পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
এক আধিকারিক বলেন, বাংলার বাড়ি প্রকল্পে কোনও নেতা বা জনপ্রতিনিধির হস্তক্ষেপ কাজে লাগেনি। প্রশাসনের আধিকারিক এবং কর্মীরা তালিকা যাচাই করেছেন। একাধিকবার তাঁরা গ্রামে গিয়েছেন। উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন। যাঁদের পাকাবাড়ি রয়েছে তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যাঁদের মাটির বাড়ি রয়েছে তাঁরাই বাড়ি পাচ্ছেন। এছাড়া প্রায় ২০০ ভূমিহীনকেও বাড়ি দেওয়া হচ্ছে। জমি পাট্টা দেওয়ার পর বাংলার বাড়ি প্রকল্পে তাঁদের টাকা দেওয়া হবে। প্রাথমিক তালিকা তৈরির পর তা বিডিও অফিসগুলির ডিসপ্লে বোর্ডে লাগানো হয়। তালিকা দেখে আমজনতা নিজেদের মতামত জানিয়েছিলেন। পরে সেই তালিকা গ্রামসভায় পাঠানো হয়। সেখানেও গ্রামের লোকজনরা মতামত জানিয়েছেন। সেই তালিকা ব্লক লেভেল কমিটির কাছে আসে। ফের তা যাচাই করা হয়। সবশেষে জেলা কমিটি চূড়ান্ত তালিকা তৈরি করে। বিডিওদের বিশেষভাবে তালিকা দেখার জন্য বলা হয়। তালিকা ব্লক লেভেল কমিটির কাছে আসার পরও বহু অযোগ্য উপভোক্তার নাম তালিকা থেকে বাদ যায়। তারপরও কোনও পাকাবাড়ি মালিকের নাম তালিকায় থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।-নিজস্ব চিত্র