পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
অগ্নিকাণ্ডের সময় হরিপদবাবু বাড়িতে ছিলেন না। স্থানীয় বাসিন্দারা আগুন লেগেছে দেখতে পান। তাঁরা বালতি করে জল নিয়ে নেভানোর চেষ্টা করেন। গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে আসে। ততক্ষণে বাড়ির অধিকাংশ ভস্মীভূত। হরিপদ জানা বলেন, ‘বাজারে গিয়েছিলাম। বাড়ির বাকিরাও কেউ ছিলেন না। কীভাবে আগুন লাগল বুঝতে পারছি না। সব জিনিসপত্র পুড়ে গিয়েছে। নগদ ২৫ হাজার টাকাও পুড়ে গিয়েছে। এই শীতে কীভাবে রাত কাটাব বুঝে উঠতে পারছি না।’ গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডল বলেন, ‘ওই অসহায় পরিবারকে পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্য
করা হবে।’