Bartaman Patrika
সম্পাদকীয়
 

বাংলাই সেরা বিনিয়োগ গন্তব্য

শুধু কৃষিনির্ভরতা বাংলার চিত্র পাল্টে দিতে পারবে না। বাংলার সার্বিক উন্নতির জন্য শিল্পের বিকাশটাও জরুরি। কৃষির পাশাপাশি শিল্পের উন্নতিই হল একবিংশ শতকের বাংলার চাহিদা। পরাধীন ভারতে প্রকৃতিনির্ভরতার দরুন কৃষির বিকাশ থমকে ছিল। স্বাধীনতার পর ‘সবুজ বিপ্লব’-এর হাত ধরে কৃষিতে যথেষ্ট অগ্রগতি ঘটেছে। খাদ্যসংকট কাটিয়ে ওঠা গিয়েছে। কৃষি উৎপাদনে বৈচিত্র্যও এসেছে। তবু, কৃষকের দারিদ্র এখনও ঘোচেনি। কারণ, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। বহু ক্ষেত্রেই তাঁরা উৎপাদন খরচ তুলতে পারছেন না। একদিকে জমির ভাড়া, অন্যদিকে কৃষিউপকরণের ক্রমবর্ধমান দাম এবং ঋণের উপর বিপুল সুদ—সব মিলিয়ে কৃষকের হিমশিম অবস্থা। তার উপর রয়েছে জনসংখ্যার বিপুল বৃদ্ধির সমস্যা। নগরায়ণের চাহিদা অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। দ্রুত কমছে কৃষিজমি। পুরনো কৃষক পরিবারগুলি ক্রমান্বয়ে ভাগ হয়ে যাওয়ার ফলে জোতের আকারও ছোট হয়ে আসছে। ছোট ছোট আকারের জোত নিয়ে চাষআবাদ ক্রমশ অলাভজনক হয়ে পড়ছে। এই ধরনের জমিজমা বড় পরিবারগুলির আর্থিক সংস্থানে অপারগ।
ফলে, নতুন প্রজন্ম লেখাপড়া শিখে কৃষির বাইরে অন্য পেশায় অথবা চাকরিবাকরির দিকেই ঝুঁকছে। এই নতুন ধরনের কর্মসংস্থানের জন্য নতুন নতুন শিল্প গড়া জরুরি হয়ে পড়েছে। আধুনিক শিল্পের প্রয়োজন বাংলার কৃষির স্বার্থেও। কৃষিতে অনেকখানি উন্নতি হলেও বিকাশের সম্ভাবনা এখনও বিপুল। কিন্তু, কৃষির সেই বিকাশের জন্য শিল্পের ‘সাপোর্ট’ খুবই জরুরি। যেমন আলু, টমেটো, নানাবিধ সব্জি, আম, লিচু, পেয়ারা, তরমুজ, আনারস প্রভৃতি উৎপাদনের জন্য কৃষকের যে দাম প্রাপ্য এখানে তার সামান্য শতাংশও পাওয়া যায় না। একইভাবে ন্যায্য দাম থেকে বঞ্চিত দুধ, ডিম, মাংস, মাছ প্রভৃতি উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও। যদি রাজ্যে এইসব কৃষিজপণ্যনির্ভর আধুনিক শিল্পে জোয়ার আনা যেত তবে কৃষকের হাসি চওড়া হতো নিঃসন্দেহে। কৃষি এবং কৃষিনির্ভর শিল্পবিকাশের আশীর্বাদ হিসেবে পরবর্তী ধাপে বাংলায় আসার কথা বাকি সমস্ত ধরনের আধুনিক শিল্প। শিল্পের সমস্ত পরিবেশ বাংলায় বিদ্যমান। তার সঙ্গে বাড়তি পাওনা সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। এই সত্য দেরিতে হলেও বুঝেছিলেন সিপিএমের বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি স্লোগান তুলেছিলেন—‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ’। কিন্তু, জঙ্গি শ্রমিক আন্দোলনের মদতদাতাদের বিশ্বাস করতে পারেননি লগ্নিকারীরা।
কথায় কথায় বন্‌ধ হরতাল ধর্মঘটে দাঁড়ি টেনে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার ফলে, এই জমানায় আর কর্মদিবস শ্রমদিবস বিশেষ নষ্ট হয় না। এই সরকারের উন্নয়ন প্রচেষ্টা অক্লান্ত ও আন্তরিক। এই মজবুত সরকার আইনশৃঙ্খলারক্ষার প্রশ্নেও আপসহীন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার রাজনৈতিক ভিত্তিও ক্রমশ দোর্দণ্ড হচ্ছে। বাংলার ক্ষেত্রে এই ঘুরে দাঁড়ানো অভূতপূর্ব ব্যাপার। এই অসম্ভবকে সম্ভব করেই দেশ-বিদেশের শিল্পমহলের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আমাদের পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার কলকাতায় শুরু হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিখুঁত আয়োজনে আর উদ্দীপনায় চমৎকৃত হলেন ৩৬টি দেশ থেকে আসা অতিথিরা এবং মুকেশ আম্বানি, সঞ্জীব পুরী, সজ্জন জিন্দাল, রাজেন ভারতী মিত্তাল, নিরঞ্জন হিরানন্দানি, সঞ্জীব গোয়েঙ্কাদের মতো দেশীয় শীর্ষ শিল্পপতিরা। লগ্নি আকর্ষণের বার্তা কতখানি সফলভাবে দিতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা টের পাওয়া গেল প্রথম দিনেই ৪০ হাজার কোটি টাকার লগ্নিপ্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে। সম্মেলনের দ্বিতীয় দিনে তথা চূড়ান্ত পর্বে সেই প্রস্তাব ২ লক্ষ ৮৪ হাজার ২৮৮ কোটি টাকার শীর্ষ স্পর্শ করেছে! এই সম্মেলনে মোট ৮৬টি ‘মউ’ স্বাক্ষর হয়েছে। মুখ্যমন্ত্রীর আশা, এই বিপুল বিনিয়োগের আশীর্বাদে বাংলায় আগামী দিনে আট-দশ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে চলেছে। সরকারকে এই লক্ষ্যে আরও আন্তরিকতার সঙ্গে পদক্ষেপ করতে হবে, যাতে প্রতিটি প্রস্তাব চূড়ান্ত বিনিয়োগে রূপান্তরিত হতে পারে। জলেই জল বাধে। অতএব এই সাফল্যের সূত্রে আমরা আশা করব, বাংলাই হয়ে উঠতে চলেছে আগামী দিনের সেরা বিনিয়োগ গন্তব্য। শিল্পসমৃদ্ধ বাংলা হয়ে ওঠাই এখন সময়ের অপেক্ষা।
09th  February, 2019
বিজ্ঞাপনে যুবশক্তি

