Bartaman Patrika
কলকাতা
 

বাড়ছে ভরসা, জেলায় সরকারি প্রাথমিক
স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ল ১৬ হাজার
উত্তর ২৪ পরগনা

বিশ্বজিৎ মাইতি, বারাসত: সরকারি প্রাথমিক স্কুলের রুগ্ন চেহারা দেখতে অভ্যস্ত সাধারণ মানুষ। পঠনপাঠনের মান, শিক্ষকদের দায়বদ্ধতা, সিলেবাসের মতো নানা বিষয় নিয়ে প্রশ্ন তোলেন বহু মানুষ। কিন্তু করোনাপর্বে সরকারি স্কুল সম্পর্কে সাধারণের ধারণা অনেকটাই বদলেছে। কারণ, এক বছরের বেশি সময় ধরে প্রাথমিক স্কুলে পঠন-পাঠন বন্ধ থাকলেও স্কুলগুলিতে পড়ুয়া ভর্তির সংখ্যা বাড়ছে। অবাক করার মতো ঘটনা হলেও উত্তর ২৪ পরগনায় এখন এটাই বাস্তব। গত বছরের তুলনায় এবার ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় ১৬ হাজার। শিক্ষাদপ্তরের আধিকারিকদের দাবি, রাজ্য সরকারের শিক্ষানীতির কারণেই সরকারি ব্যবস্থার উপর ভরসা বেড়েছে সাধারণ মানুষের। তাই উত্তর ২৪ পরগনায় বেসরকারি স্কুলের দাপাদাপির মধ্যেও বিভিন্ন সরকারি প্রাথমিক স্কুলে পড়ুয়ার সংখ্যা উপচে পড়ছে। 
শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২০ সাল থেকে করোনার ভয়ঙ্কর দাপট দেখছে রাজ্যবাসী। সংক্রমণের হাত থেকে কচিকাঁচাদের রক্ষা করতে গত বছর মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ছাত্রছাত্রীরা কার্যত গৃহবন্দি হয়ে পড়ে। এক বছরেরও বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকায় স্কুলছুটের প্রবণতা বাড়ছে কি না, তা নিয়ে শিক্ষামহলে বিতর্কের অন্ত নেই। কিন্তু পরপর দু’বছর উত্তর ২৪ পরগনার সরকারি প্রাথমিক স্কুলে ছাত্রছাত্রী ভর্তির পরিসংখ্যান শিক্ষাবিদদেরও অবাক করেছে। কারণ, ২০২০ সালে উত্তর ২৪ পরগনায় সরকারি প্রাথমিক স্কুলে প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৪ লক্ষ ২৩ হাজার ২৮০ জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল। ২০২১ সালে ভর্তি হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ৪১৭ জন। অর্থাৎ এক বছরে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে ১৬ হাজার ১৩৭ জন। এই বৃদ্ধি শুধুমাত্র প্রাক-প্রাথমিকে এমনটা নয়। চতুর্থ শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসে উল্লেখযোগ্যভাবে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে। সরকারি পরিসংখ্যানে স্পষ্ট, গত বছরের তুলনায় এবছর প্রাক-প্রাথমিকে ২ হাজার ২৪৪ জন, প্রথম শ্রেণিতে ১ হাজার ৫৩৭ জন, দ্বিতীয় শ্রেণিতে ৩ হাজার ৮৬৯ জন, তৃতীয় শ্রেণিতে ৩ হাজার ৮৬৭ জন ও চতুর্থ শ্রেণিতে সর্বোচ্চ ৪ হাজার ৬২০ জন ছাত্রছাত্রী বেড়েছে। 
শিক্ষাদপ্তরের আধিকারিকদের দাবি, গত বছর থেকে স্কুল বন্ধ থাকলেও মিডডে মিলের খাবার নিয়মিত প্রতিটি স্কুলে দেওয়া হচ্ছে। বর্তমানে প্রতি মাসে চাল, আলু, সয়াবিন, মুসুর ডাল, সাবান, চিনি ও ছোলা ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে। এছাড়াও শিক্ষকরা যেদিন স্কুলে যাচ্ছেন, সেদিন পড়ুয়াদের খোঁজখবর রাখার পাশাপাশি তাদের পঠন-পাঠন ও স্বাস্থ্যেরও খোঁজ নিচ্ছেন। সেকারণে, স্কুলছুটের প্রবণতা অনেকটাই কমেছে ও সরকারি স্কুলের প্রতি সাধারণ মানুষের ভরসা বেড়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, দীর্ঘ লকডাউনে বেসরকারি স্কুলের প্রতি অভিভাবকদের একাংশের মোহভঙ্গ হয়েছে। তাঁরা ঝুঁকছেন সরকারি শিক্ষার দিকে। আধিকারিকদের দাবি, এক বছরের বেশি সময় ধরে সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলেও সেভাবে পঠন-পাঠন হচ্ছে না। অথচ, এই সঙ্কটের সময় ছাত্রছাত্রীদের থেকে প্রতি মাসেই ফি নিচ্ছে তারা। শিক্ষকদেরও সঠিক বেতন দেওয়া হচ্ছে না। তাছাড়া অনলাইন ক্লাস চলাকালীন শিক্ষকরা কীভাবে পড়াচ্ছেন, অভিভাবকরা তা দেখতে পাচ্ছেন। সেই অভিজ্ঞতা অনেক ক্ষেত্রেই সুখকর নয়। এই সব কারণেই সরকারি স্কুলে ভর্তির প্রবণতা আগের থেকে বেড়েছে। উত্তর ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান দেবব্রত সরকার বলেন, রাজ্য সরকার শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের জন্য সঠিক লক্ষ্যে এগচ্ছে। প্রতিটি স্কুলে শিক্ষক নিয়োগ, পরিষ্কার-পরিচ্ছন্ন স্কুল ভবন, আধুনিক সিলেবাস ও ছাত্রছাত্রীদের প্রতি শিক্ষকদের দায়বদ্ধতা দেখে সরকারি স্কুল সম্পর্কে মানুষের আগের ধারণা বদলেছে। পরিকাঠামোগত উন্নতির পাশাপাশি কন্যাশ্রী, বিবেকানন্দ মেরিট স্কলারশিপ, স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মতো সরকারের নানা পদক্ষেপ সরকারি ব্যবস্থার প্রতি আস্থা বাড়িয়েছে মানুষের।

