পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
বুধবার রাতে মুম্বইয়ের শিবাজি পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎই শ্যুটিং সেটে ঢুকে পড়ে অভিযুক্ত। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় নিরাপত্তারক্ষীরা তাকে আটকায়। তখন ওই ব্যক্তি হুমকি দিয়ে বলে ‘বিষ্ণোইকে ডাকব কি?’ এরপরই তাকে আটক করে শিবাজি পার্ক থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পুলিস। ওই ব্যক্তির সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন শ্যুটিং সেটের একজন জুনিয়র আর্টিস্ট। যদিও এনিয়ে অভিনেতার তরফে কিছু জানানো হয়নি। শ্যুটিং দেখতে বাধা পেয়ে ওই ব্যক্তি রেগে বিষ্ণোইয়ের নাম করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে নন-কগনিজেবল মামলা দায়ের হয়েছে। এক্ষেতের অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আদালতের অনুমতি প্রয়োজন। এদিকে বাবা সিদ্দিকি খুনের ঘটনার তদন্তে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে পুলিসের। জানা গিয়েছে, ওই এনসিপি নেতার মতোই পরিণতি হতে পারত সলমনের। জেরায় এমনটাই জানিয়েছে খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত। মুম্বই পুলিসের এক কর্তা বলেন, সলমনকেও খুনের পরিকল্পনা করেছিল ধৃতরা। সেজন্য অভিনেতার বাড়ির সামনে রেইকি করেছিল। কিন্তু নিরাপত্তার কারণে তাদের সেই পরিকল্পনা ভেস্তে যাই। এরপরেই বাবা সিদ্দিকিকে টার্গেট করে তারা।