পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
অতুলের ভাই বিকাশ কুমারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিস। নিকিতার বাড়ি উত্তরপ্রদেশের জৌনপুরে। সেইমতো বেঙ্গালুরু পুলিসের চার সদস্যের একটি দল জৌনপুরে পৌঁছয়। এরপর নিকিতা সিংহানিয়া, তাঁর মা নিশা, ভাই অনুরাগ ও কাকা সুশীলকে তিন দিনের মধ্যে থানায় হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এনিয়ে তাঁদের একটি নোটিসও দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, একাধিক তথ্য পাওয়া গিয়েছে। তা খতিয়ে দেখার জন্যই নিকিতা ও তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি। গত সোমবার সকালে অতুল সুভাষের আত্মহত্যার খবরটি সামনে আসে। ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধারের পাশাপাশি ২৪ পাতার একটি সুইসাইড নোটও মেলে। এখানেই শেষ নয়। মৃত্যুর আগে দেড় ঘণ্টার ভিডিও রেকর্ড করেছিলেন তিনি। সেখানে স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, মানসিক হেনস্তা সহ একাধিক অভিযোগ তুলেছিলেন অতুল।