পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
ময়নাগুড়ি বাজার অত্যন্ত ঘিঞ্জি। তারমধ্যে বাজারের বেশিরভাগ দোকানই কাঠের। বাজারে যত্রতত্রর ঝুলে আছে বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটিতে উন্মুক্ত তার থেকে বিপদের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী পুলক সাহা বলেন, প্রায় প্রতিটি খুঁটিতেই কুন্ডলী পাকিয়ে আছে বিদ্যুৎবাহী তার। এমনই একটি খুঁটির নীচে আমার দোকান। এটা চিন্তার বিষয়। কোনওভাবে শর্ট সার্কিট থেকে আগুন ছড়ালে বিপুল ক্ষতির মুখোমুখি হবেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ দপ্তরের উচিত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের।
ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান অনন্তদেব অধিকারী বলেন, আমরা বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরের দৃষ্টি আকর্ষণ করব। ময়নাগুড়ি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সুমিত সাহা বলেন, আমরা চাই উন্মুক্ত তারগুলিতে কভারের ব্যবস্থা করা হোক।
উল্লেখ্য, কিছুদিন আগেই ময়নাগুড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি পাটের গোডাউন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মজুত লক্ষাধিক টাকার পাট পুড়ে ছাই হয় সেই অগ্নিকাণ্ডে। সেই সময় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন, স্থানীয় একটি বিদ্যুতের ট্রান্সফরমারে বিকট শব্দ হয়। এরপরেই সেই পাটের গোডউানে আগুন লেগে যায়। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই কারণে বাজার এলাকার বৈদ্যুতিক তারগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি উঠেছে ব্যবসায়ীদের দিক থেকে।