09th  July, 2021
ক্রিসমাস ইভে জমজমাট পার্ক স্ট্রিট, মোতায়েন ৩ হাজার পুলিস, নারী সুরক্ষায় বাড়তি গুরুত্ব

খাস কলকাতায় ভুয়ো পাসপোর্ট সহ গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। শহরতলি থেকে পাকড়াও জঙ্গি। এই পরিস্থিতিতেই চলে এসেছে উৎসব। বুধবার বড়দিন। দুপুরের পর থেকেই ঢল নামবে শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট, ধর্মতলা, বো বারাক, ময়দানে। বিশদ

25th  December, 2024
শ্মশানের কলসি-প্লাস্টিক রোজ পড়ছে, সংস্কারে কোনও নজর নেই প্রশাসনের

খাল ভরে গিয়েছে কচুরিপানায়। দীর্ঘ কয়েক বছর ধরে সেটির সংস্কার হয়নি। জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। এমনকী, স্থানীয় শ্মশানের আবর্জনা, মাটির কলসি নিয়মিত ফেলা হচ্ছে খালে। নজর নেই সেচদপ্তরের। এই অবস্থা জয়নগরের হরিনারায়ণ পঞ্চায়েতের গোঁড়ের হাটের খালের। বিশদ

25th  December, 2024
খুচরো বিক্রেতার ভিড়ে সরগরম মঙ্গলাহাট, বড়দিনের আগে শেষ কেনাকাটা

বড়দিনের আগে শেষ কেনাকাটা। মঙ্গলবার হাওড়ার মঙ্গলাহাটে ভিড় জমিয়েছিলেন জেলার খুচরো বিক্রেতা ও সাধারণ ক্রেতারা। সব মিলিয়ে এবার শীতের বাজার খুব একটা হয়নি বলে মন ভার মঙ্গলাহাটের ব্যবসায়ীদের। তবে তাঁদের আশা জোগাচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আসন্ন পৌষ সংক্রান্তির মেলা। বিশদ

