পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
কমিশনের চেয়ারম্যান পারমার রবি মনুভাই অবশ্য তেজস্বীর এই দাবি মানতে রাজি নন। তিনি বলেন, ‘ইতিমধ্যে পরীক্ষা ১৮ অক্টোবর থেকে পিছিয়ে ৪ নভেম্বর করা হয়েছিল। প্রায় পাঁচ লক্ষ পরীক্ষার্থী তাঁদের নাম নথিভুক্ত করেছেন। সেক্ষেত্রে তাঁদের সঙ্গে অবিচার করা হবে। ১৩ ডিসেম্বরের পরীক্ষার জন্য যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছে।’ সার্ভারে সমস্যার অভিযোগ খারিজ করে কমিশনের চেয়ারম্যানের পাল্টা দাবি, ‘অক্টোবর থেকে পরীক্ষা নভেম্বরে পিছনোর সঙ্গে সঙ্গে আরও ১ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী তাঁদের নথিভুক্ত করেছেন। তখন সার্ভারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল না। এবার পরীক্ষা না নিলে আগামী এপ্রিল-মে মাসের আগে সময় পাওয়া যাবে না।’