পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ
অ্যালেন পার্কের অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী যান সেন্ট জেভিয়ার্স কলেজের ক্রিসমাস উদযাপনে। সেখানে তিনি শর্ট স্ট্রিটের নাম বদল করে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স সরণি করার কথা জানান। তার জন্য ফলক লাগিয়ে দেওয়া হবে। এদিন অ্যালেন পার্ক ও জেভিয়ার্স কলেজের অনুষ্ঠানে যিশু খ্রিষ্ট্রের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী। সকলকে ভালোবাসা, একসঙ্গে নিয়ে চলা এবং শান্তি, সংহতি, সম্প্রীতির কথা তুলে ধরেন মমতা। বলেছেন, বাংলা হল সংস্কৃতির পীঠস্থান। বড়দিন উপলক্ষ্যে মমতার লেখা ও সুর দেওয়া একটি গান প্রকাশিত হয়েছে। গানটি গেয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। বাংলায় সব ধর্মের মানুষের সহাবস্থান, যে কোনও অনুষ্ঠানে সবাই একসঙ্গে আনন্দে মেতে ওঠেন, সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন থমাস ডিসুজা, পরিতোষ ক্যানিং, মন্ত্রী ফিরহাদ হাকিম, ইন্দ্রনীল সেন, মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, সাংসদ সুব্রত বক্সি, ডেরেক ও’ব্রায়েন, মালা রায় প্রমুখ। অ্যালেন পার্ক থেকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী দার্জিলিং মেলো টি ফেস্ট, ব্যান্ডেলের সেন্ট ওলাভ চার্চ, শ্রীরামপুর ফেস্টিভাল সহ জেলায় জেলায় ক্রিসমাস উৎসবের সূচনা করেন।