25th  December, 2024
পুণ্যার্থী সমাগমের জন্য গঙ্গাসাগরের ১ নম্বর বিচকে তৈরি করছে প্রশাসন

চারদিকে বালি, নেই ভাঙনের চিহ্ন। গঙ্গাসাগরের আর পাঁচটি সৈকত যেখানে ভেঙেচুরে একাকার, সেখানে এই এক নম্বর সি বিচ যেন একবারে বিপরীত মেরুতে। বর্তমানে এটিই সব থেকে ভালো অবস্থায় আছে। বিশদ

25th  December, 2024
ব্যাগেই রয়ে গেল শীতপোশাক, গলদঘর্ম হয়ে উৎসবে শহরবাসী, বড়দিনেও কি চড়া তাপমাত্রা?

গায়ে সোয়েটার-জ্যাকেট চাপালেই কপালে বিন্দু ঘাম। ঘাড়-গলা-পিঠ ঘেমে ভিজে একসা। কে বলবে মঙ্গলবার ছিল ২৪ ডিসেম্বর! কে বলবে, এই সময় কলকাতায় শীত পড়ে! বিশদ

25th  December, 2024
স্টেশনে আসার পর যাত্রীরা জানতে পারেন ট্রেন বাতিল, শালিমারে বিক্ষোভ

সোমবার সকালে নির্ধারিত সময়ের আগেই স্টেশনে পৌঁছে গিয়েছিলেন যাত্রীদের অনেকে। প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য। অভিযোগ, ট্রেন ছাড়ার খানিক আগে আচমকা রেলের তরফে মেসেজ করে জানানো হয়, সকাল ১০টার ০৭২২৬ শালিমার-সেকেন্দ্রাবাদ স্পেশাল ফেয়ার এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বিশদ

25th  December, 2024
পর্যটন কেন্দ্রে দূষণ রুখতে গুচ্ছ নির্দেশ উলুবেড়িয়া পুরসভার

বড়দিন মানেই পিকনিক, জমিয়ে খাওয়াদাওয়া হইহুল্লোড়। আর পিকনিকের জায়গা যদি নদীর তীরে হয় তাহলে তো সোনায় সোহাগা। তবে পর্যটকদের আনন্দ যাতে পরিবেশের পাশাপাশি নদীকে দূষিত না করে সেই লক্ষ্যে পর্যটন কেন্দ্রগুলিতে একাধিক নির্দেশিকা জারি করল উলুবেড়িয়া পুরসভা। বিশদ

25th  December, 2024
গঙ্গাপাড়ের দুই শহর সেজে উঠেছে বড়দিনের উৎসবে

বড়দিন উপলক্ষ্যে সেজে উঠেছে গঙ্গাপাড়ের দুই শহর হাওড়া ও হুগলি। আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে চার্চগুলি। দেদারে বিকোচ্ছে কেক, সান্টা টুপি, ক্রিসমাস ট্রি। সন্ধ্যা নামতেই গঙ্গার পাড়ে দেখা গেল সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। বিশদ

25th  December, 2024
শ্যামপুরে নদী থেকে অবৈধভাবে সাদা বালি তুলে ইটভাটায়, ধৃত ৪

ইটভাটায় সরবরাহের জন্য নদী থেকে সাদা বালি তুলে মজুত করার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করল শ্যামপুর থানার পুলিস। সোমবার বিকেলে শ্যামপুর ২ নং ব্লকের শশাটি গ্রাম পঞ্চায়েতের ধানকাটা খালের কাছে সাদা বালি, একটা বালি বহনকারী ট্রলার ও একটি টোটো বাজেয়াপ্ত করেছে পুলিস। বিশদ

25th  December, 2024
যাদবপুরের গবেষক থেকে দারোগা! উলটপুরাণের সাক্ষী কলকাতা পুলিস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার গবেষক থেকে কলকাতা পুলিসের দারোগা! দুর্মূল্যের এই চাকরির বাজারে এ হেন উলটপুরাণের সাক্ষী কলকাতা পুলিস। ইউজিসি-নেট উত্তীর্ণ যাদবপুরের গবেষক মিন্টু মল্লিক সম্প্রতি সাব ইনসপেক্টর হিসেবে কলকাতার বেলেঘাটা থানায় যোগ দিয়েছেন।  বিশদ

