পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
২০১৫ সালে ক্ষমতার অপব্যবহার করে ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রামরহিমকে ‘সুবিধা’ পাইয়ে দেওয়ার ওঠে বাদলের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতে তাঁকে দোষী সাব্যস্ত করে প্রতীকী শাস্তি দিয়েছিল ‘অকাল তখত’। তাঁকে স্বর্ণমন্দির সহ একাধিক গুরুদ্বারে সাফাই কর্মে শামিল হওয়ার নিদান দেওয়া হয়। এই সাজা পালনের জন্য বুধবার স্বর্ণমন্দিরে গিয়ে হামলার মুখে পড়েন বাদল। পুলিসের তৎপরতায় রক্ষা পান তিনি। ঘটনায় খালিস্তানি জঙ্গি নারায়ণ সিং চৌরাকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবারও দীর্ঘক্ষণ স্বর্ণমন্দির চত্বরে ছিলেন চৌরা। সিসি ক্যামেরার ফুটেজে সেই দৃশ্য ধরা পড়েছে। অমৃতসরের এডিসিপি হরপাল সিং একথা জানিয়েছেন।
বাদলের উপর আক্রমণের কারণ জানতে সবদিক খতিয়ে দেখছে পুলিস। দফায় দফায় ধৃতকে জেরা করা হচ্ছে। এবিষয় অমৃতসরের পুলিস কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার বলেন, ‘কোন মানসিকতা থেকে সুখবীর বাদলের উপর হামলা চালিয়েছিলেন চৌরা? এর পিছনে কোনও সংগঠন বা রাজনৈতিক অভিসন্ধি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে সহানুভূতি অর্জনের চেষ্টার বিষয়টিও আমাদের নজরে রয়েছে।’