পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
চাঁচল হরিশ্চন্দ্রপুর ৩১ জাতীয় সড়কের ধারে শান্তি মোড়ে রয়েছে পুকুরটি। অভিযোগ, রাতে ও দিনে মাটি ফেলে ভরাট করা হচ্ছে পুকুরটি। কৌশল করে পুকুর পাড়ে মাটি ফেলে তা বুজে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে পুকুরটিতে মাছ চাষ হয়। সারাবছরই জল থাকে। এলাকায় কোথায় আগুন লাগলে প্রথমে এই পুকুর থেকেই জল এনে নেভানোর চেষ্টা করেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা সুমিত সরকারের অভিযোগ, পাড় বাঁধাইয়ের নামে জলাভূমি বুজিয়ে ফেলা হচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। আর এক বাসিন্দা রিটন রজকের কথায়, পুকুরে স্নান করার জন্য পাকা ঘাট রয়েছে। সেখানে নিয়মিত স্নান সহ অন্যান্য কাজে জল ব্যবহার করা হয়। পুকুরটি বুজিয়ে ফেলার চক্রান্ত হচ্ছে। চাঁচল ১ ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক অমিত দাস বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অনিয়ম হলে পদক্ষেপ হবে।
(এই পুকুরটিই ভরাটের অভিযোগ উঠেছে।-নিজস্ব চিত্র)