পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
জানা গিয়েছে, শুক্রবার রাত দশটা নাগাদ সোনার দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন প্রশান্তবাবু। তাঁর সঙ্গে থাকা পিঠব্যাগে ছিল ১১০ গ্রাম সোনার গয়না, প্রায় ৩০ গ্রাম সোনার বিস্কুট, নগদ ১৫ হাজার টাকা। এছাড়াও দোকানের চাবি ও এটিএম কার্ড ছিল ব্যাগের মধ্যে। অভিযোগ, স্টেশন রোডের কাছেই একটি অন্ধকার জায়গায় মুখে রুমাল বাঁধা অজ্ঞাতপরিচয় দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁর রাস্তা আটকায়। এরপর প্রশান্তবাবুর পিঠব্যাগটি ছিনতাই করার চেষ্টা করে। বাধা দিতে গেলে তাঁকে রাস্তায় ফেলে রীতিমতো মারধর করে দুষ্কৃতীরা। এরপর একটি আগ্নেয়াস্ত্র বের করে গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র দেখিয়েই গয়না ও টাকা ভর্তি ব্যাগটি ছিনতাই করে মৌরিগ্রামের দিকে চম্পট দেয় ওই দুই দুষ্কৃতী।
প্রশান্তবাবু বলেন, ওরা যখন আমার ব্যাগটি নিয়ে পালাচ্ছিল, তখন স্থানীয় একজনকে সঙ্গে নিয়ে ওদের পিছু ধাওয়া করার চেষ্টা করি। কিন্তু মুহূর্তেই ওরা অন্ধকারে মিলিয়ে যায়। বিয়ের অর্ডারের বেশ কিছু গয়না ছিল ব্যাগে। জানি না এখন কী হবে। থানায় অভিযোগ জানিয়েছি। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলেন, হয়তো বেশ কিছুদিন ধরেই দুষ্কৃতীরা প্রশান্তবাবুর উপর নজর রাখছিল। তাছাড়া জায়গাটা অন্ধকার হওয়ার কারণে ওখানে চুরি ছিনতাইয়ের ঘটনাও দিন দিন বাড়ছে। পুলিসি নজরদারির অভাবেই এমনটা ঘটছে।