25th  December, 2024
বারাকপুরে ‘সঞ্জীবনী’ সেলের উদ্বোধন

মানুষ অবসাদে পড়ে নানা অঘটন ঘটায়। তাই মানুষকে অবসাদ থেকে মুক্ত করতে বারাকপুর পুলিস কমিশনারেট তৈরি করেছে সঞ্জীবনী নামে নতুন একটি সেল। এর উদ্বোধন করলেন পুলিস কমিশনার অলক রাজোরিয়া।
বিশদ

25th  December, 2024
সল্টলেকে বৃদ্ধা খুনে যাবজ্জীবন কারাদণ্ড

সল্টলেকে রঙের কাজে এসে বৃদ্ধাকে খুনের অভিযোগ ওঠেছিল এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘ বিচার চলার পর তাকে দোষী সাব্যস্ত করা হয়। মঙ্গলবার সাজা ঘোষণা হল। মুর্শিদাবাদের বাসিন্দা কিরণ তোহার শেখকে (৩০) বারাসতের সপ্তম এডিজে আদালতের বিচারক গার্গী ভট্টাচার্য হোসেন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। বিশদ

25th  December, 2024
ডেঙ্গু-ম্যালেরিয়া ও জঞ্জাল নিয়ে সচেতনতা বৃদ্ধিতে পথনাটিকা, নির্দেশ ৪১ পুরসভাকে

শীতকালীন উৎসবকে কাজে লাগিয়ে অভিনব প্রচার ভাবনা রাজ্যের। ডেঙ্গু, ম্যালেরিয়া সহ বিভিন্ন ধরনের পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ ও জঞ্জাল সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে জনসচেতনতা প্রচারে বিভিন্ন পুরসভা এলাকায় বাজার, মেলা, উৎসব প্রাঙ্গণে নাচে-গানে পথনাটিকার আয়োজন করার নির্দেশ দিয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। দপ্তরের অধীনস্থ রাজ্য নগর উন্নয়ন সংস্থার (সুডা) তরফে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
বিশদ

25th  December, 2024
ফেসবুকে ‘ভুয়ো প্রোফাইল’ খুলে টিটাগড় পুরসভা নিয়ে বিষোদ্গার

‘টিটাগড় কি আওয়াজ’ নামে ফেসবুকে ‘ভুয়ো প্রোফাইল’ খুলে টিটাগড় পুরসভা সম্পর্কে নানা অভিযোগ তুলে ধরা হচ্ছে। আক্রমণের লক্ষ্য পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ। তাঁর বিরুদ্ধে বিল্ডিং প্ল্যান পাশ নিয়ে দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিশদ

25th  December, 2024

Pages: 12345

একনজরে
পাকিস্তানের বিমান হামলা। আফগানিস্তানে ৪৬ জন নিহত। তাঁদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি। তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ জানান, মঙ্গলবার রাতে পাকিতিকা প্রদেশের বারমাল জেলার চারটি এলাকায় হামলা চালায় পাকিস্তান। ...

মাদক বিরোধী অভিযানে সাফল্য অসম পুলিসের। শ্রীভূমি জেলার পুলিস হাতিখিরা এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। ...

শীতের আমেজ গায়ে মেখে বড়দিনে মাতল গৌড়বঙ্গ। চার্চ থেকে বিনোদন পার্ক, রেস্তরাঁ, সিনেমা হল- ভিড় সর্বত্র। দিকে দিকে বসল পিকনিকের আসরও। ছুটির দিনে চলল হই ...