ভারতের আগামী দিনের অগ্রগতিতে নতুন প্রজন্মকে আরও অনেক বেশি কাজে লাগানো দরকার। নয়া ভারত গড়তে তাই নয়া প্রজন্মকে কাছে টানতেই হবে। মন জয় করতে হবে তাদের। তাই বলে অভিজ্ঞতার মূল্যকে অস্বীকার করে নয়।
বিশদ

স্বাস্থ্য ক্ষেত্রে বিপ্লব

 ক্ষমতায় বসার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করেছিলেন, যাঁদের ভোটের উপর ভরসা করে তিনি দীর্ঘ ৩৪ বছরের একচেটিয়া বাম শাসনের অবসান ঘটিয়েছেন, সেই সাধারণ মানুষের সমস্যার সমাধানকেই করতে হবে পাখির চোখ।
বিশদ

12th  February, 2019
লগ্নির জন্য তৈরি রাজ্যের জমিও

 বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বিনিয়োগের যে সুনামি আছড়ে পড়েছে এরাজ্যে, তাকে বরণ করে নিতে যে পর্যাপ্ত জমি রয়েছে, সেকথাও জানিয়ে দেওয়া হয়েছে দেশের তাবড় উদ্যোগপতিদের। তাও যে সে পরিমাণে নয়, শিল্প গড়ার জন্য এই মুহূর্তে রাজ্যের হাতে জমি আছে ১০ হাজার একরেরও উপর।
বিশদ

11th  February, 2019
নোট ফাঁস: রাফাল ও বোফর্স

 ১৯৮৬ সাল। অন্য একটি খবর সংক্রান্ত বিষয়ে সেই সময় সুইডেনে ছিলেন চিত্রা সুব্রহ্মণ্যম। ‘দি হিন্দু’র সাংবাদিক। রেডিওতে খবর চলছিল। তাঁর কানে এল কয়েকটা চেনা নাম। এবং তার থেকেও পরিচিত একটি পদবি—গান্ধী। বিরাট দুর্নীতির খবর। ভারতে। বোফর্স কেলেঙ্কারি।
বিশদ

10th  February, 2019
বেচারাম!

