পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের নগরথুবা আক্রামপুর এলাকায় বাড়ি ওই গৃহবধূর। আগে তিনি পরিচারিকার কাজ করতেন। স্বামী ও দুই ছেলে সকালেই কাজে বেরিয়ে যান। রাত ১০টার পর তাঁরা বাড়িতে ফেরেন। দিনভর বাড়িতে একাই থাকেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঘরেই ছিলেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল। রাতে বাইরে বেরতেই দেখেন দরজার বাইরে দিকের পাল্লায় একটি কাগজ সাঁটানো। নীচে পড়ে রয়েছে মদের খালি বোতল। কাগজের লেখা— ‘সাবধান। আমরা হলাম ধর্ষক। আগামী পাঁচদিনের মধ্যে রাতে বাড়িতে এসে তোকে তুলে নিয়ে যাব। ১৫ জন মিলে ধর্ষণের পর বাড়িতে ফিরিয়ে দিয়ে যাব।’ এছাড়াও নানা অশ্লীল কথা লেখা ছিল ওই কাগজে। চিঠির একেবারে নীচে লেখা রয়েছে, ইতি— ধর্ষক অজিদা, বাংলাদেশ। এই চিঠি দেখার পর থেকেই পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। শুক্রবার এক ছেলেকে সঙ্গে নিয়ে গৃহবধূ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে এই এলাকায় রয়েছি। কখনও এমন ঘটনার সম্মুখীন হইনি। আমাদের সঙ্গে কারও শত্রুতা নেই। কারা এই কাজ করেছে, সেটাই বুঝতে পারছি না। পুলিস এসেছিল। আমি চাই, যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।’
হাবড়া থানার পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।