বর্ধমান ও বীরভূমের একশ্রেণির অ্যাম্বুলেন্স চালকের জন্যই বর্ধমানের ভুয়ো ডাক্তারদের রমরমা বেড়েছে। এছাড়া এই দুই জেলায় কিছু দালাল ছড়িয়ে রয়েছে। তারাই রোগীদের নকল নার্সিংহোমে নিয়ে আসত বলে তদন্তে নেমে জানতে পেরেছে প্রশাসন। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পড়ে গিয়ে বা পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ থাকায় সতর্ক হন। কর্মে  উন্নতি ও সাফল্যের যোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৯১- কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজের জন্ম
১৮০১- বাংলা ও মাদ্রাজের জন্য ব্রিটিশদের প্রথম সুপ্রিম কোর্ট গঠন
১৮৩১- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর মৃত্যু
১৮৫০- ভারতের চিকিৎসাশাস্ত্রে সবচেয়ে সম্মানিত ও প্রথম স্যার উপাধিপ্রাপ্ত চিকিৎসক  স্যার কৈলাসচন্দ্র বসুর জন্ম
১৮৯৩- চীনা কমিউনিস্ট পার্টির নেতা মাও সে তুংয়ের জন্ম
১৮৯৯- বিপ্লবী উধম সিংয়ের জন্ম
১৯০৬- অস্ট্রেলিয়ার মেলবোর্নে বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি ‘দি স্টোরি অব দ্য কেলি গ্যাং’ প্রথম প্রদর্শিত হয়
১৯১৩- কলকাতা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথ ঠাকুরকে ডি লিট উপাধি দেয়
১৯১৯- লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়
১৯৪৯- মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করেন বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন
২০০৪- ভয়াবহ সুনামির আঘাত ভারত-সহ ছয়টি দেশে, নিহত আড়াই লক্ষেরও বেশি মানুষ



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৪.২৮ টাকা ৮৬.০২ টাকা
পাউন্ড ১০৪.৮৬ টাকা ১০৮.৫৭ টাকা
ইউরো ৮৬.৮৬ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
25th  December, 2024
পাকা সোনা (১০ গ্রাম) ৭৬,২০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৭৬,৬০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭২,৮০০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৮৮,৪০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৮৮,৫০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

১১ পৌষ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪। একাদশী ৪৬/৩ রাত্রি ১২/৪৪। স্বাতী নক্ষত্র ২৯/৩৮ সন্ধ্যা ৬/১০। সূর্যোদয় ৬/১৮/৩৯, সূর্যাস্ত ৪/৫৫/৪৯। অমৃতযোগ দিবা ৭/৪৩ মধ্যে পুনঃ ১/২৩ গতে ২/৪৮ মধ্যে। রাত্রি ৫/৪৯ গতে ৯/২৩ মধ্যে পুনঃ ১২/৪ গতে ৩/৩৮ মধ্যে পুনঃ ৪/৩২ গতে উদয়াবধি। বারবেলা ২/১৬ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৩৮ গতে ১/১৮ মধ্যে।                                                               
১০ পৌষ, ১৪৩১, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪। একাদশী রাত্রি ১১/৪৯। স্বাতী নক্ষত্র রাত্রি ৬/৪। সূর্যোদয় ৬/২২, সূর্যাস্ত ৪/৫৫। অমৃতযোগ দিবা ৭/৫০ মধ্যে ও ১/৩১ গতে ২/৫৭ মধ্যে এবং রাত্রি ৫/৫৮ গতে ৯/৩১ মধ্যে ও ১২/১১ গতে ৩/৪৪ মধ্যে ও ৪/৩৮ গতে ৬/২২ মধ্যে। কালবেলা ২/১৭ গতে ৪/৫৫ মধ্যে। কালরাত্রি ১১/৩৮ গতে ১/১৯ মধ্যে। 
২৩ জমাদিয়স সানি।

ছবি সংবাদ

এই মুহূর্তে
পরিবারের সঙ্গে ক্রিসমাস উদযাপনের মুহূর্ত শেয়ার করলেন বরুণ ধাওয়ান

03:47:00 PM

লক্ষ্মীবারেও শেয়ার বাজারে হতাশ বিনিয়োগকারীরা, সামান্য নামল সেনসেক্স

03:42:00 PM

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে কালনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে হুমকি, হুগলি থেকে গ্রেপ্তার ৩

03:41:00 PM

ক্রিসমাস উদযাপনের ছবি শেয়ার করলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল

03:25:00 PM

কোচবিহার পুরসভা এলাকায় প্রকাশ্যে জঞ্জাল ফেলার সময় এক ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেললেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

03:16:00 PM

চতুর্থ টেস্ট: ম্যাচ ফি-এর ২০ শতাংশ জরিমানা কোহলির

03:12:37 PM