 বাস্তব অভিজ্ঞতায় দেখা যায় কোনও পরিবারের একটি প্রজন্ম বহু পরিশ্রমে এবং মেধার সঠিক ব্যবহারে সম্পদ গড়ে তোলে। ওই প্রজন্ম নতুন নতুন সম্পত্তি ক্রয় করে। তারা তখন কেনারাম বলে চিহ্নিত হয়। পরবর্তী প্রজন্ম যোগ্য উত্তরসূরি হলে সেই সম্পদকে আরও বাড়িয়ে তোলে। তাতে পরিবার আরও সমৃদ্ধ হয়।
বিশদ

08th  February, 2019
আসল মেজাজে ফিরছে ভোট

 দেশজুড়ে হইচই ফেলে দেওয়া সারদা চিটফান্ড মামলাটি ২০১৪ সালের। এই মামলায় সারদার কর্ণধার সুদীপ্ত সেন, সংস্থার অন্যতম কর্ত্রী দেবযানী মুখোপাধ্যায়কে এবং কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকেও ধাপে ধাপে গ্রেপ্তার করেছে সিবিআই। কিন্তু, এই দীর্ঘদিনেও এই অপরাধের কিনারা করতে পারেনি তারা।
বিশদ

07th  February, 2019
জনমুখী উদ্যোগ

দেশে কর্মসংস্থানের হাল বিশেষ সুবিধের নয়। মোদি সরকারের ভোটমুখী বাজেটও কর্মসংস্থানের বিশেষ কোনও দিশা দেখাতে পারেনি। ন্যাশনাল স্যাম্পেল সার্ভের খসড়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশে বেকারত্বের হার ৬.১ শতাংশ। সাধারণ চাকরিজীবীর সংখ্যাও দেশের জনসংখ্যার তুলনায় বেশ কম।
বিশদ

06th  February, 2019
প্রতিবাদে ফের অগ্নিদীপ্ত মমতা

এক সময় মানুষ তাঁকে বলতেন, অগ্নিকন্যা। তাঁর ভিতরে যে লড়াইয়ের আগুনটা ছিল সেটা প্রতিবাদের মধ্য দিয়ে ঝলসে উঠত। মানুষ জানতেন, মমতা মানেই অন্যায়ের বিরুদ্ধে আপোসহীন এক যোদ্ধা। তৃণমূল স্তরের মানুষের স্বার্থের সন্ধানেই তাঁর পথ হাঁটা। সেই ভাবনা থেকেই তিনি দলের নামকরণ করেছিলেন তৃণমূল কংগ্রেস।
বিশদ

05th  February, 2019
বাজল ভোটের দামামা

ফের একটা ভোটের ঢাকে কাঠি পড়ে গেল। যে ঢাকের বাদ্যিতে আম জনতার হৃদয় নেচে ওঠার বদলে বুক কেঁপে ওঠার প্রহর গোনা শুরু হল। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক ব্যবস্থা অনুশীলনের প্রাকলগ্নে ঘরে ঘরে এখন একটাই আতঙ্ক ছড়িয়ে পড়ছে—এই ভোট রক্তপাতহীন, নির্বিঘ্ন ও নিরাপদে হবে তো? আর কয়েকদিন পরেই ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে।
বিশদ

04th  February, 2019
বাজেট রাজনীতি ও কর্মসংস্থান

 এই সরকারের কর্তাব্যক্তিরা সবাই জানেন, দেশে কর্মসংস্থানের হাল কতটা খারাপ। সরকারি চাকরি বলতে সম্প্রতি রেলের বেশ কিছু নিয়োগ। এছাড়া সেই অর্থে না হয়েছে নতুন কোনও উল্লেখযোগ্য শিল্প, না কৃষিক্ষেত্রে ব্যাপক কিছু সুরাহা। তাহলে কর্মসংস্থানটা হবে কীভাবে?
বিশদ

