পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
তারপরেও বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন ও মন্দিরে হামলার ঘটনা থামছে না। এবার জামালপুরের একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাটের খবর মিলল। বৃহস্পতিবার রাতে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশানের কালীমন্দিরে হামলা চালায় দুষ্কৃতীরা। সেখানে ছ’টি প্রতিমা ভাঙচুর করা হয়। পাশাপাশি প্রতিমার সোনার অলঙ্কার ও দানবাক্সের টাকা চুরি হয়। মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার জানান, বৃহস্পতিবার সন্ধ্যাতেও মন্দিরে পুজো হয়েছে। শুক্রবার ভোরে পুজোর সময় দেখা যায়, মন্দিরের গেট ভাঙা ও ভিতরের সব প্রতিমা ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিস ও সেনাবাহিনীর সদস্যরা। যদিও এখনও কাউকেই গ্রেপ্তার করা হয়নি।
এদিকে, আজ, শনিবার শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বাংলাদেশজুড়ে একাধিক কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামি লিগ। সোশ্যাল মিডিয়া পেজে হাসিনার দল জানিয়েছে, মীরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের তরফে শ্রদ্ধা জানানো হবে। এরপর ধানমান্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হবে। এছাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, রায়ের
বাজারের বধ্যভূমিতেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে। গত নভেম্বরে শহিদ নূর হোসেন দিবসে রাস্তায় নেমেছিলেন আওয়ামি লিগের কর্মী-সমর্থকরা। সেই সময় পুলিস, আধাসেনা মোতায়েন করে সেই কর্মসূচি আটকে দেওয়া হয়। শনিবারও একই পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করছে অনেকে।