পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, ‘১৪ ডিসেম্বর রয়েছে প্রচুর বিয়ের অনুষ্ঠান। তাই নাগরিক স্বার্থে জল বন্ধ করার সময়সূচি পাল্টানো হয়েছে। শনিবারের বদলে সোমবার সকাল ছ’টা থেকে ন’টা পর্যন্ত সরবরাহ স্বাভাবিক থাকবে। তারপর জল সরবরাহ বন্ধ করা হবে। ১৭ ডিসেম্বর, মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক হবে পরিষেবা।’
পানীয় জল সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, পলতা জলপ্রকল্প সহ টালা ট্যাঙ্ক এবং সরবরাহের সঙ্গে যুক্ত বিভিন্ন পাম্পিং স্টেশনে নির্দিষ্ট সময় অন্তর কিছু কাজ করতে হয়। এছাড়া কয়েকটি জায়গায় পাইপলাইনে ফাটল ধরা পড়েছে। এর জন্য জল অপচয় হচ্ছে। সেই ফাটল মেরামতের কাজও হবে। এর ফলে শ্যামবাজার, মানিকতলা, হাতিবাগান, খান্না, উল্টোডাঙা, শিয়ালদহ, বেলেঘাটা, কাঁকুড়গাছি, এন্টালি, পার্ক সার্কাসের একাংশ, বাগবাজার, শোভাবাজার, গিরিশ পার্ক, ধর্মতলা সহ উত্তর, পূর্ব এবং মধ্য কলকাতা মিলিয়ে ৭০টি ওয়ার্ডে সরবরাহে বিঘ্ন ঘটবে। কসবাতেও একই অবস্থা থাকবে। বিধাননগরে টালা থেকে জল সরবরাহ হয়, তাই সেখানেও বন্ধ থাকবে জল।