03rd  February, 2019
বাজেটে মরিয়া মোদি

 দ্বিতীয়বার ক্ষমতায় আসার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কতটা মরিয়া, তা দেখিয়ে দিল তাঁর সরকারের অন্তর্বর্তী বাজেট। ভোট-অন-অ্যাকাউন্টের যাবতীয় রীতি কার্যত লঙ্ঘন করেই একাধিক বড় ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী পীযূষ গোয়েল।
বিশদ

02nd  February, 2019
রাজনীতি!

 আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষিত না হলেও দেশজুড়ে লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গিয়েছে বলাই যেতে পারে। আগামী মাস তিনেকের মধ্যেই ভোটপর্ব শুরু হয়ে যাওয়ার কথা। একশো পঁচিশ কোটি মানুষের বাসভূমি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে লোকসভা ভোট একটি মহাযজ্ঞের মতোই।
বিশদ

01st  February, 2019
বাঁচুক সরকারি শিক্ষাব্যবস্থা

বাম আমলে হাজারটা ক্ষোভের মধ্যে একটির কারণ ছিল অসংখ্য অবসরপ্রাপ্ত শিক্ষক সময়মতো পেনশন এবং গ্র্যাচুইটি পাননি। এমনও গুরুতর অভিযোগ পাওয়া যেত যে অবসরকালীন আর্থিক পাওনাগন্ডা বহু শিক্ষক জীবদ্দশাতেই পাননি; তাঁদের বিধবা পত্নীরাও আদালতের দরজার দরজায় হত্যে দিয়ে দিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন!
বিশদ

31st  January, 2019
মন জয়ের প্রতিযোগিতা

গরিব, কৃষক, মধ্যবিত্তের মন পেতে দেশের রাজনৈতিক নেতাদের মরিয়া প্রচেষ্টা থেকেই স্পষ্ট লোকসভা নির্বাচন আসন্ন। গরিব মধ্যবিত্তের ভোটটা একটা বড় ফ্যাক্টর। বলা যায়, আগামী একমাস দেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ সময়। হাতে আর বেশি সময় নেই মোদি সরকারের।
বিশদ

30th  January, 2019
শিল্পে নয়া দিশা 

দীর্ঘদিনের জট অবশেষে কাটল। যা আদতে শিল্পজগতের পক্ষে অত্যন্ত আনন্দের খবরই বলা চলে। কারণ, রাজ্য সরকার বিনিয়োগে জোয়ার আনতে বিভিন্ন এলাকায় জমির সংস্থান রেখে শিল্প তালুক তৈরি করেছে অনেকদিনই হল। সেখানে বিরাট অঙ্কের জমি খালিও পড়ে রয়েছে। 
বিশদ

29th  January, 2019
বঙ্গের ভাণ্ডারে বিবিধ রতন 

‘হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন’...কবি মাইকেল মধুসূদন দত্ত বহুকাল আগেই রত্নগর্ভা বাংলাদেশকে এই বলেই সম্বোধন করেছিলেন। একেবারে ঠিক উপলব্ধি। আবার ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত হলেন আরও একজন বাঙালি। যিনি আবার প্রাক্তন রাষ্ট্রপতিও।  
বিশদ

28th  January, 2019
একনজরে
 পালঘর, ১২ ফেব্রুয়ারি (পিটিআই): প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে মহারাষ্ট্রের পালঘর জেলার বাইসর থেকে গ্রেপ্তার করা হল ২৩ বছরের এক যুবককে। মঙ্গলবার পুলিস জানিয়েছে, রবিবার হোটেলে আটকে রেখে ফয়জল সাইফি নামে ওই যুবক প্রাক্তন প্রেমিকাকে ধর্ষণ করে। ...

 চেন্নাই, ১২ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে ভালো পারফরম্যান্সের সুবাদে আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা জাগিয়ে তুলেছেন পেস অলরাউন্ডার বিজয় শঙ্কর। তিনি বলেছেন, ‘ভারতীয় দলে থাকার সুবাদে সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছি। ...

