পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
টাস্ক ফোর্সের রিপোর্ট অনুযায়ী, ভিন রাজ্য থেকে আসা নতুন আলু শুক্রবার কলকাতার পাইকারি বাজারে বিক্রি হয়েছে ২২ টাকা কেজি দরে। বৃহস্পতিবার পাইকারি বাজারে দাম ছিল ২৫ টাকা। এন্টালিসহ কয়েকটি খুচরো বাজার ঘুরে টাস্ক ফোর্সের সদস্যরা দেখেছেন, বাইরে থেকে আসা নতুন আলু ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর হিমঘরে রাখা পুরনো জ্যোতি আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। টাস্ক ফোর্সের দাবি, পুরনো আলুর দাম কেজিতে ২ টাকা কমেছে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ, কলকাতা ও সংলগ্ন এলাকায় অনেক খুচরো বাজারে এখনও নতুন আলু ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে! টাস্ক ফোর্সের মতে, নতুন আলু কলকাতার খুচরো বাজারে এখন ২৮ টাকার বেশি হওয়া উচিত নয়। আগামী দিনে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ থেকে আলুর জোগান আরও বাড়বে। তাই দাম আরও কমা উচিত। দুটি রাজ্যে নতুন আলু বেশি পরিমাণে উঠতে শুরু করার পর দাম নামতে শুরু করেছে। সেখানে ১৬-১৭ টাকা কেজি দরে নতুন আলু বিক্রি হচ্ছে। বেশি দাম পাওয়ার জন্য ব্যবসায়ীরা কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পাইকারি বাজারে আলু পাঠিয়ে দিয়েছেন।
এদিকে হিমঘরে থাকা আলুর দামও কমছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানান, ভিন রাজ্য থেকে সরবরাহের পরিমাণ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হিমঘরে মজুত আলুর চাহিদা কমছে। ফলে দামও নামছে। হিমঘর থেকে এখন ২৪-২৫ টাকা কেজি দরে আলু বেরচ্ছে। হিমঘরের আলু ভিন রাজ্যে পাঠানোর উপর বিধিনিষেধ রাজ্য সরকার তুলে না নিলে সমস্যা তৈরি হবে। কিন্তু এই ব্যাপারে শুক্রবার পর্যন্ত কোনও আশ্বাস মেলেনি বলে তাঁর দাবি।