পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
বঙ্গোপসাগরের নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর অগ্রসর হবে। এর প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ পুবালি বাতাস প্রবেশ করবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। অন্যদিকে উত্তুরে শীতল শুষ্ক হাওয়া বিহার-ঝাড়খণ্ডের দিক থেকে আসছে। দুটি বিপরীতধর্মী হাওয়ায় মিশে কোনও কোনও জায়গায় বৃষ্টির মেঘ তৈরি হবে। শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টিব সম্ভাবনা বেশি। আকাশ মেঘলা থাকলেও সর্বত্র বৃষ্টি নাও হতে পারে। ইতিমধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৬ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে সামান্য বেশি ছিল। জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমাঞ্চলে অবশ্য কনকনে শীতের আমেজ আছে। পুরুলিয়াতে এদিনও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি। পশ্চিমাঞ্চলের অন্যসব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির আশপাশে ছিল। উত্তর ভারতের কিছু জায়গায় ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে উত্তুরে হাওয়া সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে।