পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
উল্লেখ্য, অমিত শাহ বাংলার জন্য ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছিলেন। তার সময়সীমা ছিল গত নভেম্বর। কিন্তু বঙ্গে বিজেপির সদস্য সংগ্রহের দৈন্যদশার তথ্যই পৌঁছয় দিল্লিতে। এরপর এরাজ্যের নেতারা ওই সময়সীমা বৃদ্ধির জন্য বায়না ধরেন। তাতে সাড়া দিয়ে সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু তারপরও অভীষ্ঠ লক্ষ্যের ধারেকাছেও পৌঁছতে পারেনি বাংলার প্রধান বিরোধী দল।
মঙ্গল পান্ডের বক্তব্য, এখনও পর্যন্ত রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ হয়েছে মাত্র ২৬ লক্ষ ৯৩ হাজার, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। হাতে সময় আর মাত্র ১২-১৩ দিন, তার মধ্যে যদি নেতৃত্ব পাশ করতে পারেন তো ভালো। ১০০ নম্বরের পরীক্ষায় পাশ মার্ক ৩৪। কিন্তু মেম্বারশিপের প্রশ্নে শতাংশের হিসেব বলছে, এখনও পর্যন্ত রাজ্য নেতারা মাত্র ২৬.৬৩ শতাংশ নম্বর পেয়েছেন! একইসঙ্গে ধাপে ধাপে সংগঠনে বদলের ইঙ্গিতও দিয়েছেন বিহার রাজ্য বিজেপির এই প্রাক্তন সভাপতি।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে পার্টির সর্বোচ্চ পদে বসানোর মতো যোগ্য নেতা মিলছে না বলে দলের অন্দরে চর্চা শুরু হয়েছে। কারণ তিনমাস পরেও নতুন রাজ্য সভাপতি নিয়োগ করা যায়নি। পাশাপাশি জেলা, মণ্ডলসহ নিচুতলার সংগঠনেও বদল আসন্ন। বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীর একাধিক রাজ্য ও জেলা নেতার বিরুদ্ধে ভূরিভূরি অভিযোগ জমা পড়েছে দিল্লিতে। সেসব দলীয় স্তরে খতিয়ে দেখা হয়েছে। এখন দেখার, অভিযুক্তদের বিরুদ্ধে দেশের শাসক দল কতটা কড়া হয়, এবং পাশাপাশি সংগঠনে আদৌ ‘নতুন রক্ত’ আসে কি না।