পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
গোয়ালপাড়া সেতুর কাছে নদীর সৌন্দর্য ক্যামেরাবন্দি করছিলেন হুগলির উত্তরপাড়ার সুমন্ত দাস। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। সুমন্তবাবু বলেন, বহু বছর ধরে বোলপুরে আসছি। এখানকার সবকিছুই আমার চেনা। তবে, সময়ের সঙ্গে সঙ্গে সব যে অচেনা হয়ে যাচ্ছে। কোপাই সেই আগের অবস্থায় নেই। তাই বর্ষায় নদী উপচে জল গ্রামে ঢুকছে। চরে চাষ হচ্ছে। নদীর পাড় থেকে কিছুটা দূরে প্রাচীর দিয়ে ঘেরা হয়েছে। নদীর গতিপথ এভাবে আটকে গেলে সমস্যা তো হবেই। বোলপুরে জমির দাম আগুন। এই নদীও হয়তো একদিন মাফিয়াদের গ্রাসে চলে যাবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, অতীতে বহুবার আদিবাসীরা সরব হয়েছেন। নদী দখলের অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছিলেন রূপপুর পঞ্চায়েতের কমলাকান্তপুরের বাসিন্দারাও। একটি বেসরকারি সংস্থা নদীর পাড়ের কিছুটা অংশ জবরদখল করেছিল। কংক্রিটের প্রাচীর দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের আন্দোলনে সেবার প্রশাসনের টনক নড়ে। আধিকারিকরা এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের অভিযোগের সত্যতাও পান। দীর্ঘ আইনি লড়াইয়ের পরে সেই নির্মাণ ভাঙা হয়।
গোয়ালপাড়ায় নদীপাড়ের মাঠে এক বৃদ্ধ গোরু চরাচ্ছিলেন। তিনি বলেন, বোলপুরে এক জমি একাধিকবার বিক্রি হয়। দালালরা ঘুরে ঘুরে দেখে, কোন জমি ফাঁকা রয়েছে। নদীর পাড়ে একটি জমি কতবার বিক্রি হল তার ঠিক নেই। ওরা কোপাইয়ের পাড় দখলেরও চেষ্টা করছে। কিন্তু আমরা তা হতে দেব না। প্রয়োজনে প্রাণ দেব। এই নদী আমাদের ঐতিহ্য। স্থানীয় বাসিন্দারা বলেন, এই এলাকার মাফিয়াদের খাসজমি দখলের একটা কৌশল রয়েছে। প্রথমে তারা ব্যক্তি মালিকানায় থাকা জমি কিনে নেয়। তারপর ধীরে ধীরে পাশের খাসজমি প্রাচীর দিয়ে নিজেদের কব্জায় নেয়। এই দৃষ্টান্ত এখানে বহু রয়েছে। বহু খাসজমি আবার নকল দলিল করে বিক্রিও করা হয়েছে বলে অভিযোগ। খাসজমি দখলের জন্য তারা নীরবে অভিযান চালায়। তেমনভাবেই কোপাই দখলেও তারা ‘সাইলেন্ট অপারেশনে’ নেমেছে। এই নদীকে বাঁচাতে আদিবাসীরা জোট বেঁধেছেন। তাঁদের বক্তব্য, প্রাণ দেব তবু নদী দখল করতে দেব না। কবিতায় উঠে আসা এঁকেবেঁকে যাওয়া এই নদী বাঁচাতে তাঁরা শপথ নিয়েছেন। এই মুহূর্তে সেটাই জমি মাফিয়াদের পথের কাঁটা হয়ে গিয়েছে।
কসবা পঞ্চায়েতের প্রধান নিমাই মুর্মু বলেন, কোপাই আমাদের ঐতিহ্য। কোপাইয়ের পাড়ে ইকো-ট্যুরিজম পার্ক গড়ার পরিকল্পনা রয়েছে। তবে কেউ বেআইনিভাবে পাড় দখলের চেষ্টা করলে আমরা রুখে দেব।