সংবাদদাতা, গাজোল: মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট বাসস্ট্যান্ডের পরিকাঠামো উন্নয়নের কাজ শীঘ্রই শুরু হচ্ছে। এজন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ২০ লক্ষ টাকা অনুমোদন করেছে। বাসস্ট্যান্ডকে ওই টাকায় ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হচ্ছে।   ...

সংবাদদাতা, রামপুরহাট: নাতির উপনয়নের জন্য সোনার গয়না কিনে বাড়ি ফেরার পথে কেপমারদের খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন রামপুরহাট থানার খরুণ গ্রামের প্রাক্তন শিক্ষক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের জনবহুল কামারপট্টি মোড়ে।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য, ব্যবসায় গোলোযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যের অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম
১৯৩১ - ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে নয়াদিল্লিতে স্থানান্তর হয়।
১৯৪৫: অভিনেতা বিনোদ মেহরার জন্ম
১৯৬০: ফ্রান্সের সফল পরমাণু পরীক্ষা
১৯৮৫: টেনিস খেলোয়াড় সোমদেব দেববর্মনের জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.০৪ টাকা ৭১.৭৪ টাকা
পাউন্ড ৮৯.৬৫ টাকা ৯২.৯০ টাকা
ইউরো ৭৮.৪৪ টাকা ৮১.৪২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৪০৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১, ৬৯৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,১৭০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪০,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪০,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩০ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ২৩/৫২ দিবা ৩/৪৭। কৃত্তিকা ৪০/৩৩ রাত্রি ১০/২৭। সূ উ ৬/১৪/১৩, অ ৫/২৭/৫২, অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ৯/৫৮ গতে ১১/২৮ মধ্যে পুনঃ ৩/১২ গতে ৪/৪৩ মধ্যে। রাত্রি ৬/১৯ গতে ৮/৫১ মধ্যে পুনঃ ১/৫৮ গতে উদয়াবধি। বারবেলা ৯/২ গতে ১০/২৬ মধ্যে পুনঃ ১১/৫১ গতে ১/১৫ মধ্যে, কালরাত্রি ৩/২ গতে ৪/৩৮ মধ্যে।
২৯ মাঘ ১৪২৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯, বুধবার, অষ্টমী ১০/৩৭/৩১। কৃত্তিকানক্ষত্র সন্ধ্যা ৫/৫৭/২৪, সূ উ ৬/১৫/২৬, অ ৫/২৬/৭, অমৃতযোগ দিবা ৭/৪৪/৫১ মধ্যে ও ৯/৫৯/০ থেকে ১১/২৮/২৫ মধ্যে ও ৩/১১/৫৯ থেকে ৪/৪১/২৪ মধ্যে এবং রাত্রি ৬/১৭/২৪ থেকে ৮/৫১/১৬ মধ্যে ও ১/৫৯/০ থেকে ৬/১৫/২৫ মধ্যে, বারবেলা ১১/৫০/৪৬ থেকে ১/১৪/৩৬ মধ্যে, কালবেলা ৯/৩/৬ থেকে ১০/২৬/৫৬ মধ্যে, কালরাত্রি ৩/৫২/২৫ থেকে ৫/২৮/৩৬ মধ্যে।
৭ জমাদিয়স সানি
এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৮৭৯: স্বাধীনতা সংগ্রামী ও কবি সরোজিনী নাইডুর জন্ম১৯৩১ - ব্রিটিশ ...বিশদ

07:03:20 PM

ঝাড়গ্রামে গাড়ি উল্টে জখম ৬ মাধ্যমিক পরীক্ষার্থী
মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে জখম ৬ ...বিশদ

05:14:00 PM

কাটোয়ায় পরীক্ষার সেন্টার থেকে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থীনি, চাঞ্চল্য 

03:33:32 PM

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ পরিদর্শনে মন্ত্রী গৌতম দেব 

02:27:00 PM

দমদমে সুড়ঙ্গে আটকে গেল মেট্রো
ফের বিভ্রাট মেট্রোয়। এদিন বেলা ১২:৫৮ মিনিটে দমদম ও বেলগাছিয়ার ...বিশদ

02:23:00 PM