা প্রধান উদ্ধব থ্যাকারের জন্ম
১৯৬৩: ভারতীয় নেপথ্য সঙ্গীতশিল্পী এবং কর্ণাটকী সঙ্গীত বিশেষজ্ঞ কে. এস. চিত্রার জন্ম
১৯৬৭:  অভিনেতা, চিত্রনাট্যলেখক তথা পরিচালক রাহুল বসুর জন্ম
১৯৬৯: দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের জন্ম
১৯৯০: অভিনেত্রী কৃতি স্যাননের জন্ম
১৯৯২: অভিনেতা আমজাদ খানের মৃত্যু
১৯৯৬: আটলান্টা ওলিম্পিকস চলাকালীন সেন্ট্রাল ওলিম্পিক পার্কে বিস্ফোরণে হত ১ মহিলা, আহত ১১১
২০০৫: আরব সাগরে ভারতের একটি তেল ও গ্যাস উত্তোলন মঞ্চ অগ্নিকান্ডে ধ্বংস হয়
২০১৫: প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের মৃত্যু 



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৩.২৬ টাকা ৮৪.৩৫ টাকা
পাউন্ড ১০৬.৪৬ টাকা ১০৯.১২ টাকা
ইউরো ৮৯.৭৬ টাকা ৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৬৮,৫০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৬৮,৮৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৬৫,৪৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮১,৬৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮১,৭৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ শ্রাবণ ১৪৩১, শনিবার, ২৭ জুলাই ২০২৪। সপ্তমী ৪০/২৫ রাত্রি ৯/২০। রেবতী নক্ষত্র ১৯/৩৫ দিবা ১/০। সূর্যোদয় ৫/৯/৪৪, সূর্যাস্ত ৬/১৬/২৪। অমৃতযোগ দিবা ৯/৩২ গতে ১/১ মধ্যে। রাত্রি ৮/২৭ গতে ১০/৩৭ মধ্যে পুনঃ ১২/৫ গতে ১/৩২ মধ্যে পুনঃ ২/১৫ গতে ৩/৪৩ মধ্যে। বারবেলা ৬/৪৮ মধ্যে পুনঃ ১/২২ গতে ৩/০ মধ্যে পুনঃ ৪/৩৮ গতে অস্তাবধি। কালরাত্রি ৭/৩৮ মধ্যে পুনঃ ৩/৪৮ গতে উদয়াবধি।
১১ শ্রাবণ ১৪৩১, শনিবার, ২৭ জুলাই ২০২৪। সপ্তমী রাত্রি ১২/৫৬। রেবতী নক্ষত্র অপরাহ্ন ৫/২১। সূর্যোদয় ৫/৮, সূর্যাস্ত ৬/২০। অমৃতযোগ দিবা ৯/৩০ গতে ১/২ মধ্যে এবং রাত্রি ৮/২৯ গতে ১০/৩৮ মধ্যে ও ১২/৪ গতে ১/৩০ মধ্যে  ২/১৩ গতে ৩/৩৯ মধ্যে। কালবেলা ৬/৪৭ মধ্যে ও ১/২৩ গতে ৩/২ মধ্যে ও ৪/৪১ গতে ৬/২০ মধ্যে। কালরাত্রি ৭/৪১ মধ্যে ও ৩/৪৭ গতে ৫/৯ মধ্যে। 
২০ মহরম।

ছবি সংবাদ

এই মুহূর্তে
কলকাতা লিগ: ডায়মন্ড হারবার এফসি ২-১ গোলে হারাল উয়াড়ি অ্যাথলেটিককে

26-07-2024 - 05:10:58 PM

এশিয়া কাপের ফাইনালে ভারত
এশিয়া কাপের ফাইনালে উঠল ভারতীয় মহিলা দল। শুক্রবার শ্রীলঙ্কার ডাম্বুলায় ...বিশদ

26-07-2024 - 04:58:59 PM

উপত্যকায় ৭ সন্দেহভাজনের অনুপ্রবেশ, সতর্কতা জারি
ফের উপত্যকায় উত্তেজনা। জম্মু এবং পাঞ্জাবের পাঠানকোট অঞ্চলে এক মহিলা ...বিশদ

26-07-2024 - 04:50:38 PM

কলকাতা লিগ: ডায়মন্ড হারবার এফসি ২-উয়াড়ি অ্যাথলেটিক ১ (৬৩ মিনিট)

26-07-2024 - 04:39:32 PM

কলকাতা লিগ: ডায়মন্ড হারবার এফসি ২-উয়াড়ি অ্যাথলেটিক ০ (৬১ মিনিট)

26-07-2024 - 04:36:52 PM

চিত্তরঞ্জন লোকোমোটিভে অগ্নিদগ্ধ অস্থায়ী কর্মী
কাজ চলাকালীন চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানায় বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হলেন এক অস্থায়ী ...বিশদ

26-07-2024 - 04:08:05 PM