পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
২০২২ সালে দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি কিম কিওন হি-কে ডায়োর কোম্পানির তরফে ওই বিলাসবহুল হাতব্যাগ উপহার দেওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই কিমের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সরব হন বিরোধীরা। ওই উপহার গ্রহণের বিষয়টি বিষয়টি প্রকাশ্যে আসে ২০২৩ সালের নভেম্বরে। একটি ইউটিউব চ্যানেল কিমের এই গোপন ভিডিয়ো ফুটেজ প্রকাশ করে। দেখা যায়, চোই নামে এক যাজক কিমের দপ্তরে এসে তাঁকে প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকার অর্থাৎ ২,২৫০ ডলার মূল্যের ডায়োরের ব্যাগ উপহার দিচ্ছেন। এরপরই গোটা দেশে হইচই পড়ে যায়। কারণ সেই দেশের দুর্নীতি বিরোধী আইন অনুযায়ী, সর্বোচ্চ পদে থাকা ব্যক্তি ও তাঁর স্ত্রীর ২ হাজার ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণ করতে পারেন না। এক্ষেত্রে কিমের বিরুদ্ধে ঘুষ নেওয়া ও সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সরব হন বিরোধীরা। পরে আইনি প্রক্রিয়া শুরু হলেও সেখান থেকে বেঁচে যান কিম। এনিয়ে প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর দাবি, তাঁদের বদনাম করতেই ষড়যন্ত্র করা হয়েছিল। পরের দিকে আরও জানা যায়, ওই যাজক নিজের ঘড়িতে লুকোনো ক্যামেরা দিয়ে পরিকল্পিতভাবে এই ভিডিও বানিয়েছিলেন। তবে এই পুরো ঘটনা প্রেসিডেন্টকে তাঁর দলের লোকজন সহ দেশবাসীর কাছে ভিলেন বানিয়ে দেয়।