পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
সময়সূচি-সংক্রান্ত সমস্যার জেরে বাসের কর্মীদের মধ্যে এদিন গণ্ডগোল বেধেছিল। তার জেরেই এই রুটে অচলাবস্থা দেখা দেয়। তাই আগামী সপ্তাহে আরামবাগে পরিবহণ দপ্তরে বাস চলাচলের নির্দিষ্ট সময়সূচি নিয়ে বৈঠক হবে।
আরামবাগের বাস মিনিবাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্য বলেন, এই রুটে ২৫টি বাস চলে। তিনটি দূরপাল্লার এক্সপ্রেস বাস। নিয়ম মেনে বাস চলাচলের দাবিতে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। তার ভিত্তিতে এদিন থানায় বৈঠক হয়। রবিবার থেকে নিয়ম মেনে বাস চলবে।
হুগলি ইন্টার-রিজিয়ন এক্সপ্রেস বাস মালিক সমিতির সম্পাদক গৌতম ধোলে বলেন, এদিন থানার বৈঠকে আমাদের সংগঠনের সদস্যরা গিয়েছিলেন। আপাতত সমস্যা মিটেছে। বাস চলাচলের সময়সূচি ঠিক করতে পরিবহণ দপ্তরের সঙ্গে বৈঠক হবে। -নিজস্ব চিত্র