নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় দু’টো নবোদয় বিদ্যালয় চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমবঙ্গের দু’টি সহ সারা দেশে মোট ২৮টি নতুন নবোদয় বিদ্যালয় খোলার কথা এদিন জানিয়েছে কেন্দ্র। ২০২৪-২৫ অর্থবর্ষ থেকে ২০২৮-২৯ আর্থিক বছর পর্যন্ত এই খাতে মোট খরচের পরিমাণ ধরা হয়েছে ২ হাজার ৩৫৯ কোটি ৮২ লক্ষ টাকা। বর্তমানে সারা দেশে চালু নবোদয় বিদ্যালয়ের সংখ্যা ৬৫৩টি। প্রত্যেক নবোদয় বিদ্যালয়ে ৫৬০ জন করে ছাত্রছাত্রী পড়াশোনার সুযোগ পান। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে যে, সারা দেশে ৮৫টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলা হবে। যদিও কেন্দ্রীয় বিদ্যালয়ের এই নয়া তালিকায় পশ্চিমবঙ্গের নাম নেই। ২০২৫-২৬ অর্থবর্ষ থেকে পরবর্তী আটটি আর্থিক বছর পর্যন্ত এই খাতে কেন্দ্র খরচ করবে মোট ৫ হাজার ৮৭২ কোটি ৮ লক্ষ টাকা। এই মুহূর্তে মোট চালু থাকা কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা ১ হাজার ২৫৬টি। প্রতি কেন্দ্রীয় বিদ্যালয়ে ৯৬০ জন পড়ুয়া পড়াশোনার সুযোগ পান। কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য ৫ হাজার ৩৮৮টি এবং নবোদয়ের জন্য ১ হাজার ৩১৬টি রেগুলার পোস্ট তৈরির সিদ্ধান্তও এদিন নেওয়া হয়েছে।
একইসঙ্গে আগামী বছর দিল্লি বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে শুক্রবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি। দিল্লি মেট্রোর ফেজ-ফোরের অনুমোদন দেওয়া হয়েছে। রিঠালা-নারেলা-কুণ্ডলির ২৬ কিলোমিটার অংশ জুড়ে যাবে এর ফলে। কেন্দ্র জানিয়েছে, এই পর্যায়ের কাজ বাস্তবায়িত হলে দিল্লি এবং হরিয়ানা মেট্রো নেটওয়ার্কের মাধ্যমে জুড়ে যাবে। অর্থাৎ, ভোটের আগে দিল্লিবাসীর জন্য আগাম গিফট!