পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
অনুষ্ঠানে বিধায়ক গৌতম পাল বলেন, জেলার ন’টি ব্লকের মধ্যে ইসলামপুর মহকুমার করণদিঘি, গোয়ালপোখর, হেমতাবাদ, রায়গঞ্জে ভুট্টা চাষ করেন প্রায় এক লক্ষ চাষি। তাই মাঝামাঝি জায়গা করণদিঘিতে ভুট্টা হাব করা হচ্ছে।
জেলার করণদিঘি, গোয়ালপোখর ও হেমতাবাদে প্রায় ৮০ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়। কিন্ত কৃষকরা ভুট্টার বীজ সংরক্ষণ থেকে শুরু করে বিক্রি করতে অনেক অসুবিধার মধ্যে পড়েন। হাব হলে ভুট্টা বীজ সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির সঙ্গে চাষিরা সরাসরি যুক্ত হতে পারবেন। রবিবার তিন একর জমিতে ভুট্টা হাবের কাজের সূচনা হয়েছে। প্রকল্প শেষ হলে প্রায় দু’শো জনের কর্মসংস্থান হবে। কৃষি দপ্তরের আধিকারিক শুভজিৎ সরকার জানিয়েছেন, জেলার চাষিরা মূলত ভুট্টা, ধান ও সর্ষে চাষের সঙ্গে যুক্ত ছিলেন। তবে গত ১০ বছরে ভুট্টা চাষের পরিমাণ বেড়েছে করণদিঘি, হেমতাবাদ, রায়গঞ্জ, গোয়ালপোখর এলাকায়। চাষিদের দীর্ঘদিন দাবি ছিল ভুট্টা বিক্রি ও বীজ সংরক্ষণ করার জন্য একটি হাবের। সেই কাজ শুরু হয়েছে। জেলার এক লক্ষ চাষি এই প্রকল্পে উপকৃত হবেন। জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন, প্রায় ৩ কোটি ৮৮ লক্ষ টাকায় হাব তৈরি হবে। - নিজস্ব চিত্র।